Boxing Day Test : বক্সিং ডে টেস্টে হাউসফুল মেলবোর্ন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 19, 2021 | 10:18 AM

ভিক্টোরিয়া প্রদেশের ৯০% মানুষ করোনা টিকা পেয়ে গেছেন। তাই সেই অঞ্চলের উপর থেকে অধিকাংশ নিয়ন্ত্রণ তুলে নেওয়া হচ্ছে।

Boxing Day Test : বক্সিং ডে টেস্টে হাউসফুল মেলবোর্ন
Boxing Day Test : বক্সিং ডে টেস্টে হাউসফুল মেলবোর্ন (ছবি-ক্রিকেট অস্ট্রেলিয়া)

Follow Us

মেলবোর্ন: করোনা পরিস্থিতি থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বিশ্বের প্রায় সব দেশ। ইউরোপের কয়েকটি দেশে হঠাৎ করে সংক্রমণ বাড়লেও, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এমনটা বলা যাবে না। তাই গোটা বিশ্বই আবার ধীরে ধীরে অনলাইন থেকে অফলাইন এর পথে হাঁটতে শুরু করেছেন। সেই তালিকায় আছে খেলার মাঠও। বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্দিষ্ট সংখ্যক দর্শক অনুমতি দেওয়া হয়েছে গ্যালারিতে বসে খেলা দেখার। ক্রিকেটের টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখা গেছে তেমনি ছবি। তবে এবার আর নির্দিষ্ট সংখ্যক নয় হাউসফুল। ১০০% দর্শক নিয়ে বক্সিং ডে টেস্ট (boxing day test) আয়োজনের ভাবনা অস্ট্রেলিয়া (Australia) ক্রিকেট বোর্ডের। অজি বোর্ড সূত্রে খবর, সরকারের কাছ থেকে যাবতীয় অনুমতি পেয়ে গেছেন তারা। তাই বক্সিং ডে টেস্ট এ ১০০% দর্শক উপস্থিত থাকবেন মাঠে।

ভিক্টোরিয়া প্রদেশের ৯০% মানুষ করোনা টিকা পেয়ে গেছেন। তাই সেই অঞ্চলের উপর থেকে অধিকাংশ নিয়ন্ত্রণ তুলে নেওয়া হচ্ছে। খুলছে রেস্তোরাঁ, সিনেমা হল, গ্যালারি। তাই, বক্সিং ডে টেস্টে 1 লাখ মানুষ মাঠে এলে কোন পরোয়া নেই। শুধুমাত্র ক্রিকেটে নয়, একই নিয়ম টেনিসের ক্ষেত্রেও। আগামী বছর জানুয়ারিতে মেলবোর্ন পার্কে হবে অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open)। সেখানেও দর্শকদের গ্যালারিতে প্রবেশ আর কোনো বাধা নেই । এই সিদ্ধান্তে খুশি মেলবোর্ন(Melbourne)।

গতবছর বক্সিং ডে টেস্ট ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ম্যাচে মেলবোর্নে উপস্থিত ছিলেন ৩০ হাজার মানুষ। কিন্তু এবার আর সেই ছবি থাকছে না। ডিসেম্বরের ৮ তারিখ থেকে ব্রিসবেনে শুরু হচ্ছে অ্যাসেজ টেস্ট সিরিজ। দ্বিতীয় ম্যাচ অ্যাডিলেডে। তৃতীয় এবং বক্সিং ডে টেস্ট মেলবোর্নে। চতুর্থ টেস্ট সিডনি এবং পঞ্চম টেস্ট হবে পার্থ। মাঠে শহরের ১০০% মানুষকে গ্যালারিতে ঢোকার ছাড়পত্র দিলেও, ভ্যাকসিন ছাড়া যে অস্ট্রেলিয়ার মাঠে খেলা যাবে না সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। তাই এখনও অনিশ্চিত অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক জোকোভিচের খেলা।

আরও পড়ুন: India vs New Zealand: রাঁচিতেই সিরিজ পকেটে পুরতে চান রোহিতরা

Next Article