MS Dhoni : পাঠ্য বইয়ে ধোনি হয়ে গেলেন ফুটবলার! নেটদুনিয়ায় ভাইরাল সেই ছবি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 09, 2023 | 6:09 PM

ধোনি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন থাকাকালীন সুযোগ পেলেই অনুশীলনে হামেশাই ফুটবল খেলতেন। বিভিন্ন ফুটবল ম্যাচ দেখতেও স্টেডিয়ামে পৌঁছে যান মাহি। আইএসএলে তাঁর নিজস্ব দল রয়েছে। এ সব মাহির ফুটবল প্রেমের নিদর্শন। কিন্তু তা বলে তাঁর পরিচিতি ফুটবলার হিসেবে নয়।

MS Dhoni : পাঠ্য বইয়ে ধোনি হয়ে গেলেন ফুটবলার! নেটদুনিয়ায় ভাইরাল সেই ছবি
পাঠ্য বইয়ে ধোনি হয়ে গেলেন ফুটবলার! নেটদুনিয়ায় ভাইরাল সেই ছবি

Follow Us

নয়াদিল্লি : মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) বরাবরই ফুটবল (Football) অন্তঃপ্রাণ। তাঁর ফুটবলপ্রীতি নতুন নয়। তিনি যখন স্কুলে পড়তেন সেই সময় নিজের দলের হয়ে গোলকিপিং করতেন। পরবর্তীতে ক্রিকেট দুনিয়ায় রাজ করেছেন মাহি। ভারতের কিংবদন্তি ক্রিকেটার ধোনির খ্যাতি বিশ্বজোড়া। সেই বিশ্বকাপজয়ী অধিনায়ককে এ বার এক পাঠ্য বইয়ে উল্লেখ করা হল ফুটবলার হিসেবে। ধোনি ফুটবলের ভক্ত এ কথা ঠিক। কিন্তু তা বলে পাঠ্য বইয়ে তাঁকে ফুটবলার হিসেবে তুলে ধরা হল, এ কথা মানতে পারছেন না মাহির অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় ওই পাঠ্য বইয়ের পাতার ছবি ভাইরাল হয়েছে। যেখানে কমেন্টের বন্যা বইয়ে দিচ্ছেন ধোনির ভক্তরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ধোনি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন থাকাকালীন সুযোগ পেলেই অনুশীলনে হামেশাই ফুটবল খেলতেন। বিভিন্ন ফুটবল ম্যাচ দেখতেও স্টেডিয়ামে পৌঁছে যান মাহি। আইএসএলে তাঁর নিজস্ব দল রয়েছে। এ সব মাহির ফুটবল প্রেমের নিদর্শন। কিন্তু তা বলে তাঁর পরিচিতি ফুটবলার হিসেবে নয়। সম্প্রতি এক পাঠ্য বইয়ে ভারতের দুই প্রাক্তন অধিনায়কের ছবি দেওয়া হয়েছে। যেখানে বিরাট কোহলির নামের নীচে লেখা হয়েছে ক্রিকেটার। আর মহেন্দ্র সিং ধোনির নামের নীচে লেখা হয়েছে ফুটবলার। আন্তর্জাতিক ক্রিকেটকে ধোনি বিদায় জানিয়েছেন ঠিকই, কিন্তু তিনি এখনও আইপিএলে খেলেন। চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের ব্যাটন তাঁর হাতে রয়েছে।

উল্লেখ্য, বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির পাশে ওই পাঠ্য বইয়ের পৃষ্ঠায় রয়েছে আর এক ক্রিকেটারের ছবি। তাঁর নাম জ্ঞানেন্দ্র মল্ল। তিনি নেপালের ক্রিকেটার। কিন্তু ওই পাঠ্য বইয়ে ধোনির মতো জ্ঞানেন্দ্রকেও ফুটবলার হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই পাঠ্য বইয়ের পৃষ্ঠাটির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই নিমেষে ভাইরাল হয়েছে। অনেকে বিরক্তি প্রকাশ করেছেন। কেউ কেউ মজার কমেন্টও করেছেন।

Next Article