ক্রাইস্টচার্চ: আইপিএলে (IPL) অনেক বিদেশী ক্রিকেটারই খেলতে পছন্দ করেন। কিন্তু শুধু পছন্দ করলেই তো হবে না, সুযোগও পেতে হবে। ২০২১-এর আইপিএল নিলাম অনেক চমক দেখাল। কাইল জেমিসন, ঝাই রিচার্ডসনের মতো ক্রিকেটাররা এমন দাম পেলেন, সেটা তাঁরও হয়তো ভাবেননি। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক তারকা সুযোগ পেলেন না কোনও ফ্রাঞ্চাইজিতে। আইপিএল নিলামে অবিক্রিত ক্রিকেটারের তালিকায় রয়েছেন, অস্ট্রেলিয়ার টি-২০ দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চও (Aaron Finch)। অজি ওপেনারকে নিয়ে অনেকেই অবাক, কিন্তু ফিঞ্চ নিজে নাকি একটুও অবাক নন।
Aaron Finch today speaking about going unsold at the IPL Auction earlier this week.
‘I’d prefer to be playing cricket, but a little bit of time at home mightn’t be the worst thing’.#IPL2021 #IPLAuction #IPL pic.twitter.com/Zu8Ha7HUuv
— Chloe-Amanda Bailey (@ChloeAmandaB) February 21, 2021
অস্ট্রেলিয়ার হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে ফিঞ্চ এখন ক্রাইস্টচার্চে। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিঞ্চ বলেন, “সত্যি বলতে কী এটা আমার কাছে অপ্রত্যাশিত নয়। আইপিএলে আবার খেলার সুযোগ পেলে ভালো হত। এটা সত্যিই অসাধারণ প্রতিযোগিতা। ক্রিকেট খেলতে আমি বরবরাই আগ্রহী। কিন্তু বাড়িতেও কিছুটা সময় কাটানো খারাপ জিনিস নয়।”
Aaron Finch didn’t get an #IPL2021 contract but is delighted to see some of his teammates get their first big payday #NZvAUS | @samuelfez https://t.co/ibhRpLGpSl
— cricket.com.au (@cricketcomau) February 21, 2021
গত বছর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন অ্যারন ফিঞ্চ। ১২ ম্যাচে করেছিলেন মাত্র ২৬৮ রান। ফিঞ্চের নামের সঙ্গে এই পারফরম্যান্স খুব একটা মানায় না। গত মাসে আরসিবি ছেড়ে দিয়েছিল এই অজি ক্রিকেটারকে।
আরও পড়ুন: ভারতীয় দলে নতুন মুখ
গত বছর ডিসেম্বরে ভারতের কাছে টি-২০ সিরিজে হেরেছে অস্ট্রেলিয়া। এ বার অজিরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। সোমবার হ্যাগলি ওভালে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। অধিনায়ক অ্যারন ফিঞ্চসহ পুরো দল এখনও বায়োবাবলে রয়েছেন। হোটেল থেকেই এক ভিডিয়োবার্তায় তিনি জানালেন, এখন আইপিএলের কথা ভুলে নজর কিন্তু সামনের টি-২০ সিরিজে।