টি-টোয়েন্টিতে দু’নম্বরে রাহুল
বোলার বা অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে কোনও ভারতীয় জায়গা পাননি।
দুবাই: টি-টোয়েন্টি (T20) ক্রিকেটে ব্যাটসম্যানদের তালিকায় দুইয়েই থাকলেন ভারতের লোকেশ রাহুল (KL Rahul)। তাঁর পয়েন্ট ৮১৬। সাতেই থাকলেন ভারতের ক্যাপ্টেন বিরাট কোহলি। বোলার বা অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে কোনও ভারতীয় জায়গা পাননি।
আরও পড়ুন: সেঞ্চুরি ও ৫ উইকেটের অভিনব রেকর্ড অশ্বিনের
ব্যাটসম্যানদের তালিকায় একে ইংল্যান্ডের দাউয়িদ মালান। তিনে অ্যারন ফিঞ্চ। চার থেকে ছয়ে যথাক্রমে বাবর আজম, গ্লেন ম্যাক্সওয়েল, রসি ভ্যান ডার ডুসেন।
? South Africa spinner @shamsi90 moves up to No.2 in the latest @MRFWorldwide ICC Men’s T20I Rankings for bowlers.
He is just three rating points behind top-ranked Rashid Khan ?
Full list: https://t.co/H7CnAiw0YT pic.twitter.com/MuzQZ6VZMn
— ICC (@ICC) February 15, 2021
বোলারদের তালিকায় একে আফগানিস্তানের রশিদ খান। দুই ও তিনে তাবরেইজ শামসি, মুজিবউর রহমান। কুড়ি-বিশের তালিকায় ভারতের টপ র্যাঙ্কিং বোলার ১২তম স্থানে থাকা ওয়াশিংটন সুন্দর ১৬-তে রয়েছেন জশপ্রীত বুমরা।