বার্মিংহ্যাম: আজ, সোমবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) শেষ দিন। দেখতে দেখতে এই মাল্টি স্পোর্টস ইভেন্টের ১০ টা দিন পেরিয়ে গিয়েছে। এবং বার্মিংহ্যাম থেকে একের পর এক পদক এনে দিয়ে ভারতের (India) ঝুলি ভরিয়েছেন ভারতীয় তারকা অ্যাথলিটরা। এখনও অবধি ভারত এ বারের কমনওয়েলথ গেমস থেকে পেয়েছে মোট ৫৫টি পদক। তার মধ্যে অ্যাকশন প্যাকড রবিবারই ভারতে এসেছে ১৫টি পদক। ভারোত্তোলন, কুস্তি, জুডো, লন বল, স্কোয়াশ, লং জাম্প, হাই জাম্প, স্টিপলচেজ, রেস ওয়াক, প্যারা পাওয়ারলিফ্টিং, টেবল টেনিস ও ব্যাডমিন্টন থেকে পদক এসেছে ভারতে। আজ বিশেষ নজরে থাকবেন পিভি সিন্ধু-লক্ষ্য সেন-শরথকমলরা। একইসঙ্গে এ বারের কমনওয়েলথ গেমসের শেষ দিনে নজর রাখতে হবে পুরুষ হকি দলের ফাইনালে এবং ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের মতো ইভেন্টেও। চলতি কমনওয়েলথ গেমসের (Birmingham Commonwealth Games 2022) নানা ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদদের শেষ দিনের সূচি দেখে নিন —
ব্যাডমিন্টন
টেবল টেনিস
হকি
পুরুষদের ফাইনাল – ভারত বনাম অস্ট্রেলিয়া (বিকেল ৫)
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের শেষ দিন ভারতীয় অ্যাথলিটরা নামবেন ৬টি ইভেন্ট রয়েছে। তার মধ্যে ৫টি পদক নিশ্চিত। আর একটি ম্যাচে ব্রোঞ্জ এলে ওই ৬টি ইভেন্টেই পদক প্রাপ্তি হবে ভারতের। আর তা হলে এ বারের কমনওয়েলথ থেকে মোট ৬১টি পদক নিয়ে দেশে ফিরবেন ভারতীয় অ্যাথলিটরা। শেষ দিনে ভারতের ঝুলি আরও কতটা ভরবে তাঁর জন্য বিশেষ নজর রাখতে হবে আজ কমনওয়েলথ গেমসে।
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্সের লাইভ আপডেট পাবেন TV9Bangla ওয়েবসাইটে।