Shadab Khan: ভিডিয়ো: এত ছক্কা কেন খাচ্ছো? মহিলা ফ্যানের প্রশ্নে অপ্রস্তুত পাক তারকা শাদাব খান

May 30, 2024 | 7:21 PM

Watch Video: টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছে বাবর আজমের টিম। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ ম্যাচের টি-২০ সিরিজের ফাঁকে পাকিস্তানের তারকা ক্রিকেটার শাদাব খানের সঙ্গে তাঁর কয়েকজন ভক্ত ছবি তোলেন। সেই সময় শাদাবকে তাঁর এক মহিলা ভক্ত প্রশ্ন করেন, 'আপনি এত ছয় কেন খাচ্ছেন?'

Shadab Khan: ভিডিয়ো: এত ছক্কা কেন খাচ্ছো? মহিলা ফ্যানের প্রশ্নে অপ্রস্তুত পাক তারকা শাদাব খান
Shadab Khan: এত ছক্কা কেন খাচ্ছো? মহিলা ফ্যানের প্রশ্নে অপ্রস্তুত পাক তারকা শাদাব খান

Follow Us

কলকাতা: দেখতে দেখতে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) কাউন্টডাউন শুরু হয়ে গেল। ২ জুন বিশ্বকাপের বল মাঠে গড়াবে। আইসিসির মেগা ইভেন্টে রোহিত শর্মার ভারতের প্রথম ম্যাচ ৫ জুন। তার ঠিক পরের দিনই বিশ্বকাপ যাত্রা শুরু হবে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। তার আগে পাক ক্রিকেট টিমের ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের টি-২০ সিরিজ ছিল। যার শেষ ম্যাচ আজ, বৃহস্পতিবার। এই সিরিজের ২টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পাকিস্তানের ক্রিকেটার শাদাব খানের (Shadab Khan) এক ভিডিয়ো। যেখানে পাক তারকাকে দেখা গিয়েছে এক মহিলা ফ্যানের প্রশ্নে অপ্রস্তুত হয়ে পড়েছেন।

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছে বাবর আজমের টিম। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ ম্যাচের টি-২০ সিরিজের ফাঁকে শাদাব খানের সঙ্গে তাঁর কয়েকজন ভক্ত ছবি তোলেন। সেই সময় শাদাবকে তাঁর এক মহিলা ভক্ত প্রশ্ন করেন, ‘আপনি এত ছয় কেন খাচ্ছেন?’ যা শুনে এক মুহূর্তের জন্য হকচকিয়ে যান শাদাব খান। কোনও উত্তর দেননি পাকিস্তানের অলরাউন্ডার। ওই মহিলা ভক্ত সেখানেই থেমে থাকেননি। শাদাবকে তিনি বলেন, ‘ফর্মে ফিরুন। পারফর্ম করুণ। আপনাকে উইকেট নিতে হবে।’

এই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ওই মহিলা ভক্তর প্রশ্নে কোনও উত্তর দেননি শাদাব খান। তিনি হাসি মুখে পোজ দিতে থাকেন। এ বার দেখার আজ, যদি ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচ খেলার সুযোগ হয় পাকিস্তানের, তা হলে শাদাব কেমন পারফর্ম করেন। এ ছাড়াও আসন্ন টি-২০ বিশ্বকাপে অনেকের নজর থাকবে পাকিস্তানের তারকা অলরাউন্ডারের দিকে।

Next Article