AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Wimbledon : পুরুষদের সিঙ্গলসে ভ্রাতৃত্বের ফাইনাল! ২১-র লক্ষ্যে নামছেন নোভাক

কির্গিয়সের বিরুদ্ধে একটিও সেট জেতেননি নোভাক। দু-বারের সাক্ষাতে দু-বারই হার নোভাকের। একশো শতাংশ জয়ের রেকর্ড নিয়ে ফাইনালে নামছেন কির্গিয়স।

Wimbledon : পুরুষদের সিঙ্গলসে ভ্রাতৃত্বের ফাইনাল! ২১-র লক্ষ্যে নামছেন নোভাক
Image Credit: WIMBLEDON
| Edited By: | Updated on: Jul 10, 2022 | 7:45 AM
Share

লন্ডন : কোর্টের বাইরে কার্যত দাদা-ভাইয়ের সম্পর্ক। নোভাক জকোভিচ (Novak Djokovic) এবং নিক কির্গিয়স (Nick Kyrgios)। ক্যামেরন নুরিকে হারিয়ে ৩২ তম গ্র্যান্ড স্লাম ফাইনাল নিশ্চিত করেছেন নোভাক। কির্গিয়সকে অবশ্য সেমিফাইনালে নামতে হয়নি। চোটের কারণে সরে দাঁড়ান রাফায়েল নাদাল। ওয়াকওভার পেয়ে ফাইনালে নোভাকের সামনে কির্গিয়স। উইম্বলডনে পুরুষদের ফাইনালে এবার কি তাহলে ভ্রাতৃত্বের ফাইনাল দেখা যাবে! নোভাকের মাথায় অবশ্য তা নেই। কির্গিয়সের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক থাকলেও নোভাকের নজরে টানা পঞ্চম উইম্বলডন (Wimbledon)। এবার চ্যাম্পিয়ন হতে পারলে গ্র্যান্ড স্লামের সংখ্য়া হবে ২১। ছাপিয়ে যাবেন কিংবদন্তি রজার ফেডেরারকে। শীর্ষে থাকা রাফায়েল নাদালের (২২) সঙ্গে ব্যবধান কমবে।

আত্মবিশ্বাস সঙ্গী করেই লন্ডনে পা রেখেছিলেন অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় নিক কির্গিয়স। সম্প্রতি ঘাসের কোর্টে দুটি প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছিলেন নিক। সেই ছন্দ ধরে রেখেছেন উইম্বলডনের ঘাসের কোর্টেও। ব়্যাঙ্কিং ৪০ হলেও তাক লাগিয়ে দিয়েছেন পারফরম্যান্সে। সেমিফাইনালের পথে হারিয়েছেন পল জাব, ফিলিপ ক্রাজিনোভিচ, স্টেফানোস সিতসিপাস, ব্র্যান্ডন নাকাশিমা এবং ক্রিস্টিয়ান গারিনকে। সেমিফাইনালে নাদাল চোটের কারণে ওয়াকওভার না দিলে কী হত বলা কঠিন। তবে কির্গিয়সের পারফরম্যান্স নজর কাড়ার মতোই।

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারেননি নোভাক জকোভিচ। কোভিড টিকা নিয়ে বিতর্কের জেরে কোর্টে নামার আগেই অস্ট্রেলিয়া ছাড়তে ছাড়তে হয়েছিল। সে সময় সকলের আগে নোভাকের পাশে দাঁড়িয়েছেলন কির্গিয়স। তবে গ্র্য়ান্ড স্লামের মঞ্চে এসব আবেগ সঙ্গী করে নামতে নারাজ নোভাক। পরিষ্কার বলছেন, ‘আমাদের সম্পর্ককে ভ্রাতৃত্ব কী না বলতে পারব না। তবে জানুয়ারির আগের চেয়ে সম্পর্কটা ভাল এটুকু বলতে পারি। অস্ট্রেলিয়ায় কঠিন সময়ে খুব লোকই জনসমক্ষে পাশে দাঁড়িয়েছিল। নিকও তেমনই একজন। সেই কারণেই আমি ওকে অনেকটাই শ্রদ্ধা করি।’

নাদালের কাছে গ্র্যান্ড স্লাম ফাইনাল নতুন কিছু নয়। তবে নিক কির্গিয়স এবারই প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনালে। টেনিসের সমর্থক হিসেবে কির্গিয়সের সাফল্যে খুশি জকোভিচ। প্রতিভাবান কির্গিয়সের এটা প্রাপ্য ছিল বলেই মনে করেন নোভাক। আর প্রতিপক্ষ হিসেবে! কির্গিয়সের বিরুদ্ধে একটিও সেট জেতেননি নোভাক। দু-বারের সাক্ষাতে দু-বারই হার নোভাকের। একশো শতাংশ জয়ের রেকর্ড নিয়ে ফাইনালে নামছেন কির্গিয়স। তবে আগের সাক্ষাৎ কোনও গ্র্যান্ড স্লামের মঞ্চে ছিল না। ঘাসের কোর্টেও প্রথমবার মুখোমুখি নোভাক-কির্গিয়স। তাও আবার গ্র্যান্ড স্লামের ফাইনালে। নোভাক জকোভিচ বলছেন, ‘নিক বড় ম্যাচের প্লেয়ার। ওর কেরিয়ার দেখলেই বোঝা যায়। সেরা খেলোয়াড়দের হারিয়েছে। ওকে সমীহ করতেই হবে। এই ম্য়াচটাও রোমাঞ্চকর হতে চলেছে।’