Virat Kohli: সীমা ছাড়িয়ে গেল কোহলির আচরণ, বিসিসিআই দিল শাস্তি!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Apr 19, 2023 | 4:19 PM

RCB vs CSK IPL 2023: সোমবার চেন্নাই সুপার কিংসের (IPL 2023) বিরুদ্ধে ম্যাচে বিরাটের আচরণ মাত্রা ছাড়িয়ে গিয়েছে। ম্যাচটি আরসিবি হেরে যায় ৮ রানে।

Virat Kohli: সীমা ছাড়িয়ে গেল কোহলির আচরণ, বিসিসিআই দিল শাস্তি!
Image Credit source: Twitter

Follow Us

বেঙ্গালুরু: সোমবারের রাতটা মোটেও ভালো যায়নি বিরাট কোহলির (Virat Kohli) জন্য। নিজে রান পাননি। প্রায় জেতা ম্যাচ নাকের ডগা থেকে বের করে নিয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংস। মরার উপর খাঁড়ার ঘায়ের মতো এ বার বিসিসিআইয়ের শাস্তির মুখে পড়তে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সুপারস্টারকে (RCB vs CSK)। বাইশ গজে তাঁর আগ্রাসী আচরণের জন্য পরিচিত বিরাট কোহলি। কিন্তু গত কয়েকদিন ধরে মাঠে নিজের আচরণের জন্য আরও বেশি সমালোচিত হচ্ছেন বিরাট কোহলি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হাত মেলানোর সৌজন্যটুকু পর্যন্ত দেখাননি। সোমবার চেন্নাই সুপার কিংসের (IPL 2023) বিরুদ্ধে ম্যাচে বিরাটের আচরণ মাত্রা ছাড়িয়ে গিয়েছে। ম্যাচটি আরসিবি হেরে গিয়েছে ৮ রানে। সিএসকে-র দেওয়া ২২৬ রানের বড়সড় স্কোর তাড়া করতে নেমে মাত্র ৬ রানে আউট হয়ে যান কোহলি। নিজের ব্যর্থতার দিনে কোন কাজের জন্য শাস্তি পেলেন তিনি? তুলে ধরল TV9 Bangla Sports

ম্যাচ হারের হতাশা তো ছিলই, এরই সঙ্গে যোগ হয়েছে শাস্তির খাঁড়া। সিএসকে বিরুদ্ধে সোমবারের ম্যাচের পর ম্যাচ রেফারির কাছে যেতে হয়েছিল বিরাটকে। তিনি জানতে পারেন, ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁকে। আইপিএলের তরফে জানানো হয়েছে, আরসিবি বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বিরাট কোহলি আইপিএলের আচরণবিধি ভঙ্গ করেছেন। কোহলি নিজেও ২.২ ধারা ভঙ্গের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তবে কোন আচরণের জন্য কোহলিকে জরিমানা করা হয়েছে তা স্পষ্ট করে বলা হয়নি। যদিও অনুমান, শিবম দুবের আউটের পর কোহলির মাত্রাতিরিক্ত উদযাপনের কারণেই এই জরিমানা।

শিবমের আউটের পর কোহলির সেলিব্রেশন

ম্যাচে আরসিবির বোলারদের পিটিয়ে ২২৬ রানের বড় স্কোর খাড়া করে চেন্নাই। ওপেনার ডেভন কনওয়ের ৪৫ বলে ৮৩ রানের ইনিংসের বড় অবদান রয়েছেন। কনওয়ে ছাড়া এদিন আরসিবি বোলারদের ঘাম ছুটিয়ে দেন শিবম দুবে। চিন্নাস্বামীতে ব্যাটে ঝড় তুলেছিলেন শিবম। ৫টি ছয় ও ২টি চারের সাহায্যে ২৭ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ম্যাচের ১৬.৩ ওভারে দুবেকে থামান ওয়েন পার্নেল। মহম্মদ সিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শিবম। তাঁর উইকেট পড়তেই বন্য সেলিব্রেশন শুরু হয় বিরাটের। এর আগে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে কথা কাটাকাটিতে জড়ানোয় জরিমানা গুণতে হয়েছে কেকেআর অধিনায়ক নীতীশ রানাকে।

Next Article