MS Dhoni: কেউ বিক্রি করলেন বাইক, কেউ এলেন আইসল্যান্ড থেকে! একচল্লিশেও বজায় মাহি ক্রেজ

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Apr 18, 2023 | 1:06 PM

RCB vs CSK, IPL 2023: জাতীয় দলের হয়ে খেলা ছেড়েছেন বহুদিন আগে। আইপিএল কেরিয়ারেও হয়তো ইতি টানবেন খুব তাড়াতাড়ি। মহেন্দ্র সিং ধোনি এখন অতীতের ছায়া হলেও ধোনি ক্রেজ কমেনি একফোঁটা।

MS Dhoni: কেউ বিক্রি করলেন বাইক, কেউ এলেন আইসল্যান্ড থেকে! একচল্লিশেও বজায় মাহি ক্রেজ
Image Credit source: Twitter

Follow Us

বেঙ্গালুরু: চিন্নাস্বামী স্টেডিয়ামে সোমবার রাতের হাই স্কোরিং ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। মোট রান ৪৪৪। চিন্নাস্বামীর গ্যালারিতে আছড়ে পড়ল ৩৩টি ছয়। ম্যাচে পড়ল ১৪টি উইকেট। হাজারো ক্রিকেট অনুরাগীর উপস্থিতিতে ব্যাঙ্গালোরকে (RCB vs CSK) তাদেরই ঘরের মাঠে ৮ রানে হারিয়ে দিয়েছে আরসিবি। ম্যাচটি যতই আরসিবির ঘরের মাঠে হোক, গ্যালারিতে মহেন্দ্র সিং ধোনির ক্রেজ দেখলে তা বোঝার জো নেই (IPL 2023)। ধোনির ব্যাটিং দেখার জন্য মুখিয়ে ছিল চিন্নাস্বামীর গ্যালারি। যদিও হতাশ হতে হয়েছে তাঁদের। ইনিংসের একদম শেষদিকে মাঠে নেমেছিলেন তিনি। মাত্র ১ রান করেন। যাই হোক, সোমবার চিন্নাস্বামীর গ্যালারিতে দেখা গেল ধোনিকে (MS Dhoni) নিয়ে বিভিন্ন রকমের পোস্টার। একজনের হাতের প্ল্যাকার্ডে লেখা, “নিজের বাইক বিক্রি করে গোয়া থেকে শুধুমাত্র ধোনির খেলা দেখব বলে এসেছি।” কেউ লিখলেন, “সূদূর নিউইয়র্ক থেকে বেঙ্গালুরু এসেছি ধোনির জন্য।” বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

জাতীয় দলের হয়ে খেলা ছেড়েছেন বহুদিন আগে। আইপিএল কেরিয়ারেও হয়তো ইতি টানবেন খুব তাড়াতাড়ি। মহেন্দ্র সিং ধোনি এখন অতীতের ছায়া হলেও ধোনি ক্রেজ কমেনি একফোঁটা। তাঁর এক ঝলক দেখার জন্য দূর দূর থেকে লোকজন মাঠে এসে ভিড় করেন। কিছু কিছু ক্ষেত্রে ফ্যানদের আচরণ ‘পাগলামি’র পর্যায়ে চলে যায়। এমনই কিছু উদাহরণ পাওয়া গিয়েছে সোমবারের ম্যাচে। চিন্নাস্বামী স্টেডিয়ামে ধোনির বেশ কিছু ‘জাবরা’ ফ্যানের দেখা পাওয়া গিয়েছে। যেমন একজন নিজের বাইক বিক্রি করে গোয়া থেকে বেঙ্গালুরু এসেছেন ধোনিকে দেখবেন বলে। ওই পোস্টার বয়ের পরিচয় জানা যায়নি। তাঁর দাবি সত্যি কি না সেটাও জানা নেই। এখানেই শেষ নয়। আরও এক অনুরাগীর হাতে পোস্টার দেখে জানা গেল, নিউইয়র্ক থেকে বেঙ্গালুরু এসেছেন শুধুমাত্র ধোনিকে দেখবেন বলে!

একই ম্যাচে ভারতীয় ক্রিকেটের দুই তারকা। বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনিকে একই মাঠে খেলতে দেখার সুযোগ ছাড়তে চান না আইসল্যান্ডের প্রবাসী ভারতীয়রাও। একটি হলুদ রঙের প্ল্যাকার্ডে দেখা গেল, আইসল্যান্ড থেকে এসেছেন বিরাট ও মাহির দুই ফ্যান। একজনের গায়ে আরসিবি ও অন্যজনের পরণে সিএসকের জার্সি। প্ল্যাকার্ডে লেখা, “আইসল্যান্ড থেকে মাহিরাট (মাহি ও বিরাট) ফ্যানদের ভালোবাসা।”

Next Article