অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাল্টি ফর্ম্যাট সিরিজ খেলছে ভারত অনূর্ধ্ব ১৯ দল। ওয়ান ডে সিরিজে জিতেছে ভারতের ছোটরা। এ বার চার দিনের ম্যাচেও দুরন্ত শুরু। এখানে অবশ্য দু-দলের সমানে সমানে লড়াই চলছে। এর কৃতিত্ব প্রাপ্য বৈভব সূর্যবংশীর। গত বছর রঞ্জি ট্রফিতে হইচই ফেলে দিয়েছিলেন বৈভব। এ বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত অনূর্ধ্ব ১৯ দলে খেলছেন ১৩ বছরের বৈভব। সেঞ্চুরি মেরে ইতিমধ্যেই শিরোনামে। অল্পের জন্য রক্ষা পেল মইন আলির রেকর্ড।
ভারতের সিনিয়র দল বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্টে টি-টোয়েন্টির মেজাজে ব্যাট করেছে। একই ভাবে অনূর্ধ্ব ১৯ দলের বৈভব অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটিং করলেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৯৩ রানের জবাবে ভারত তোলে ২৯৬। এর মধ্যে বিধ্বংসী ইনিংস বৈভবের। লাল-বলেও টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করেন। সেঞ্চুরিতে পৌঁছন মাত্র ৫৮ বলে! সব মিলিয়ে ৬২ বলে ১০৪ রানের ইনিংস। ১৪টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারি মেরেছেন।
অল্পের জন্য ইংল্যান্ডের কিপার-ব্যাটার মইন আলির রেকর্ড ভাঙতে পারেননি ১৩ বছরের বৈভব সূর্যবংশী। অনূর্ধ্ব ১৯ স্তরে লাল-বলের ফর্ম্যাটে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন মইন আলি। ২০০৫ সালের সেই রেকর্ড অক্ষত থাকল। প্রথম দিনের খেলা শেষে ৪৭ বলে ৮১ রানে অপরাজিত ছিলেন বৈভব। দ্বিতীয় দিন অর্থাৎ, আজ দ্রুতই তিন অঙ্কের স্কোরে পৌঁছন। রান আউট হয়ে না ফিরলে অজি বোলাররা আরও তাণ্ডবের সাক্ষী থাকতেন হয়তো।
গত বছর সর্বকনিষ্ঠ হিসেবে রঞ্জি ট্রফিতে অভিষেকের রেকর্ড গড়েছিলেন বৈভব। ১২ বছর বয়সে রঞ্জি ট্রফিতে খেলে সাড়া ফেলে দিয়েছিলেন বিহারের এই ব্যাটার। যদিও পুরো মরসুম ভালো কাটেনি। প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র দুটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন। বিহারের সেই ছেলেই ভারতীয় ক্রিকেটে আনতে চলেছেন নতুন বৈভব।