AB de Villiers: কোচিংই এখন ফোকাস এবিডির

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 05, 2022 | 12:00 PM

যে কারণেই শেষ পর্যন্ত অবসর নিন না কেন, ক্রিকেট তাঁকে প্রচুর বিনোদন দিয়েছে। আর তাই তিনিও পাল্টা বিনোদন দিতে পেরেছেন।

AB de Villiers: কোচিংই এখন ফোকাস এবিডির
AB de Villiers: কোচিংই এখন ফোকাস এবিডির

Follow Us

জোহানেসবার্গ: সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আগেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেও সরে গিয়েছে গত মরসুমে। সেই এবি ডে ভিলিয়ার্স (AB de Villiers) আবার ফিরছেন ক্রিকেটে। তবে নতুন ভূমিকায়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচিং টিমে দেখা যাবে দক্ষিণ আফ্রিকান কিংবদন্তিকে। শুধু তাই নয়, প্রোটিয়াদের জাতীয় টিমেরও অংশ হতে পারেন, এমনই সম্ভাবনার কথা শুনিয়েছেন খোদ এবিডি।

এক সাক্ষাত্‍কারে এবিডি বলেছেন, ‘কখন সুযোগ আসবে জানি না। তবে আমি তৈরি থাকব। আমার বিশ্বাস, অদূর ভবিষ্যতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে আমার কিছু না কিছু ভূমিকা থাকবে। সেই সঙ্গে আইপিএলে আরসিবিতেও কোনও না কোনও ভূমিকা দেখা যাবে।’

পুরোমাত্রায় ক্রিকেট কোচিংয়ে যে তিনি আসবেন, তা মোটামুটি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। এবিডির কথায়, ‘গত কয়েক বছর ধরে কিছু প্রতিভাবান তরুণ ক্রিকেটারকে নিয়ে কাজ করছি। এদের মধ্যে থেকে কেউ হয়তো আগামী দিনে উঠে আসবে। যে হয়তো ছাপ রাখতে পারবে। এই কাজটাই এখন করতে চাই। সেটা পেশাদার হিসেবে করব কিনা, জানি না। দেখা যাক কী হয়।’

কেন আইপিএল থেকে অবসর নিলেন, তাও পরিষ্কার করে দিয়েছেন এবিডি। ‘গত বছর দু’বার আইপিএল খেলার জন্য যেতে হয়েছে। করোনা কার্যত চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল। কয়েক বছর ধরেই আমি ঠিক করে নিয়েছিলাম, যাই হোক না কেন, পরিবারকে নিয়েই যাব। ওদের জন্য স্কুলের ব্যবস্থা করা এই করোনা পরিস্থিতিতে সহজ ছিল না। পুরো পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে গিয়েছিল। তা ছাড়া করোনার কারণে আমিও অসুস্থ হয়ে পড়েছিলাম।’

যে কারণেই শেষ পর্যন্ত অবসর নিন না কেন, ক্রিকেট তাঁকে প্রচুর বিনোদন দিয়েছে। আর তাই তিনিও পাল্টা বিনোদন দিতে পেরেছেন। করোনার জন্য তা সম্ভব হচ্ছিল না। এবিডির মন্তব্য, ‘ভীষণ জটিল পরিস্থিতিতে পড়েছিলাম আমরা। সেরা দেওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল। কিন্তু আমি বরাবর নিজের শেষ বিন্দুটুকু ক্রিকেটকে দেওয়ার চেষ্টা করেছি। সেটা যখন আর পারছিলাম না, তখন ঠিক করে নিই, এ বার সামনে তাকাতে হবে।’

আরও পড়ুন: Ranji Trophy: করোনার কোপে স্থগিত রঞ্জি ট্রফি

Next Article