Jasprit Bumrah: মেয়েদের ক্রিকেটে নতুন বুমরা? মায়াবী মায়রাকে নিয়ে তোলপাড় নেটদুনিয়া

Aug 18, 2024 | 11:10 AM

Watch Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি স্কুলপড়ুয়ার ভিডিয়ো। যা দেখার পর ক্রিকেট মহলে বলাবলি হচ্ছে, মেয়েদের ক্রিকেটে এ বার নতুন বুমরা? নাম তাঁর মায়রা জৈন। বেঙ্গালুরুর মেয়ে। এই মায়াবী মায়রাকে নিয়ে আপাতত তোলপাড় নেটদুনিয়া।

Jasprit Bumrah: মেয়েদের ক্রিকেটে নতুন বুমরা? মায়াবী মায়রাকে নিয়ে তোলপাড় নেটদুনিয়া
Jasprit Bumrah: মেয়েদের ক্রিকেটে নতুন বুমরা? মায়াবী মায়রাকে নিয়ে তোলপাড় নেটদুনিয়া

Follow Us

কলকাতা: বিশ্বের অন্যতম ভয়ঙ্কর পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তাঁর সামনে অনেক তাবড় তাবড় ব্যাটারাও খাবি খান। বর্তমানে ২২ গজ থেকে দূরে রয়েছেন বুমরা। আরও ভালো করে বললে, বিশ্রামে রয়েছেন তিনি। আসলে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে ভারতের তুরুপের তাস। তাই তাঁর ওয়ার্কলোড ম্যানেজের দিকেও নজর রাখে টিম ম্যানেজমেন্ট। সেপ্টেম্বরে দেশের মাটিতে হতে চলা বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে বুমরা মাঠে ফিরবেন। তাঁর বোলিং অ্যাকশন ক্রিকেট দুনিয়ায় বিখ্যাত। অনেকেই আবার তাঁর বোলিং অ্যাকশনকে অদ্ভুতও বলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বাচ্চা মেয়ের ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে স্কুল ড্রেস পরে একটি মেয়ে হুবহু বুমরার মতো বল করছে।

মেয়েদের ক্রিকেটে এ বার নতুন বুমরা? নাম তাঁর মায়রা জৈন। বেঙ্গালুরুর মেয়ে। এই মায়াবী মায়রাকে নিয়ে আপাতত তোলপাড় নেটদুনিয়া। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, নেটে একেবারে জসপ্রীত বুমরার মতো বোলিং করছেন মায়রা। তাঁর বোলিং অ্যাকশন থেকে শুরু করে, বল রিলিজ় করার ধরন এক্কেবারে বুমরার মতো।

সেই ভিডিয়োতে স্কুল ড্রেস পরে নেটে মায়রাকে ব্যাটিংও করতে দেখা যায়। দিল্লি পাবলিক স্কুলের ওই ছাত্রীর ভিডিয়ো এখন ছড়িয়ে পড়েছে ক্রিকেট প্রেমীদের সোশ্যাল মিডিয়া সাইটে। ভিডিয়োতে লাইক, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এক ইন্সটাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘পরবর্তী তিন বছরের মধ্যে ওকে নীল জার্সিতে দেখব।’ অপর এক ইন্সটা ব্যবহারকারী লেখেন, ‘ফিমেল ভার্সন অব বুমরা।’ আর একজন মায়রাকে সঠিক প্রশিক্ষণ দেওয়ার কথা উল্লেখ করেছেন। কে বলতে পারে, সত্যিই ভবিষ্যতে এই মায়রা ভারতের জার্সিতে মায়াবী স্পেলে সকলকে মুগ্ধ করতেই পারেন…

Next Article