SRH vs CSK: সিংহ গর্জন থামাল অরেঞ্জ আর্মি, ভক্তের ‘চুপ’ সেলিব্রেশন ভাইরাল

Apr 06, 2024 | 2:03 PM

IPL 2024: শুক্রবার রাতে উপ্পলের গ্যালারি যেন একটু বেশিই স্বার্থপর ছিল হোম টিম সানরাইজার্স হায়দরাবাদের জন্য। সেখানে ইতি উতি অরেঞ্জ আর্মির ফ্যানেদের ঝলক দেখা গেলেও, বেশি নজরে পড়েছে সিএসকের (CSK) জার্সি পরা সমর্থক। কারণ একটাই। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।

SRH vs CSK: সিংহ গর্জন থামাল অরেঞ্জ আর্মি, ভক্তের চুপ সেলিব্রেশন ভাইরাল
SRH vs CSK: সিংহ গর্জন থামাল অরেঞ্জ আর্মি, ভক্তের 'চুপ' সেলিব্রেশন ভাইরাল

Follow Us

কলকাতা: ঘরের মাঠে হাউসফুল গ্যালারির সামনে মরসুমের দ্বিতীয় জয় পেয়েছে অরেঞ্জ আর্মি। কিন্তু উপ্পলের গ্যালারি যেন একটু বেশিই স্বার্থপর ছিল হোম টিম সানরাইজার্স হায়দরাবাদের জন্য। সেখানে ইতি উতি অরেঞ্জ আর্মির ফ্যানেদের ঝলক দেখা গেলেও, বেশি নজরে পড়েছে সিএসকের (CSK) জার্সি পরা সমর্থক। কারণ একটাই। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তাঁর প্রতি ভালোবাসা থেকেই ঝাঁকে ঝাঁকে সমর্থকরা হলুদ জার্সি চাপিয়ে উপ্পলে এসেছিলেন। তাঁদের ভিড়েও নজর কেড়েছেন সানরাইজার্স হায়দরাবাদের এক সমর্থক। তাঁর হাতে থাকা প্ল্যাকার্ডও ছিল বেশ আকর্ষণীয়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের এক ভক্তর বিশেষ সেলিব্রেশন। তা হল মুখে আঙুল দিয়ে ‘চুপ’ করার ইঙ্গিত। এই চুপ করার সঙ্গে যোগ রয়েছে অরেঞ্জ আর্মির অধিনায়ক প্যাট কামিন্সের। যিনি অস্ট্রেলিয়ান ক্যাপ্টেনও। গত বছর ওডিআই বিশ্বকাপ ফাইনালের আগে কামিন্স জানিয়েছিলেন, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের হাউসফুল গ্যালারিকে চুপ করাতে চান তিনি। সে বার অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনাল হেরেছিল রোহিত শর্মার ভারত। ফলে সত্যিই মুহূর্তের জন্য চুপ হয়ে গিয়েছিলেন মোদী স্টেডিয়ামের গ্যালারিতে থাকা দর্শকরা।

ভাইরাল ভিডিয়োয় অরেঞ্জ আর্মির ওই ভক্তর হাতের পোস্টার ছিল আকর্ষণীয়। যেখানে একদিকে ছিল সিংহের গর্জনের একটি ছবি। অপরদিকে ছিল একজন মুখে আঙুল দিয়ে চুপ করার ইঙ্গিত করছেন। বেশ কয়েক জন সিএসকের অনুরাগীদের মাঝে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে হায়দরাবাদের ওই ভক্ত নিজের মুখে আঙুল দিয়ে চুপ করার সেলিব্রেশন করেন এবং পোস্টার দেখাতে থাকেন।

তা ছাড়াও সোশ্যাল মিডিয়ায় সানরাইজার্স হায়দরাবাদের কয়েকজন ভক্তও মুখে আঙুল দিয়ে সেলিব্রেশনের ছবি শেয়ার করেছেন।

উল্লেখ্য, উপ্পলে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ১৬৫ রান তুলেছিল চেন্নাই সুপার কিংস। রান তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতেই ৪ উইকেটে ১৬৬ রান তুলে নেয় হায়দরাবাদ। আর তাতে স্বাভাবিকভাবেই গ্যালারিতে থাকা সানরাইজার্স হায়দরাবাদের অনুরাগীরা খুশিতে মেতে ওঠেন।

Next Article