CWG 2022 Highlights, Day 1: পাকিস্তানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিল ব্যাডমিন্টন টিম, মণিকারা কোয়ার্টার ফাইনালে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 30, 2022 | 8:08 AM

Commonwealth Games 2022 Day 1 Live Updates in Bengali: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের প্রথম দিনে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্সের খুটিনাটি খবর জানতে চোখ রাখুন লাইভ আপডেটে।

CWG 2022 Highlights, Day 1: পাকিস্তানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিল ব্যাডমিন্টন টিম, মণিকারা কোয়ার্টার ফাইনালে
কমনওয়েলথ গেমসের প্রথম দিন নজরে শ্রীহরি-সজন-অনাহতরা

Follow Us

বার্মিংহ্যাম: শুক্রবার থেকে শুরু হল এ বারের কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022)। বার্মিংহ্যামে মাল্টি স্পোর্টস ইভেন্টের এটি ২২ তম সংস্করণ। ভারতীয় ক্রীড়াবিদরা এ বারের কমনওয়েলথের যাত্রা শুরু করছে। নানা ইভেন্টে পদকের লক্ষ্যে খেললেন শ্রীহরি নটরাজ, সজন প্রকাশ থেকে অনাহত সিংরা। প্রথমদিনে নজরকাড়া পারফরম্যান্স টেবিল টেনিস, ব্যাডমিন্টন টিমের। ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ভারতের অন্যতম সেরা পারফরম্যান্স ছিল। ২০১৮ সালে ৬৬টি পদক এসেছিল ভারতের ঝুলিতে। এ বার মেরি কম, নীরজ চোপড়ারা না থাকলেও পদকের প্রত্যাশা গত বারের থেকেও আরও অনেক বেশি।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 30 Jul 2022 12:36 AM (IST)

    দ্বিতীয় দিনে সোনার হাতছানি

    আপাতত এটুকুই। ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বক্সিংয়ে দাপট দেখা গেল কমনওয়েলথ গেমসের প্রথমদিনে। তবে ঐতিহাসিক ম্যাচে হারের মুখ দেখতে হল মেয়েদের ক্রিকেট টিমকে। এবার পালা দ্বিতীয় দিনের।

  • 30 Jul 2022 12:33 AM (IST)

    সিঙ্গাপুরকে হারালেন শরথরা

    গ্রুপ ২-এর ম্যাচে সিঙ্গাপুরকে ৩-০তে উড়িয়ে দিল ছেলেদের টেবিল টেনিস টিম।


  • 29 Jul 2022 10:14 PM (IST)

    কোয়ার্টার ফাইনালে মণিকারা

    সৃজা আকুলা শেষ সিঙ্গলস ম্যাচ জিততেই কোয়ার্টার ফাইনালে পা রাখল মেয়েদের টেবিল টেনিস দল।

  • 29 Jul 2022 10:11 PM (IST)

    জিতলেন মণিকা

    সিঙ্গলসে ফিজির প্রতিপক্ষ ক্য়ারোলিন লি-র বিরুদ্ধে ১১-২, ১১-৪, ১১-২ ব্যবধানে জিতলেন মণিকা বাত্রা।

  • 29 Jul 2022 09:54 PM (IST)

    টিটি-তে দাপট বজায় মেয়েদের

    গ্রুপ ২-তে মেয়েদের টিমের প্রতিপক্ষ ফিজি। ডাবলস জুটি দিয়া চিতালে এবং সৃজা আকুলা ওপেনিং ম্যাচ জিতলেন ১১-৮, ১১-৩, ১১-৫ ব্যবধানে।

  • 29 Jul 2022 09:30 PM (IST)

    ব্যাডমিন্টনে ভারত বনাম পাকিস্তান

    দেশের ব্যাডমিন্টন দল ৫-০ ব্যবধানে উড়িয়ে দিল পাকিস্তানকে।

  • 29 Jul 2022 08:27 PM (IST)

    হকি: ঘানার বিরুদ্ধে ৫ গোলে জয় ভারতের

    পুল-এ-তে ভারতের মহিলারা ঘানাকে ৫-০ ব্যবধানে হারালেন।

  • 29 Jul 2022 08:07 PM (IST)

    ব্যাডমিন্টন: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়

    পাকিস্তানের বিরুদ্ধে ৩-০ জয় ভারতের। পাকিস্তানের মহুর শাহজাদকে ২১-৭, ২১-৬ ব্যবধানে হারালেন পিভি সিন্ধু ।

  • 29 Jul 2022 07:51 PM (IST)

    গোওওললল….

    ঘানার বিরুদ্ধে ভারতের হয়ে তৃতীয় গোল করেন সঙ্গীতা কুমারি।

  • 29 Jul 2022 07:42 PM (IST)

    ভারতের কোন কোন ইভেন্ট বাকি রয়েছে এখনও

    জেনে নিন কমনওয়েলথের প্রথম দিন ভারতের কোন কোন ইভেন্ট বাকি রয়েছে এখনও…

  • 29 Jul 2022 07:35 PM (IST)

    ব্যাডমিন্টন: শ্রীকান্তের জয়ের পর ২-০ এগিয়ে গেল ভারত

    মিক্সড টিম গ্রুপ-এ-র ম্যাচে পুরুষদের সিঙ্গসলে কিদাম্বি শ্রীকান্ত হারালেন মুরাদ আলিকে। ম্যাচের ফল শ্রীকান্তের ২১-৭, ২১-১২ পক্ষে।

     

  • 29 Jul 2022 07:27 PM (IST)

    গোওওললল…

    ঘানার বিরুদ্ধে দ্বিতীয় গোল ভারতের। হাফটাইমের আগে নেহা এগিয়ে দেন ভারতকে।

  • 29 Jul 2022 07:09 PM (IST)

    ব্যাডমিন্টন: প্রথম গেমে জিতল ভারত

    গ্রুপ-এ-র প্রথম টাইয়ে পাকিস্তানের মিক্সড টিমের জুটি বাত্তি-সিদ্দিকিকে ২১-৯, ২১-১২ ব্যবধানে হারালেন সুমিত-পোনাপ্পা

  • 29 Jul 2022 06:52 PM (IST)

    ব্যাডমিন্টনে ভারত-পাকিস্তানের ম্যাচ শুরু

    মিক্সড টিম ইভেন্টে গ্রুপ-এ-তে ভারত-পাকিস্তান ম্যাচ শুরু। প্রথম ম্যাচে বি সুমিত রেড্ডি ও মাচিমান্ডা পোনপ্পার সামনে রয়েছেন ইরফান সায়েদ বাত্তি ও গজালা সিদ্দিকি।

  • 29 Jul 2022 06:41 PM (IST)

    গোওওলললল…

    পুল-এ-তে ভারত বনাম ঘানার হকি ম্যাচ শুরু। ম্যাচের তিন মিনিটের মধ্যে ঘানার বিরুদ্ধে ভারতের প্রথম গোল। পেনাল্টি কর্নার থেকে গুরজিৎ কৌর গোল করে এগিয়ে দিলেন ভারতকে।

  • 29 Jul 2022 05:55 PM (IST)

    শরথকমলরা দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নামবেন ৬.৩০ মিনিটে

    বার্বাডোজকে ৩-০ ব্যবধানে প্রথম টাইয়ে হারিয়েছেন ভারতীয় টিটি প্লেয়াররা। এ বার দ্বিতীয় টাইয়ে সিঙ্গাপুরের মুখে নামবেন শরথকমলরা।

  • 29 Jul 2022 05:49 PM (IST)

    দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন শিব থাপা

    পুরুষদের ৬৩.৫ কেজি বিভাগে পাকিস্তানের সুলেমান বালোচকে হারালেন ভারতের শিব থাপা। ২৮ বছরের শিব জিতলেন ৫-০ ব্যবধানে।

     

  • 29 Jul 2022 05:46 PM (IST)

    পুরুষদের টেবল টেনিসে বার্বাডোজকে ৩-০ হারাল ভারত

    বার্বাডোজের টাইরিস নাইটকে তৃতীয় টাইয়ে হারালেন সাথিয়ান গণশেখরন। ম্যাচের ফল ১১-৪, ১১-৪, ১১-৩ সাথিয়ানের পক্ষে।

  • 29 Jul 2022 05:27 PM (IST)

    বার্বাডোজের বিরুদ্ধে ২-০ এগিয়ে ভারত

    পুরুষদের টেবল টেনিসের দ্বিতীয় টাইয়ে রোমান ম্যাক্সওয়েলকে ১১-৫, ১১-৩, ১১-৩ ব্যবধানে হারালেন শরথকমল।

     

  • 29 Jul 2022 05:10 PM (IST)

    ডাবলস টাইয়ে জিতল ভারত

    পুরুষদের টেবল টেনিসের ডাবলস টাইয়ে ভারতের জুটি সাথিয়ান গণশেখরন ও হরমীত দেশাই ১১-৯, ১১-৯, ১১-৪ ব্যবধানে হারালেন বার্বাডোজের টাইরিস নাইট ও কেভিন ফার্লে জুটিকে।

     

     

  • 29 Jul 2022 04:59 PM (IST)

    সাইক্লিংয়ে তিন নম্বরে শেষ করল ভারতের মেয়েরা

    সাইক্লিংয়ে তিন নম্বরে শেষ করল ভারতের মেয়েরা

  • 29 Jul 2022 04:58 PM (IST)

    টেবল টেনিসে নামছেন শরথরা

    • বার্বাডোজের বিরুদ্ধে নামতে চলেছেন শরথকমলরা।
    • ডাবলস টাইয়ে নামবেন ভারতের জুটি সাথিয়ান গণশেখরন ও হরমীত দেশাই মুখোমুখি হবেন বার্বাডোজের টাইরিস নাইট ও কেভিন ফার্লে।
    • দ্বিতীয় টাইয়ে মুখোমুখি হবেন শরথকমল ও রোমান ম্যাক্সওয়েল।
    • তৃতীয় টাই হবে সাথিয়ান ও নাইটের মধ্যে।

     

     

     

  • 29 Jul 2022 04:47 PM (IST)

    ১০০ মিটার ব্যাকস্ট্রোকের সেমিফাইনালে শ্রীহরি নটরাজ

    পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকের সেমিফাইনালে শ্রীহরি নটরাজ। হিট-৪ এ ৫৪.৬৮ সেকেন্ড সময় নিয়ে তিন নম্বরে শেষ করেন শ্রীহরি।

  • 29 Jul 2022 04:26 PM (IST)

    সেমিফাইনালে উঠতে পারলেন না সজন প্রকাশ

    ভারতীয় সাঁতারু সজন প্রকাশ পুরুষদের ৫০ মিটার বাটারফ্লাই হিট-৬ এর ৮ নম্বরে শেষ করলেন। ২৫.০১ সেকেন্ড সময় নিয়ে ফেলায় সেমিফাইনালে উঠতে পারলেন না সজন প্রকাশ।

     

  • 29 Jul 2022 04:24 PM (IST)

    আশা জাগিয়েও হতাশ করলেন ভারতের সাইক্লিস্টরা

    পুরুষদের ৪০০০ মিটার দলগত পারসুইটের যোগ্যতাঅর্জন পর্বে একটা সময় চার নম্বরে ছিল ভারত। যার ফলে মনে করা হচ্ছিল ব্রোঞ্জ পদক ম্যাচে নামতে পারে ভারত। তবে শেষ অবধি ৬ নম্বরে থেকে ৪:১২:৮৬৫ সময়ে শেষ করে ভারত।

     

  • 29 Jul 2022 04:16 PM (IST)

    পুরুষদের ৪০০০ মিটার সাইক্লিংয়ে ভারতের পারফরম্যান্স

    পুরুষদের সাইক্লিংয়ে ৪০০০ মিটার পারসুট কোয়ালিফাইং রাউন্ডে ভারত শেষ করেছে ৪:১২:৮৬৫ সময়ে। বাছাইপর্বে শীর্ষে থাকা ২ দল সোনার পদকের জন্য লড়বে। তৃতীয় এবং চতুর্থ দল ব্রোঞ্জ পদকের জন্য খেলবে।

     

  • 29 Jul 2022 04:13 PM (IST)

    লন বলে কিউয়িদের কাছে হারল ভারত

    লন বলে পুরুষদের ট্রিপল ইভেন্টে ২৩-৬ ব্যবধানে হেরে গেল ভারত।

     

  • 29 Jul 2022 04:09 PM (IST)

    আট নম্বরে শেষ করলেন কুশাগ্র রাওয়াত

    পুরুষদের ৪০০ মিটার ফ্রি স্টাইল হিট -৩ তে আট নম্বরে শেষ করলেন ভারতের কুশাগ্র রাওয়াত। হিট-৩ তে কুশাগ্র শেষ করতে সময় নেন ৩:৫৭:৪৫ মিনিট। হিট-৩ থেকে মোট ৬ জন সাঁতারু ফাইনালে ওঠার সুযোগ পেয়েছেন।

  • 29 Jul 2022 03:07 PM (IST)

    টেবল টেনিসে মনিকাদের জয়

    দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্য়বধানে হারিয়ে দিলেন মনিকা বাত্রারা।

  • 29 Jul 2022 03:01 PM (IST)

    লন বলে হেরে গেলেন তানিয়া

    লন বলে মহিলাদের সিঙ্গলসের সেকশনাল প্লের প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের ডি হগানের কাছে হেরে গেলেন (১০-২১) ভারতের তানিয়া চৌধুরি।

  • 29 Jul 2022 02:55 PM (IST)

    দাপট দেখিয়ে জিতলেন মনিকা

    দক্ষিণ আফ্রিকার মুসফিক কালামের বিরুদ্ধে ১১-৫, ১১-৩ ব্যবধানে জিতলেন মনিকা বাত্রা।

  • 29 Jul 2022 02:27 PM (IST)

    প্রোটিয়াদের বিরুদ্ধে ১-০ এগিয়ে গেল ভারত

    দক্ষিণ আফ্রিকাকে ১১-৭, ১১-৭, ১১-৫ ব্যবধানে হারিয়ে ১-০ ভারতকে এগিয়ে দিলেন সৃজা ও রীত জুটি।

     

  • 29 Jul 2022 02:20 PM (IST)

    রীত-সৃজারা প্রথম গেমে জিতল

    মেয়েদের টেবল টেনিসে ভারতের রীত-সৃজা জুটি প্রথম গেমে দক্ষিণ আফ্রিকার লাইলা এডওয়ার্ডস ও দানিশা প্যাটেলকে ১১-৭ ব্যবধানে হারালেন।

     

  • 29 Jul 2022 02:15 PM (IST)

    টেবল টেনিস ম্যাচের জন্য মনিকা বাত্রারা তৈরি

    দুপুর ২টো থেকে ভারতের মহিলাদের টেবল টেনিস দলের ম্যাচ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

  • 29 Jul 2022 02:04 PM (IST)

    আজ ভারতের ৪টি মেডেল ইভেন্ট রয়েছে

    আজ ভারতীয় অ্যাথলিটদের সামনে ৪টি ইভেন্ট থেকে পদক জয়ের সম্ভাবনা রয়েছে। আজ বার্মিংহ্যামে ভারতের যে চারটি মেডেল ইভেন্ট রয়েছে সেগুলি হল জিমন্যাস্টিক্স, সাইক্লিং, সাঁতার ও ট্রাইথ্যালন।

  • 29 Jul 2022 02:00 PM (IST)

    লন বল আপডেট

     

    পুরুষদের ট্রিপলস বিভাগের খেলায়, নিউজিল্যান্ড ভারতের ত্রয়ীর বিরুদ্ধে ৮-১ এর ব্যবধানে এগিয়ে রয়েছে। মহিলাদের সিঙ্গলসের খেলায়, তানিয়া চৌধুরী স্কটল্যান্ডের ডি হগগানের বিরুদ্ধে ৬-১০ ব্যবধানে পিছিয়ে রয়েছেন।

  • 29 Jul 2022 01:10 PM (IST)

    ভারতের লন বল টিমের প্লেয়াররা তৈরি

    লন বল দিয়ে ভারতের অ্যাথলিটরা এ বারের কমনওয়েলথ গেমস শুরু করতে চলেছেন।

  • 29 Jul 2022 01:02 PM (IST)

    আজ বার্মিংহ্যামে নজর থাকবেন যে প্লেয়াররা

    বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের প্রথম দিন নজর থাকবে পিভি সিন্ধু, ডেভিড বেকহ্যাম, সজন প্রকাশ, হরমনপ্রীত কৌরদের দিকে।

  • 29 Jul 2022 01:00 PM (IST)

    গতকালের ওপেনিং সেরেমনি মিস করেছেন?

    দেখে নিন ওপেনিং সেরেমনিতে ভারতের প্যারেডের ঝলক…

  • 29 Jul 2022 12:58 PM (IST)

    এক নজরে দেখুন কমনওয়েলথ গেমসের ওপেনিং সেরেমনির ঝলক

    বার্মিংহ্যামে গতকাল উদ্বোধন হয়েছে এ বারের কমনওয়েলথ গেমস। এক নজরে দেখুন কমনওয়েলথ গেমসের ওপেনিং সেরেমনির ঝলক…

  • 29 Jul 2022 12:54 PM (IST)

    লন বল দিয়ে শুরু হবে আজকের কমনওয়েলথে ভারতীয় অ্যাথলিটদের ইভেন্ট

    বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের আজকের দিনটি দুপুর ১ টা থেকে শুরু হবে। এবং ভারতীয় খেলোয়াড়রা লন বলে প্রথম নামবেন।

  • 29 Jul 2022 12:25 PM (IST)

    বিশেষ নজর থাকবে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে

    ১৯৯৮ সালের পর কমনওয়েলথে আবার ফিরছে ক্রিকেট। এ বারের কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে, ভারতীয় দল আজ তাঁদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে। এই ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৩টে ৩০ মিনিটে দেখা যাবে। সকলের নজর থাকবে এই ম্যাচের দিকে।

  • 29 Jul 2022 12:13 PM (IST)

    এক ঝলকে দেখে নিন কমনওয়েলথ গেমসে ভারতের আজকের সূচি

    বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের আজকের সূচি…

  • 29 Jul 2022 12:08 PM (IST)

    কমনওয়েলথের প্রথম দিন ভারতের সূচি দেখুন

    বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আজ থেকে শুরু হবে এই মাল্টি স্পোর্টস ইভেন্টে ভারতের যাত্রা। দেখে নিন কমনওয়েলথ গেমসের প্রথম দিন ভারতের সূচি —

    CWG 2022 India Day 1 Schedule: জেনে নিন বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের প্রথম দিন ভারতের অ্যাথলিটরা নামবেন কোন কোন ইভেন্টে

  • 29 Jul 2022 12:05 PM (IST)

    আজ সেই মাহেন্দ্রক্ষণ

    বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে আজ সফর শুরু ভারতীয় অ্যাথলিটদের। প্রথম দিনে, ভারতীয় খেলোয়াড়রা অনেক ইভেন্টে নামতে চলেছেন। ভারতের মহিলা ক্রিকেট দল একদিকে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। এ বারের কমনওয়েলথে, ভারত থেকে মোট ২১৫ জন প্লেয়ার ১৯টি খেলার ১৪১টি ইভেন্টে অংশ নেবেন।