চোট নিয়ে জুয়ো খেলছেন, ধারণা জোকারের
৩৩-এর জোকারকে চিন্তায় রাখছে জেরেভের তারুণ্য। ২৩ বছরের জেরেভও কিন্তু দারুণ ছন্দে আছেন।
মেলবোর্ন: চোট পুরোপুরি সারেনি। তার মধ্যেই অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) খেলা ঝুঁকি আরও বাড়াচ্ছে। নোভাক জকোভিচ (Novak Djokovic) নিজেই স্বীকার করে নিচ্ছেন।
Your 2021 #AusOpen quarter-finals ? pic.twitter.com/ilX2kO4wBt
— ATP Tour (@atptour) February 15, 2021
মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে আলেজান্দার জেরেভের বিরুদ্ধে নামবেন জোকার। তার আগে তিনি বলেছেন, ‘যতক্ষণ আমি হাইডোজের পেনকিলার খাচ্ছি, ততক্ষণ ব্যথাটা বয়ে বেড়াতে পারছি। এটা যে এক ধরণের জুয়ো, সেটা আমার মেডিক্য়াল টিম কিন্তু বলেই দিয়েছে।’
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে দু’নম্বরে রাহুল
তৃতীয় রাউন্ডের ম্যাচে টেলর ফ্রিটজের বিরুদ্ধে খেলার সময় চোট পেয়েছিলেন তলপেটে। দু’দিন পর কানাডার মিলোস রাওনিককে হারিয়ে শেষ আটে পা দিয়েছেন জোকার। ম্যাচে কিন্তু জকোভিচকে দেখে বারবার মনে হয়েছে, চোট নিয়েই কোর্টে নেমেছেন তিনি। জোকার বলছেনও, ‘চোট নিয়ে মাঠের বাইরে কাটানো একরকম, আর চোট নিয়ে একটা ম্যাচ জেতার চেষ্টা করা, আর একরকম। এতে কিন্তু ক্ষতি বেশি হয়। সেই পরিমাণটা তখনই জানতে পারব, যখন পেনকিলার খাওয়া বন্ধ করব।’
আরও পড়ুন: সেঞ্চুরি ও ৫ উইকেটের অভিনব রেকর্ড অশ্বিনের
বিশ্বের এক নম্বর প্লেয়ার এর আগেও জেরেভের বিরুদ্ধে খেলেছেন। ৫-২ এগিয়ে আছেন তিনি। কিন্তু ৩৩-এর জোকারকে চিন্তায় রাখছে জেরেভের তারুণ্য। ২৩ বছরের জেরেভও কিন্তু দারুণ ছন্দে আছেন। জেরেভ কিন্তু বলছেন, ‘জোকারের মতো প্লেয়ারের বিরুদ্ধে খেলা সব সময়ই কঠিন। কঠিন চ্যালেঞ্জের মুখে নামতে হবে। তবে, ওর বিরুদ্ধে কিন্তু আমি এর আগেও দুটো ম্যাচ জিতেছি।’