কলকাতা: মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি পাঠাল আইএফএ (IFA)। কলকাতা লিগ (Calcutta Football League) থেকে সরে দাঁড়িয়েছে বাংলার দুই প্রধান। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা এই বিষয়টাই তুলে ধরা প্রধান লক্ষ্য আইএফএ (IFA) কর্তাদের। কলকাতা লিগে অংশ নেওয়া ১২টি ক্লাবের প্রতিনিধি এবং আইএফএ-র প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
সম্প্রতি ইস্টবেঙ্গলের ক্লাব-ইনভেস্টর জট মেটাতে আসরে নামতে হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে। গত সপ্তাহে নবান্নে বিনিয়োগকারী সংস্থার কর্তাদের তরফ থেকে স্পষ্ট জানানো হয়, এ বারে আইএসএলে (ISL) খেলবে লাল-হলুদ। দুই প্রধানকে রেখেই কলকাতা লিগের (Calcutta Football League) সূচি তৈরি করেছিল আইএফএ। এএফসি কাপের (AFC Cup) ম্যাচ থাকায় কলকাতা লিগ খেলছে না সবুজ-মেরুন। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর সেপ্টেম্বরের ২২ তারিখ জোনাল সেমিফাইনাল খেলবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। বাগান কর্তাদের কাছ থেকে আইএফএ বারবার জানতে চেয়েছিল কলকাতা লিগে খেলা বা না খেলার প্রসঙ্গ। সেই ব্যাপারে, এটিকে মোহনবাগান কর্তারা তাদের বর্তমান পরিস্থিতিটা তুলে ধরে। সেখানে স্পষ্ট ভাবে অংশ নেওয়া বা না নেওয়ার কথা জানায়নি তারা। ক্লাব-ইনভেস্টর চুক্তি জটের জেরে দল গঠন প্রক্রিয়া শেষ হয়নি এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal)। ফলে কলকাতা লিগে তারাও অংশ নিতে পারেনি। লাল-হলুদের কাছে আইএফএ কলকাতা লিগ প্রসঙ্গে জানতে চাইলে, এসসি ইস্টবেঙ্গলের উত্তর; তাদের দল গড়ার পাশাপাশি তিন সপ্তাহের প্রি সিজন ট্রেনিং করতে হবে।
আরও পড়ুন: Durand Cup: ডুরান্ডে দর্শক ফিরতে পারে গ্যালারিতে
আজ আইএফএ-র (IFA) গভর্নিং বডির বৈঠকে ঠিক হয়, দুই প্রধানকে ফের একবার চিঠি পাঠানো হবে। আগামিকালই এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগানকে চিঠি পাঠাচ্ছে আইএফএ। রবিবার আইএফএ-র শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক। সেখানেই দুই প্রধানকে নিয়ে সিদ্ধান্ত নেবে শৃ্ঙ্খলারক্ষা কমিটি। সাহসী পদক্ষেপ কি নিতে পারবে বাংলার ফুটবল নিয়ামক সংস্থা? আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় জানান, ‘অবশ্যই, আইএফএ এ বিষয়ে সাহসী পদক্ষেপ নেবে। বড় শাস্তিই নেওয়া হতে চলেছে।’ কয়েকদিন আগে লিগ কমিটির বৈঠকে প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, দুই প্রধানকে বাদ দিয়েই আসন্ন আইএফএ শিল্ড করবে আইএফএ।
এ দিকে আইএফএ-র সঙ্গে যুক্ত হল আরও একটি নতুন ইউনিট। ২২ তম জেলা সংস্থা হিসেবে কালিম্পং রাজ্য ক্রীড়া সংস্থাকে মান্যতা দিল আইএফএ।