IND W vs BAR W Highlights, T20 CWG 2022 : সেমিফাইনালে ভারত, ১০০ রানের বিশাল জয়
India vs Barbados Women Live Score in Bangla: বার্মিংহ্যাম গেমস ক্রিকেটের সেমিফাইনালে ভারত। ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবে ভারত।
বার্মিংহ্যাম : কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বার্বাডোজ। প্রথম ম্যাচে তারা হারায় পাকিস্তানকে। উলটোদিক হার দিয়ে শুরু করেছিল ভারত (Team India)। রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটের জয়ে ঘুরে দাঁড়ায় ভারত। অন্যদিকে, বার্বাডোজ দ্বিতীয় ম্যাচে হারে অস্ট্রেলিয়ার কাছে। ফলে গ্রুপের শেষ ম্যাচটি কার্যত কোয়ার্টার ফাইনাল হয়ে দাঁড়ায় ভারতের কাছে। গুরুত্বপূর্ণ ম্যাচে অনবদ্য পারফরম্যান্স। বার্বাডোজকে ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করল ভারত। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বার্বাডোজ। ২০ ওভারে ১৬২-৪ করে ভারত। ব্যাট হাতে জেমিমা রডরিগজের (৫৬) অর্ধশতরান, শেফালি ভার্মা করেন ৪৩ রান। বোলিংয়ে শুরুতেই চার উইকেট নিয়ে অনবদ্য শুরু রেনুকা সিং ঠাকুরের। ২০ ওভার ব্যাট করলেও ৬২-৮ করে বার্বাডোজ।
Key Events
শেফালি ভার্মা এবং দীপ্তি শর্মার সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন জেমিমা। ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ উইকেট নিলেও দল হেরেছিল। বার্বাডোজের বিরুদ্ধেও ৪ উইকেট রেনুকার। দলও সেমিফাইনালে।
LIVE Cricket Score & Updates
-
বিশাল জয়
- একশো রানের বিশাল জয়ে শেষ চার নিশ্চিত করল ভারত
- জেমিমা রডরিগজের অর্ধশতরান
- রেনুকা সিং ঠাকুরের চার উইকেট
- ২০ ওভারে ৮ উইকেটে ৬২ রান করে বার্বাডোজ।
-
রইল বাকি দুই
বাকি আর দু ওভার। ভারতের চাই দু উইকেট। ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা।
-
-
অনবদ্য ক্যাচ
মেঘনা সিংয়ের বোলিংয়ে সামনে ঝাঁপিয়ে অনবদ্য ক্যাচ নিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ষষ্ঠ উইকেট হারাল বার্বাডোজ।
-
পাওয়ার প্লে আপডেট
পাওয়ার প্লে-তে ৪ উইকেটে ২০ বার্বাডোজ। ৪ টি উইকেটই রেনুকা সিং ঠাকুরের।
-
বার্বাডোজের চতুর্থ উইকেট
রেনুকা সিংকে সামলাতে হিমসিম অবস্থা। আলিয়া অ্যালাইনে প্রথম বলেই বোল্ড। একই ওভারে জোড়া উইকেট রেনুকার। সব মিলিয়ে ৪ উইকেট।
-
-
রেনুকার তৃতীয় উইকেট
নিজের স্পেলের তৃতীয় ওভারে আরও একটা উইকেট রেনুকা সিং ঠাকুরের। অফ সাইডে সরে পুল করতে চেয়েছিলেন কিসিয়া নাইট। প্লেড অন হন তিনি।
-
রেনুকার দ্বিতীয় ধাক্কা
বার্বাডোজ অধিনায়ক হেইলি ম্যাথুজকে ফেরালেন রেনুকা। মিড অনে সহজ ক্যাচ শেফালির।
-
আবারও রেনুকা
অনবদ্য শুরু দিলেন রেনুকা সিং ঠাকুর। ইনিংসের তৃতীয় বলেই ভয়ঙ্কর দিয়েন্দ্র ডটিনকে ফেরালেন রেনুকা।
-
এক নজরে
- শেফালি ভার্মা ৪৩ রান করেন।
- পরপর শেফালি, হরমনপ্রীত, তানিয়াদের উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।
- জেমিমা রডরিগজের সঙ্গে দুর্দান্ত জুটি দীপ্তি শর্মার।
- পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে ৪৩ বলে ৭০ রান যোগ করলেন তাঁরা।
- জেমিমা ৪৬ বলে ৫৬ রানে অপরাজিত।
- দীপ্তি শর্মা ২৮ বলে ৩৪ রান যোগ করলেন।
- ভারত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬২ রান করল।
-
জেমিমার অর্ধশতরান
৪৪ বলে অর্ধশতরান পূর্ণ করলেন জেমিমা।
-
গতি বাড়ালেন জেমিমা
বড় স্কোরের দিকে এগোচ্ছে ভারত। শেফালি, স্মৃতি, হরমনপ্রীতরা ফেরার পর মন্থর হয়েছিল ভারতীয় ইনিংস। রানের গতি বাড়াচ্ছেন জেমিমা রডরিগজ।
-
প্রথম বলেই আউট অধিনায়ক
সাকিরা সেলমান রানের খাতা খুলতে দিলেন না ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরকে। প্রথম বলেই লেগ বিফোর হয়ে ফিরলেন অধিনায়ক।
-
চরম ভুল বোঝাবুঝি
দ্বিতীয় রান নিতে দৌড়েছিলেন শেফালি ভার্মা। উলটো প্রান্ত থেকে মানা করেন জেমিমা। ভুল বোঝাবুঝিতে রান আউট শেফালি। ২৬ বলে ৪৩ রান করেন তিনি।
-
পাওয়ার প্লে আপডেট
স্মৃতি মান্ধানার উইকেট হারিয়ে, প্রথম পাওয়ার প্লে-তে ৫০ রান তুলেছে ভারত।
-
ভারতীয় শিবিরে বড় ধাক্কা
শানিকা ব্রুসের বোলিংয়ে লেগ বিফোর স্মৃতি মান্ধানা (৫)। রিভিউতে সিদ্ধান্ত।
-
বিধ্বংসী জুটির প্রবেশ
স্মৃতি মান্ধানা-শেফালি ভার্মার বিধ্বংসী জুটির প্রবেশ। ম্যাচ শুরু হতে চলেছে। স্ট্রাইকে স্মৃতি। বল হাতে শামিলিয়া কনেল।
-
একাদশ আপডেট
ভারত : শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, জেমিমা রডরিগজ, হরমনপ্রীত কৌর, পূজা বস্ত্রকার, তানিয়া ভাটিয়া, দীপ্তি শর্মা, রাধা যাদব, মেঘনা সিং, স্নেহ রানা, রেনুকা সিং ঠাকুর
বার্বাডোজ : দিয়েন্দ্র ডটিন, হেইলি ম্যাথুজ, কিসিয়া নাইট, কাইসোনা নাইট, আলিয়া অ্যালাইনে, ত্রিশান হোল্ডার, অ্যালিসা স্ক্যান্টেলবারি, শাকিরা সেলমান, শামিলিয়া কনেল, শন্তে ক্যারিংটন, শানিকা ব্রুস
-
টস আপডেট
বার্বাডোজ অধিনায়ক টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন।
ভারত একাদশে পেস বোলিং অলরাউন্ডার পূজা বস্ত্রকার। কোভিডের কারণে প্রথম দুই ম্যাচে পাওয়া যায়নি তাঁকে।
-
আপনিও প্রস্তুত তো…
আর মাত্র ৫৭ মিনিট। ভারতীয় সময় রাত ১০.৩০। কমনওয়েলথ গেমস ক্রিকেটে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামছে ভারত। জিতলেই সেমিফাইনাল। এজবাস্টনে পৌঁছে গিয়েছে দল।
We are here at @Edgbaston! ?? #INDvBAR #TeamIndia pic.twitter.com/V7vpxOJYvJ
— BCCI Women (@BCCIWomen) August 3, 2022
Published On - Aug 03,2022 9:30 PM