CWG 2022, Day 10 Final Result: সুপার সানডে-তে কমনওয়েলথ গেমস থেকে কত পদক এল ভারতে জানেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 08, 2022 | 9:17 AM

CWG 2022, Day 10 Full Winners List: আজ টেবল টেনিস, ব্যাডমিন্টন ও হকিতে ভারতের সোনার পদক প্রাপ্তির সম্ভবনা রয়েছে। তার আগে জেনে নিন অ্যাকশন প্যাকড সানডে-তে ভারতের জয়-হারের খতিয়ান।

CWG 2022, Day 10 Final Result: সুপার সানডে-তে কমনওয়েলথ গেমস থেকে কত পদক এল ভারতে জানেন?
সুপার সানডে-তে কমনওয়েলথ গেমস থেকে কত পদক এল ভারতে জানেন?

Follow Us

বার্মিংহ্যাম: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) দশম দিনে, রবিবার ভারতে এসেছে মোট ১৫টি পদক। যার ফলে সব মিলিয়ে ভারতের (India) ঝুলিতে এখনও অবধি এ বারের কমনওয়েলথ গেমস থেকে এসেছে মোট ৫৫টি পদক। রবিবারের আগে অবধি ভারতে এসেছিল ৪০টি পদক। তাই নিঃসন্দেহে বলা চলে চলতি কমনওয়েলথের ১০ নম্বর দিন ভারতের ঝুলি আরও কিছুটা ভরেছে। আজ, সোমবার সপ্তাহের প্রথম দিন, তবে এ বারের কমনওয়েলথ গেমসের আজই শেষ দিন। আজ ভারতের সামনে সুযোগ রয়েছে বেশ কয়েকটি পদক জেতার। আজ টেবল টেনিস, ব্যাডমিন্টন ও হকিতে ভারতের সোনার পদক প্রাপ্তির সম্ভবনা রয়েছে। তার আগে জেনে নিন অ্যাকশন প্যাকড সানডে-তে ভারতের জয়-হারের খতিয়ান।

দশম দিনে ভারতের সাফল্য-ব্যর্থতার খতিয়ান —

১) হকি

ব্রোঞ্জ ভারতের

আম্পায়ারের ভুলে সোনার পদক জয়ের সুযোগ হাতছাড়া হয়েছিল সবিতা পুনিয়াদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিতর্কিত সেমিফাইনালকে পিছনে ফেলে দশম দিনে ব্রোঞ্জ পদকের ম্যাচে জিতলেন ভারতের মেয়েরা। প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। টানটান পেনাল্টি শুটআউটে নিউজিল্যান্ডকে ২-১ হারিয়ে ব্রোঞ্জ ভারতের।

২) স্কোয়াশ

ব্রোঞ্জ জুটল সৌরভ-দীপিকা জুটির

দশম দিনে স্কোয়াশ থেকে ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে। কমনওয়েলথে স্কোয়াশ মিক্সড ডাবলস ব্রোঞ্জ পদকের ম্যাচে ভারতের দীপিকা পাল্লিকাল-সৌরভ ঘোষাল জুটির প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়ার ডোনা লোবান-ক্যামেরন পিলি। ১১-৮, ১১-৪ ব্যবধানে ডোনা-ক্যামেরন জুটিকে হারাল দীপিকা-সৌরভ জুটি।

৩) টেবল টেনিস

শরথ-সৃজার সোনা

টেবল টেনিস মিক্সড ডাবলসে সোনা শরথকমল-সৃজা আকুলা জুটির। ফাইনালে মালয়েশিয়ার জাভেন চুং ও কারেন লিন জুটিকে ১১-৪, ৯-১১, ১১-৫, ১১-৬ ব্যবধানে হারান শরথরা। এই প্রথম টেবল টেনিস মিক্সড ডাবলসে সোনা জিতল ভারত।

পুরুষদের ডাবলসে রুপো শরথকমল-সাথিয়ান জুটির

টেবল টেনিসে পুরুষদের ডাবলসের ফাইনালে ভারতের অচিন্ত্য শরথকমল-সাথিয়ান গণশেখরন জুটির প্রতিপক্ষ ছিল ইংল্যান্ডের পল ড্রিঙ্কারহল-লিয়াম পিচফোর্ড জুটি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও ৩-২ ব্যবধানে হার শরথকমল-সাথিয়ানের। ভারতের পুরুষ ডাবলস জুটি শরথকমল-সাথিয়ান ১১-৮, ৮-১১, ৩-১১, ১১-৭, ৪-১১ হারল ইংল্যান্ডের জুটির কাছে।

ফাইনালে শরথকমল

টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে ইংল্যান্ডের পল ড্রিঙ্কারহলকে ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন ভারতের অচিন্ত্য শরথকমল। ম্যাচের ফল ১১-৮, ১১-৮, ৮-১১, ১১-৭, ৯-১১, ১১-৮ শরথকমলের পক্ষে।

সেমিতে হার সাথিয়ানের

টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে ইংল্যান্ডের লিয়াম পিচফোর্ডের কাছে ৪-১ ব্যবধানে হারলেন সাথিয়ান গণশেখরন। তবে সাথিয়ানের কাছে ব্রোঞ্জ জেতার সুযোগ রয়েছে। ইংল্য়ান্ডের পল ড্রিঙ্কারহলের বিরুদ্ধে আজ তিনি নামবেন ব্রোঞ্জ পদক ম্যাচে।

ব্রোঞ্জ পদক ম্যাচে হাড্ডাহাড্ডি লড়েও হার সৃজার

মহিলাদের সিঙ্গলসের ব্রোঞ্জ পদক ম্যাচে অস্ট্রেলিয়ার ইয়াংজি লিউয়ের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেন ভারতের সৃজা আকুলা। তবে ৭ গেমের ম্য়াচে শেষ অবধি জিতে নেন ইয়াংজি। ৪-৩ ব্যবধানে হারলেন সৃজা। ম্যাচের ফল ৩-১১, ১১-৬, ১১-২, ৭-১১, ১৫-১৩, ৯-১১, ১১-৭ অজি প্যাডলারের পক্ষে।

৪) ব্যাডমিন্টন

ত্রিশা-গায়ত্রীদের ব্রোঞ্জ

অস্ট্রেলিয়াকে হারিয়ে মেয়েদের ডাবলসে ব্রোঞ্জ পদকের ম্যাচ জিতল গায়ত্রী গোপীচাঁদ-ত্রিশা জলি জুটি। অজি জুটিকে ২১-১৫, ২১-১৮ ব্যবধানে হারিয়েছে তারা। টিনএজার জুটি সাফল্যে উচ্ছ্বসিত ব্যাডমিন্টন প্রেমীরা।

ব্রোঞ্জ শ্রীকান্তের

ব্যাডমিন্টন সিঙ্গলসে ব্রোঞ্জ পদকের ম্যাচ জিতলেন কিদাম্বি শ্রীকান্ত। ২১-১৫, ২১-১৮ স্ট্রেট গেমে সিঙ্গাপুরের জিয়া হেং তেহ-কে হারিয়ে ব্রোঞ্জ পেলেন শ্রীকান্ত।

ফাইনালে লক্ষ্য সেন

পুরুষদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছ গিয়েছেন ভারতের লক্ষ্য সেন। সেমিফাইনালে সিঙ্গাপুরের জিয়া হেং তেহ-কে ২-১ হারান লক্ষ্য। ৩ গেমের ম্যাচের ফল ২১-১০, ১৮-২১, ২১-১৬ লক্ষ্যর পক্ষে।

ফাইনালে পিভি সিন্ধু

মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পিভি সিন্ধু। সেমিফাইনালে সিঙ্গাপুরের জিয়া মিন ইওকে স্ট্রেট গেমে ২১-১৯, ২১-১৭ ব্যবধানে হারালেন সিন্ধু।

ফাইনালে সাত্বিক-চিরাগ জুটি

পুরুষদের ডাবলসের সেমিফাইনালে ভারতের সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটির প্রতিপক্ষ ছিল মালয়েশিয়ার চান পেং সুন-তান কিয়ান মেং। স্ট্রেট গেমে ২১-৬, ২১-১৫ সাত্বিক-চিরাগ হারালেন মালয়েশিয়ান জুটিকে।

৫) বক্সিং

সোনা নীতুর

বক্সিংয়ে সোনা জিতলেন নীতু গংঘাস। হারিয়ে দিলেন ইংল্যান্ডের প্রতিপক্ষকে। কমনওয়েলথে অভিষেকেই বাজিমাত করলেন নীতু।

অমিতের সোনা

পুরুষদের ৫১ কেজি (ফ্লাইওয়েট) ফাইনালে ইংল্যান্ডের কিয়ারান ম্যাকডোনাল্ডকে হারালেন ভারতের অমিত পাঙ্ঘাল। ৫-০ ব্যবধানে পয়েন্টের ভিত্তিতে অমিত হারালেন ইংল্যান্ডের বক্সারকে।

সোনা নিখাতের

মেয়েদের ৫০ কেজির ফাইনালে (লাইট ফ্লাইওয়েট) নিখাত জারিনের প্রতিপক্ষ ছিল নর্দান আয়ারল্যান্ডের কার্লি ম্যাকনল। ৫-০ ব্যবধানে নিখাত হারালেন কার্লিকে।

সাগরের রুপো

৯২ কেজি সুপার হেভিওয়েটের ম্যাচে ভারতের সাগরের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ডের ডেলিশিয়াস ওরি। প্রথম রাউন্ডে এগিয়ে থেকেও রুপো সাগর অহলতের। অভিষেক কমনওয়েলথ গেমসে সুপার হেভিওয়েট বক্সিংয়ে ইংল্যান্ডের ডেলিশিয়াস ওরির কাছে হার সাগরের।

৬) ক্রিকেট

রুপো ভারতের

প্রথম কমনওয়েলথ গেমস অভিযান রুপোর পদকে শেষ করল ভারতের মহিলা ক্রিকেট টিম। অস্ট্রেলিয়ার কাছে ৯ রানের ক্লোজ মার্জিনে হেরে সোনা হাতছাড়া হল হরমনপ্রীত কৌরদের।

৭) অ্যাথলেটিক্স

ট্রিপল জাম্পে সোনা এলঢোসের, রুপো আবদুল্লার

পুরুষদের ট্রিপল জাম্পে সোনা জিতলেন ভারতের এলডোস পল। তৃতীয় বারের প্রয়াসে এলঢোস ১৭.০৩ মিটার জাম্প দেন। এলডোসের পাশাপাশি পুরুষদের ট্রিপল জাম্পে রুপো পেলেন আবদুল্লা আবুবাকের। পঞ্চম বারের প্রয়াসে ১৭.০২ মিটার জাম্প দেন আবদুল্লা।

মহিলাদের জ্যাভলিন থ্রোতে অন্নু রানির ব্রোঞ্জ

মহিলাদের জ্যাভলিন থ্রো-তে ব্রোঞ্জ পেলেন অন্নু রানি। চতুর্থ বারের প্রয়াসে অন্নু ছোড়েন ৬০ মিটার। সেটাই তাঁর সেরা থ্রো। ওই থ্রোয়ের নিরিখেই ব্রোঞ্জ পেলেন অন্নু রানি।

১০ হাজার মিটার রেস ওয়াকে ব্রোঞ্জ সন্দীপের

পুরুষদের ১০ হাজার মিটার রেস ওয়াকে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের সন্দীপ কুমার। রেস শেষ করতে তিনি সময় নিয়েছিলেন ৩৮: ৪৯.২১ মিনিট। যা তাঁর ব্যক্তিগত সেরা পারফরম্যান্সও।

পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনাল

পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করলেন ভারতের দুই জ্যভলিন থ্রোয়ার ডিপি মানু এবং রোহিত যাদব। বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্সকে পিছনে ফেলে কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন পাকিস্তানের আর্শাদ নাদিম।
ছেলেদের জ্যাভলিন থ্রো ফাইনালে ভারতের রোহিত যাদব এবং ডিপি মনু। ৭৯.০৪ থ্রো করে ফাইনাল শুরু করলেন ডিপি মনু। দ্বিতীয় প্রচেষ্টায় ৮২.২৮ মিটার দূরে জ্যাভলিন ছুড়লেন ভারতের ডিপি মনু।তৃতীয় প্রচেষ্টায় ডিপি মনু ৭৮.৭৯ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়লেন। দ্বিতীয় প্রচেষ্টায় মনুর ৭৭.৭৪ মিটার দূরে বর্শা নিক্ষেপ করেন।

পুরুষদের ৪x৪০০ রিলে ফাইনাল

পুরুষদের ৪x৪০০ রিলে ফাইনালে সপ্তম স্থানে শেষ করল ভারত। টাইমিং ৩.০৫.৫১।

মহিলাদের ৪x১০০ মিটার রিলে ফাইনাল

মহিলাদের ৪x১০০ মিটার রিলের ফাইনালে ভারতীয় মহিলা রিলে দল শেষ করল ৫ নম্বরে। ভারতের মহিলা রিলে দল সময় নেয় ৪৩.৮১ সেকেন্ড।

 

Next Article