CWG 2022 India Day 3 Schedule: রবিবার দিনভর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের নজরে থাকবেন যে ভারতের অ্যাথলিটরা…

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 31, 2022 | 12:46 PM

Commonwealth Games 2022 Schedule Day 3 in Bengali: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে রবিবার নজরে থাকবেন নিখাত-হরমনপ্রীতরা।

CWG 2022 India Day 3 Schedule: রবিবার দিনভর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের নজরে থাকবেন যে ভারতের অ্যাথলিটরা...
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের সূচি

Follow Us

বার্মিংহ্যাম: আজ, রবিবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) তৃতীয় দিন। মাল্টি স্পোর্টস ইভেন্টের এটি ২২ তম সংস্করণ। দ্বিতীয় দিন ভারোত্তোলন থেকে দেশকে তিনটি পদক এনে দিয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। মহিলাদের ভারোত্তোলনে সোনা জিতেছেন মীরাবাঈ চানু। পুরুষদের ভারোত্তোলনে রুপো ও ব্রোঞ্জ পেয়েছেন যথাক্রমে সংকেত মহাদেব সারগর ও গুরুরাজা পূজারি। বার্মিংহ্যাম কমনওয়েলথে নানা দেশের ক্রীড়াবিদরা বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছেন। ভারতীয় ক্রীড়াবিদরাও এ বারের কমনওয়েলথের নানা ইভেন্টে পদকের লক্ষ্যে নামছেন। ভারত (India) থেকে এ বার মোট ২১৫ জন দল গিয়েছে বার্মিংহ্যামে। এর আগে ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ভারতের সেরা পারফরম্যান্স ছিল। ৬৬টি পদক এসেছিল সেইবার। এ বার পদকের প্রত্যাশা তার থেকেও আরও অনেক বেশি। কমনওয়েলথ গেমসের নানা ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদদের তৃতীয় দিনের সূচি দেখে নিন —

৩১ জুলাই, ভারতীয় ক্রীড়াবিদদের কমনওয়েলথের তৃতীয় দিনের সূচি

১) লন বল (দুপুর ১)

মেয়েদের সিঙ্গলসে – তানিয়া চৌধুরি

ছেলেদের সেকশনাল প্লে ডাবলস – সুনীল বাহাদুর-দীনেশ কুমার

২) আর্টিস্টিক জিমন্যাস্টিক্স (দুপুর ১.৩০)

যোগেশ্বর সিং (অল অ্যারাউন্ড ফাইনাল)

৩) ভারোত্তোলন (দুপুর ২)

ছেলেদের ৬৭ কেজিতে – জেরেমি লালরিননুনগা

মেয়েদের ৫৯ কেজিতে – পপি হাজারিকা

মেয়েদের ৭৩ কেজিতে – অচিন্তা শিউলি

৪) সাইক্লিং (দুপুর ২.৩০)

ছেলেদের ১৫ কিমি স্ক্র্যাচ রেস – বিশ্বজিৎ সিং

ছেলেদের স্প্রিন্ট –

  • ঈস্ব আলবেন
  • রোনাল্ডো লিয়াতোঞ্জাম

৫) সাঁতার (বিকেল ৩)

ছেলেদের ২০০ মিটার বাটারফ্লাই – সজন প্রকাশ

ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক – শ্রীহরি নটরাজ

৬) ট্রাইথলন (বিকেল ৩.৩০)

মিক্সড রিলে (ফাইনাল)

  • প্রজ্ঞা মোহন-আদর্শ মুরলীধরন
  • বিশ্বনাথ যাদব, সঞ্জনা যোশী

৭) ক্রিকেট (বিকেল ৩.৩০)

ভারত বনাম পাকিস্তান

৮) বক্সিং (বিকেল ৪.৩০)

মেয়েদের ৫০ কেজিতে – নিখাত জারিন

ছেলেদের ৬৩.৫ কেজিতে – শিবা থাপা

ছেলেদের ৯২ কেজিতে – সাগর সাগর

ছেলেদের ৭৫ কেজিতে – সুমিত কুণ্ডু

৯) টেবল টেনিস (বিকেল ৪.৩০)

পুরুষদের কোয়ার্টার ফাইনাল (ভারত বনাম বাংলাদেশ)

১০) হকি (সন্ধ্যা ৬.৩০)

ছেলেদের হকিতে – ভারত বনাম ঘানা

 

Next Article