বার্মিংহ্যাম: অবেশেষ এল সেই মাহেন্দ্রক্ষণ। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022)। ১১ দিন ধরে রানি এলিজাবেথের দেশে চলবে এই মাল্টি স্পোর্টস ইভেন্ট। তার আগে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হবে। প্রতিবারই গেমসের উদ্বোধনে থাকেন ব্রিটেনের রানি। কিন্তু এবার তা হচ্ছে না। রানির প্রতিনিধি হিসেবে প্রিন্স চার্লস এলিজাবেথের ভাষণ পড়ে শোনাবেন। চোট, আঘাত, ডোপ কেলেঙ্কারি, অভাব, অভিযোগ, করোনার ভ্রুকুটিকে পিছনে ফেলে উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন ভারতের ১৬৮ জন অ্যাথলিট। সবার সামনে তেরঙা নিয়ে হাঁটবেন পিভি সিন্ধু (PV Sindhu) এবং মনপ্রীত সিং(Manpreet Singh)। কমনওয়েলথ গেমসকে ঘিরে ছবির মতো সুন্দর শহর বার্মিংহ্যাম সেজে উঠেছে। অনুষ্ঠান স্টেডিয়ামে বসে লাইভ দেখবেন তিরিশ হাজার দর্শক।
১. কবে রয়েছে কমনওয়েলথ গেমসের ওপেনিং সেরিমনি?
আজ, অর্থাৎ ২৮ জুলাই বৃহস্পতিবার বার্মিংহ্যাম শহরে হবে উদ্বোধনী অনুষ্ঠান।
২. কখন থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান?
২০২২ কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা থেকে। ভারতীয় সময় অনুযায়ী রাত ১১:৩০টা থেকে।
৩. কোথায় হবে কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান?
ইংল্যান্ডের অন্যতম সুন্দর শহর বার্মিংহ্যামের আলেকজান্ডার স্টেডিয়ামে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।
৪. মার্চ পাস্টে ভারতের পতাকা বইবেন কে?
ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং এবং তারকা শাটলার পিভি সিন্ধু যুগ্মভাবে কমনওয়েলথে দেশের পতাকাবাহক।
৫. কোন চ্যানেলে সরাসরি দেখা যাবে অনুষ্ঠান?
আমাদের দেশে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাবেন Sony TEN 1, Sony TEN 2, Sony TEN 3, Sony SIX এবং Sony TEN 4 চ্যানেলে। সোনি নেটওয়ার্ক ছাড়াও ডিডি স্পোর্টসে সরাসরি দেখা যাবে অনুষ্ঠান। Sony LIV অ্যাপ এবং ওয়েবসাইটে দেখতে পারবেন।
You’ll know when you’ve seen it… ?
? Watch our Opening Ceremony live, tonight from 7pm on @BBCONE!#B2022 ? pic.twitter.com/GN4Z7sPxVF
— Birmingham 2022 (@birminghamcg22) July 28, 2022