ফের দর্শকহীন অস্ট্রেলিয়ান ওপেন

Feb 12, 2021 | 2:18 PM

ব্রিটেনের নতুন করোনা ভাইরাস স্ট্রেনের খবর পাওয়া গেছে। যার ফলে মেলবোর্নে পাঁচ দিন লকডাউন (lockdown) ঘোষণা করা হয়েছে।

ফের দর্শকহীন অস্ট্রেলিয়ান ওপেন
সৌজন্যে-অস্ট্রেলিয়ান ওপেন টুইটার

Follow Us

মেলবোর্ন: সোমবার শুরু হয়েছে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম। দীর্ঘদিন বিরতির পর কোর্টে ফিরেছেন টেনিস তারকারা। করোনা পরিস্থিতিতে সীমিত দর্শকদের উপস্থিতিতে শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open)। প্রত্যেক ম্যাচেই গ্যালারিতে দর্শকদের উচ্ছাসও দেখা গিয়েছিল। সকল টেনিস তারকাও জানিয়েছিলেন, দর্শকদের সামনে খেলতে পারায় তাঁরাও ভীষণ খুশি হয়েছেন। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের পরবর্তী ম্যাচগুলি হবে দর্শকহীন। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন, ভিক্টোরিয়া প্রদেশের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুস।

 

 

ব্রিটেনের নতুন করোনা ভাইরাস স্ট্রেনের খবর পাওয়া গেছে। যার ফলে মেলবোর্নে পাঁচ দিন লকডাউন (lockdown) ঘোষণা করা হয়েছে। এমনটাই জানিয়েছেন, ভিক্টোরিয়া প্রদেশের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুস। তিনি বলেছেন, “মেলবোর্নে আয়োজিত টেনিস ভেন্যুকে কাজের জায়গা বলে ধরা হচ্ছে। যেখানে সীমিত কর্মীরা কাজ করতে পারবেন।”

আরও পড়ুন: উইসেন বোল্টের কভার ড্রাইভ

আগামীকাল থেকে টানা ৫ দিন অস্ট্রেলিয়ান ওপেনের গ্যালারিতে কোনও দর্শক থাকবে না। মেলবোর্নের এক কোয়ারান্টিন হোটেলে করোনা সংক্রামণের খবর পাওয়া গেছে। তার পরই লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে এই দেশের প্রশাসন।

আরও পড়ুন: এক মরসুমে ৬ ট্রফি জয় বায়ার্ন মিউনিখের

 

Next Article