নয়াদিল্লি: আইপিএলের (IPL) পরের মরশুমের আগেই রয়েছে মেগা নিলাম (IPL Auction)। এ বার ক্রিকেটার ধরে রাখা আর ছেড়ে দেওয়ার পালা। আইপিএলের অন্যতম সফল দল মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। পরের মরশুমেই হয়তো মাহি শেষ আইপিএল খেলবেন। ক্যাপ্টেন কুলকে ধরে রেখেই এগোনোর কথা ভাববে সিএসকে সেকথা আগেই জানিয়েছিল ইয়েলোব্রিগেডের টিম ম্যানেজমেন্ট। বর্তমান দল থেকে চার ক্রিকেটার ধরে রাখার নিয়ম করতে চলেছে আইপিএলে গভর্নিং কাউন্সিল। এই চার ক্রিকেটারের মধ্যে দু’জন ভারতীয় দু’জন বিদেশি কিংবা তিনজন ভারতীয় ও একজন বিদেশি ক্রিকেটারকে দলে ধরে রাখতে পারবে বর্তমানে থাকা আট ফ্র্যাঞ্চাইজি।
সিএসকে (CSK) যে চার ক্রিকেটারকে আসন্ন মেগা নিলামে ধরে রাখতে পারে সেই তালিকায় মহেন্দ্র সিং ধোনি তো রয়েছেনই। পাশাপাশি থাকতে পারেন রবীন্দ্র জাডেজা, ঋতুরাজ গায়কোয়াড় ও ফাফ দু প্লেসি।
চেন্নাই সুপার কিংসের প্রাণভোমরা হলেন মাহি। তাঁকে ছাড়া চেন্নাই দল গড়ার কথা ভাবতেও পারেন না টিম ম্যানেজমেন্টরা। এমন কথা বহুবার শোনা গিয়েছে। দল কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেলেও যথাসম্ভব চেষ্টা করে সামাল দিয়েছেন মাহি। দল সমালোচনার মুখে পড়লে কথা না বাড়িয়ে কাজে করে দেখিয়েছে ধোনির ইয়েলোব্রিগেড। দলের তরুণ ক্রিকেটাররা তাঁর থেকে সব সময় পরামর্শ পায়। তিনি থাকা মানে দল সমৃদ্ধ হওয়া।
সিএসকের জন্য জাডেজা সত্যিকার অর্থেই এক মূল্যবান সম্পদ। তাঁর ব্যাটে-বলে অলরাউন্ড দক্ষতাকে হাতছাড়া করতে চাইবে না সিএসকে। আইপিএলে চেন্নাইয়ের প্রায় প্রতিটা ম্যাচেই জাডেজার ক্যাচ থাকেই। ফিল্ডিংয়েও তিনি সেরা। ২০০টি আইপিএল ম্যাচে খেলা জাডেজাজে ছেড়ে ভুল করবে না সিএসকে, এমনই ধারণা ক্রিকেটমহলের।
ভারতীয় ক্রিকেটের আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে তাঁর নাম উঠে আসে। চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। তরুণ ঋতু সিএসকের হয়ে ওপেনিংয়ে একেবারে জমজমাট। আইপিএল-১৪ তে সব থেকে বেশি রান করে অরেঞ্জ ক্যাপের মালিকও হয়েছেন ঋতু। ভবিষ্যতে তিনি দলের হয়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এমনটা মনে করেন অনেকেই।
দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার চেন্নাইয়ের যেন নীরব ঘাতক। গত কয়েক মরসুমে চেন্নাইয়ের হয়ে দুরন্ত পারফর্ম করেছেন দু প্লেসি। চেন্নাইয়ের ইউএসপি তিনি। দলের প্রতি তাঁর অবদান কতটা তা প্রায় প্রতিটা ম্যাচেই তিনি দেখিয়েছেন। ফলে তিন ভারতীয় ও এক বিদেশি প্লেয়ার ধরে রাখার অঙ্কে হাঁটতে পারে চেন্নাই সুপার কিংস।