বিপর্যস্ত মানুষের পাশে বেলেঘাটা মেরিনার্স
ইয়াসের (Yass) দাপটে বিপর্যস্ত সুন্দরবনের (Sundarban) একাধিক জায়গা। এই পরিস্থিতিতে সুন্দরবন এলাকার মানুষের পাশে দাঁড়াল মোহনবাগানের ফ্যান ক্লাব বেলেঘাটা মেরিনার্স (Beleghata Mariners)। সুন্দরবনের পাখিরালয় ও সোনাগাঁওয়ের দুঃস্থ ও বিপর্যস্ত মানুষের হাতে বেলেঘাটা মেরিনার্স ক্লাব তুলে দিল খাদ্যসামগ্রী। প্রতি বছরই বিভিন্ন কার্যকলাপে ব্যস্ত থাকে মোহনবাগানের এই ফ্যান ক্লাব। বিশ্ব পরিবেশ দিবসে বিপর্যস্ত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেয় বেলেঘাটা মেরিনার্স।
Most Read Stories