Syed Mushtaq Ali Trophy: সুপার ওভারে হার, মুস্তাক আলি শেষ বাংলার
সুপার ওভারে ছন্দে থাকা ঋত্বিককে না নামাটাই মস্ত ভুল হয়ে দেখা দিল। যার জেরে মরসুমের প্রথম টুর্নামেন্টে আবার ব্যর্থ বাংলা।
দিল্লি: যিনি ম্যাচটা টাই করেছিলেন, সেই ঋত্বিক রায়চৌধুরী কেন সুপার ওভারের শুরুতেই নামলেন না? কাইফ আহমেদ আউট হওয়ার পর নামলেন ঠিকই, কিন্তু শ্রীবৎস গোস্বামী আউট হয়ে যাওয়ায় আর স্ট্রাইকই পেলেন না। সুপার ওভারে ৫-২ তুলল বাংলা। ৮-০ তুলে সেমিফাইনালে উঠে পড়ল কর্নাটক (Karnataka)। ভুল অঙ্কেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) যাত্রা শেষ হয়ে গেল বাংলার (Bengal)। অথচ হতে পারত অন্য রকম কিছু।
Bengal team's efforts fall short as Karnataka edge past us by winning the one over eliminator.
Writtick Chatterjee top scored with 51(40), followed by Ritwick Roy Chowdhury with 36*(18). #CAB #BENvKAR pic.twitter.com/odum56ncHO
— CABCricket (@CabCricket) November 18, 2021
আগে ব্যাট করে মণীশ পাণ্ডের কর্নাটক তুলেছিল ১৬০-৫। ওপেনার রোহন কদম ৩০ করেন। মণীশ ২৯-এ আউট। শাহবাজ আহমেদ, আকাশ দীপ, সায়ন ঘোষদের আঁটোসাঁটো বোলিংয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল কর্নাটক। ৮৭-৩ থেকে রাজ্য দলকে একাই টেনে তোলেন করুণ নায়ার। মাত্র ২৯ বলে নট আউট ৫৫ করে যান। ৪টে চার ও ৩টে ছয় দিয়ে সাজিয়েছেন ইনিংস। বাংলার বোলিংকে নিয়ে ওই পর্বে ছেলেখেলা করেন করুণ। উল্টো দিকে খুচরো রান করে যান অভিনব মনোহর (১৯) ও অনিরুদ্ধ যোশী (১৬)।
রান তাড়া করতে নেমে বাংলাও শুরুতে ধাক্কা খেয়েছিল, অভিষেক দাসের (০) উইকেট হারিয়ে। ওপেনার শ্রীবৎস গোস্বামী ১০ বলে ২২ করে যান। তিন নম্বরে নামা ঋত্বিক চট্টোপাধ্যায় ইনিংসের ভিত গড়েন। ৪০ বলে ৫১ করেন তিনি। ৩টে ছয় ও ২টো চার দিয়ে সাজিয়েছেন ইনিংস। সার্ভিসেসের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করার পর আর রান নেই ক্যাপ্টেন সুদীপ চট্টোপাধ্যায়ের ব্যাটে। এই ম্যাচেও ১২ করে ফিরে যান। কাইফও ২০-র বেশি করতে পারেননি। এখান থেকেই আবার খেলা ঘুরে যায়। ঋত্বিক রায়চৌধুরীর মারকুটে ব্যাটিংয়ের সৌজন্যে। ১৮ বলে ৩৬ করেন তিনি।
১৯ ওভার শেষে বাংলার স্কোর ছিল ১৪১-৭। শেষ ৬ বলে বাংলার জেতার জন্য দরকার ছিল ২০ রান। ২০তম ওভারের প্রথম দু’বলে পর পর দুটো ছয় মারেন ঋত্বিক। চতুর্থ ও পঞ্চম বলে আবার ২ ও ৪ চার রান নেন আকাশ দীপ। শেষ বলে এক রান নিতে পারলেই ম্যাচ জিতে যেত বাংলা। কিন্তু রান আউট হয়ে যান আকাশ দীপ। সুপার ওভারে ছন্দে থাকা ঋত্বিককে না নামাটাই মস্ত ভুল হয়ে দেখা দিল। যার জেরে মরসুমের প্রথম টুর্নামেন্টে আবার ব্যর্থ বাংলা।