বার্মিংহ্যাম: এ বারই প্রথম। কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) যোগ হয়েছে মেয়েদের ক্রিকেট। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত (Team India)। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল দারুণভাবে ঘুরে দাঁড়ায়। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে। গ্রুপ এ-তে শেষ ম্যাচে বার্বাডোজকে ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ভারত। গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করেছে ভারতীয় দল। শেষ চারে (Semifinal) এজবাস্টন স্টেডিয়ামে ভারতের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। গ্রুপ পর্বে তিন ম্যাচেই জিতেছে তারা। ঐতিহাসিক মঞ্চে ফাইনাল এবং পদক নিশ্চিত করাই লক্ষ্য ভারতের। কোভিড থেকে সুস্থ হয়ে গত ম্যাচেই ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার পূজা বস্ত্রকার। ব্যাটিংয়ে স্মৃতি, শেফালি, হরমনপ্রীত, জেমিমা সকলেই ছন্দে রয়েছেন। বোলিংয়ে নজর কাড়ছেন পেসার রেনুকা সিং ঠাকুর। অস্ট্রেলিয়া এবং বার্বাডোজ ম্যাচে ৪ টি করে উইকেট নিয়েছেন। প্রথম স্পেলেই টানা ৪ ওভার বোলিং করেছেন রেনুকা। অন্য সেমিফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড।
হেড টু হেডে নজর দিলে দেখা যায় টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত ২২ টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ১৭ টি ম্যাচে জিতেছে ভারত ও ৫ টি ম্যাচে জিতেছে ইংল্যান্ড। ভারতের কাছে সবচেয়ে হতাশার ছিল ২০১৭ সাল। ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল। জয়ের মুখ থেকে রানার্স হয়েই সন্তষ্ট থাকতে হয়েছিল ভারতকে।
ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচটি কবে হবে?
ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচটি আগামীকাল শনিবার (৬ অগস্ট) হবে।
ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচটি বার্মিংহ্যামের এজবাস্টন স্টেডিয়ামে হবে।
ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে বিকাল ৩.৩০ নাগাদ। ম্যাচের আগে বিকাল ৩ টে নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কমনওয়েলথ গেমসের সম্প্রচার স্বত্ব কিনেছে সোনি স্পোর্টস। ফলে ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচটিরও লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে সোনি টেন ১, সোনি টেন ১ এইচডি এবং সোনি লিভ-এ।
ভারতের সম্ভাব্য একাদশ : শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, জেমিমা রডরিগজ, হরমনপ্রীত কৌর, পূজা বস্ত্রকার, তানিয়া ভাটিয়া, দীপ্তি শর্মা, রাধা যাদব, মেঘনা সিং, স্নেহ রানা, রেনুকা সিং ঠাকুর
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ : ড্যানি ওয়্যাট, সোফিয়া ডাঙ্কলি, অ্যালিস ক্যাপসি, নাতালি সিবার, অ্যামি জোন্স, মাইয়া বাউশিয়ের, ক্যাথরিন ব্রান্ট, সোফি এক্লেস্টোন, ফ্রেয়া কেম্প, ইসি ওং, সারা গ্লেন।