CWG 2022: কমনওয়েলথের শুরুতেই দাপট ভারতের, প্রোটিয়াদের কার্যত উড়িয়ে দিলেন মনিকারা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 29, 2022 | 4:43 PM

Commonwealth Games 2022: কমনওয়েলথ গেমসের প্রথম দিনই দাপট দেখাচ্ছেন ভারতের টেবল টেনিস তারকারা।

CWG 2022: কমনওয়েলথের শুরুতেই দাপট ভারতের, প্রোটিয়াদের কার্যত উড়িয়ে দিলেন মনিকারা
কমনওয়েলথের শুরুতেই দাপট ভারতের, প্রোটিয়াদের কার্যত উড়িয়ে দিলেন মনিকারা
Image Credit source: Twitter

Follow Us

বার্মিংহ্যাম: কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) শুরুটা দারুণ করলেন মনিকা বাত্রারা। গ্রুপ ২ এর ম্যাচে টেবল টেনিসে (Table Tennis) দক্ষিণ আফ্রিকার (South Africa) মুখে নেমেছিল ভারতের মহিলা দল। দাপট দেখিয়ে জিতলেন মনিকারা। প্রথম টাইয়ে প্রোটিয়াদের কোনও প্রতিরোধই গড়তে দিলেন না মনিকারা। প্রথম রাউন্ডে দুরন্ত পারফর্ম করেছেন ভারতের টিটি প্লেয়াররা। মেয়েদের ডাবলসে রীত রিশ্য ও সৃজা আকুলা জুটি জয় দিয়ে শুরু করেন। এরপর মহিলাদের সিঙ্গলসে মনিকা বাত্রা ও সৃজা আকুলাও পরপর জিতে নিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেলেন।

প্রথম টাইয়ে ভারতের মহিলা টিটি ডাবলস জুটি সৃজা আকুলা ও রীত টেনিসন হারান লাইলা এডওয়ার্ডস ও দানিশা প্যাটেল জুটিকে। তিন গেমের ফলাফল ১১-৭, ১১-৭, ১১-৫ ভারতের পক্ষে। ১-০ এগিয়ে থেকে ভারতের হয়ে প্রথম সিঙ্গলসে নামেন মনিকা বাত্রা। শুরু থেকেই মনিকা চেপে ধরেন দক্ষিণ আফ্রিকার মুসফিক কালামকে। দাপটের সঙ্গে ১১-৫, ১১-৩, ১১-২ ব্যবধানে জেতেন মনিকা।

এরপর ২-০ এগিয়ে থেকে দ্বিতীয় সিঙ্গলসে নামেন সৃজা আকুলা। তিনি দানিশা প্যাটেলকে হারান ১১-৫, ১১-৩, ১১-৬ ব্যবধানে। ফলে প্রথম টাইয়েই ৩-০ ব্যবধানে জিতে নিল ভারতীয় টিটি প্লেয়াররা।

আজ, শুক্রবারই ফিজির বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে এ বার নামবেন মনিকারা। ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে শুরু হবে ভারতের মহিলাদের দলগত টেবল টেনিসের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ।

Next Article