India vs New Zealand: রাঁচিতেই সিরিজ পকেটে পুরতে চান রোহিতরা

আজ ধোনির শহরে টি-টোয়েন্টি ম্যাচ ভারতের। বিশ্বকাপের সময় টিমের মেন্টর ছিলেন এমএসডি। এই ম্যাচে তিনি মাঠে আসবেন কিনা, জানা নেই। তবে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না লোকেশ রাহুল, সূর্যকুমার যাদবরা।

India vs New Zealand: রাঁচিতেই সিরিজ পকেটে পুরতে চান রোহিতরা
India vs New Zealand: রাঁচিতেই সিরিজ পকেটে পুরতে চান রোহিতরা (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 19, 2021 | 9:58 AM

কলকাতা: দুটো লক্ষ্য সামনে রেখে আপাতত এগোতে চাইছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এক, কলকাতায় পা দেওয়ার আগেই টি-টোয়েন্টি (T20) সিরিজটা পকেটে পুরতে চাইছেন কুড়ি-বিশের নতুন অধিনায়ক। দুই, টিমের বিকল্প আরও বাড়াতে। যাতে সাফল্য খুঁজে পেতে অসুবিধা না হয়।

ভারতের নতুন কোচ ও নেতা হিসেবে রাহুল দ্রাবিড়-রোহিত শর্মা কম্বিনেশের অভিষেক হয়েছে জয়পুরের মাঠে। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে হারিয়ে জয় পেয়েছে ভারতীয় টিম। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ট্রেন্ট বোল্ট-টিম সাউদিদের বিরুদ্ধে হেরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে কার্যত ছুটি হয়ে গিয়েছিল বিরাট কোহলিদের। সেই হারের বদলা নেওয়া যাবে, যদি ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয়টা নিশ্চিত করতে পারেন রোহিতরা। সেই কারণেই নিজেদের আরও বেশি ফোকাসড রাখছে টিম।

নিউজিল্যান্ডের ১৬৫ রান তাড়া করতে নেমে কখনওই তেমন অসুবিধার মধ্যে পড়েনি ভারত। রোহিত আর সূর্যকুমার যাদবের দায়িত্বশীল ইনিংস কাজটা সহজ করে দিয়েছিল। তবে শেষ দিকে কিছুটা চাপ তৈরি হলেও ঋষভ পন্থ টিমকে জয়ের দরজায় নিয়ে যান। ব্যাটারদের রান পাওয়ার পাশাপাশি ভারতীয় বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। ভুবনেশ্বর কুমার ও রবিচন্দ্রন অশ্বিন ২টি করে উইকেট নেন। দীপক চাহার, মহম্মদ সিরাজরাও খুব একটা নিরাশ করেননি। বোলিং এবং ব্যাটিং কম্বিনেশে কোনওম ফাঁক রাখতে চাইছেন না রোহিত। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় টিম বরাবরই দুরন্ত পারফর্ম করে। বিশ্বকাপে সাফল্য না পেলেও হোম সিরিজে নিজেদের সেরাটাই দিচ্ছেন। দ্রাবিড়ের কোচিংয়ের শুরু থেকেই একঝাঁক তরুণ মুখ টিমে। ভেঙ্কটেশ আইয়ারের অভিষেকও হয়েছে প্রথম ম্যাচে। তাঁকে অলরাউন্ডার হিসেবে আরও প্রতিষ্ঠা দেওয়াটাই লক্ষ্য রাহুল-রোহিতের। যাতে হার্দিক পান্ডিয়ার অভাব পূরণ করা যায়।

আজ ধোনির শহরে টি-টোয়েন্টি ম্যাচ ভারতের। বিশ্বকাপের সময় টিমের মেন্টর ছিলেন এমএসডি। এই ম্যাচে তিনি মাঠে আসবেন কিনা, জানা নেই। তবে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না লোকেশ রাহুল, সূর্যকুমার যাদবরা। বিশ্বকাপের ফাইনাল খেলে ভারতে রা রেখেছ নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের মতো নির্ভরযোগ্য ব্যাটার নেই। তার ছাপ কিছুটা হলেও দেখা যাচ্ছে। অবশ্য সিনিয়র হিসেবে টিমকে টানছেন মার্টিন গাপ্টিল। নবাগত মার্ক চ্যাপম্যানও হাফসেঞ্চুরি করে চমকে দিয়েছেন। রাঁচিতে কিউয়িরা যে মরণ কামড় দিতে চাইবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

রাঁচিতে ভারতীয় টিমে কিছু বদল হতে পারে। শ্রেয়স রান পাননি জয়পুরে। তাঁর পরিবর্তে টিমে ঢুকতে পারেন ঋতুরাজ গায়কোয়াড়। পাশাপাশি ভেঙ্কটেশ আইয়ারের অলরাউন্ড এবিলিটি পরখ করে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। জয়পুরের ম্যাচে টিমে থাকলেও বল হাতে দেখা যায়নি তাঁকে। কিন্তু সব কিছু উর্ধ্ব উঠে রাহুল-রোহিতের একটাই লক্ষ্য— রাঁচিতেই সিরিজ জয়!

আরও পড়ুন: India vs New Zealand 2nd T20I Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচ