Virat Kohli: বিরাটের আউট ঘিরে তুমুল বিতর্ক, দ্বিধাবিভক্ত ক্রিকেট দুনিয়া

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 22, 2024 | 2:15 PM

বিরাটের সঙ্গে আরসিবিতে দীর্ঘদিন খেলা এবি ডে ভিলিয়ার্স কিন্তু বলে দিচ্ছেন, বল ট্র্যাকিং টেকনোলজি ত্রুটিমুক্ত নয়। বরং অনেক ক্ষেত্রেই বিভ্রান্তি তৈরি করছে। যা থেকে উষ্মা বাড়ছে ক্রিকেটারদের। আয়োজকদের উচিত যত দ্রুত সম্ভব সেই ত্রুটি মিটিয়ে ফেলা। তাতে ক্রিকেটেরই লাভ হবে।

Virat Kohli: বিরাটের আউট ঘিরে তুমুল বিতর্ক, দ্বিধাবিভক্ত ক্রিকেট দুনিয়া
Virat Kohli: বিরাটের আউট ঘিরে তুমুল বিতর্ক, দ্বিধাবিভক্ত ক্রিকেট দুনিয়া
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: কেকেআরের বিরুদ্ধে বিরাট কোহলি আউট ঘিরে চরম কার্যত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে ক্রিকেট দুনিয়া। কেউ বলছেন, বিরাট আউট ছিলেন না। বল কোমরের উপর দিয়ে গিয়েছে। কেউ আবার বলছেন, ক্রিজ ছেড়ে ব্যাটিং করছিলেন বিরাট। যদি ক্রিজে থাকতেন তা হলে বল কোমরের নিচ দিয়েই যেত। কেউ আবার বলে দিচ্ছেন, বল ট্র্যাকিং টেকনোলজিই ঠিক নয়। অনেক ভুলভ্রান্তি রয়েছে। যত দ্রুত সম্ভব এই ত্রুটি মেটাতে হবে। না হলে বিরাট কোহলির আর অনেকে এমন আউটের শিকার হবেন। বিরাটের আউট ঘিরে পক্ষে-বিপক্ষে কে কী বলছেন?

বিরাটের সঙ্গে আরসিবিতে দীর্ঘদিন খেলা এবি ডে ভিলিয়ার্স কিন্তু বলে দিচ্ছেন, বল ট্র্যাকিং টেকনোলজি ত্রুটিমুক্ত নয়। বরং অনেক ক্ষেত্রেই বিভ্রান্তি তৈরি করছে। যা থেকে উষ্মা বাড়ছে ক্রিকেটারদের। আয়োজকদের উচিত যত দ্রুত সম্ভব সেই ত্রুটি মিটিয়ে ফেলা। তাতে ক্রিকেটেরই লাভ হবে। এবিডির কথায়, ‘বিষয়টা খারাপ আম্পায়ারিং নিয়ে নয়, টেকনোলজি নিয়ে। আমার তো মনে হয়, সাধারণ বুদ্ধি ব্যবহার করলে সমস্যা মিটতে পারে। উন্নতি হতে পারে প্রযুক্তির। ফুটবলে যেমন অফসাইড নিয়ম, ওয়াইডের ক্ষেত্রেও তেমনই একটা লাইন তৈরি করে সহজ ভাবে সমস্যা মেটানো উচিত। ব্যাটসম্যান এগিয়েছে কিনা, সেটা দেখা হোক। কিন্তু একটা লাইন তৈরি করে ব্যাপারটা মেটানো হোক। তৃতীয় আম্পাায়ারের উপর সব ছেড়ে দেওয়ার কোনও মানে হয় না।’

এতেই শেষ নয়, এবিডি সমস্যার গভীরে ঢুকতে চাইছেন। প্রযুক্তিগত ত্রুটি থাকলে খেলার মজা, রস যে নষ্ট করে দেয়, তা প্রমাণ হয়েছে অতীতেও। এবিডির কথায়, ‘খেলার ধূসর জায়গাগুলো কিন্তু ক্ষোভ বাড়াচ্ছে। প্রযুক্তিগত সমস্যা মেটানো কিন্তু কঠিন নয়। ব্যাটারের মুভমেন্ট দেখা হোক, একটা লাইন তৈরি করা হোক, বল ট্র্যাকিং সে ভাবে ব্যবহার করা হোক।’

আকাশ চোপড়ার মতো প্রাক্তন ক্রিকেটার ও বিশেষজ্ঞ কিন্তু আম্পায়ারকে ক্লিনচিট দিয়েছেন। আকাশ বলেছেন, ‘অনেকেই দেখছি, বলের হাইট বিচার করার ক্ষেত্রে যে নিয়ম রয়েছে, তা কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। একটা ব্যাপার অনেকেই ভুলে যাচ্ছে, ধরা যাক, বোলার রানআপে দৌড়চ্ছে, আর ব্যাটসম্যান স্টেপআউট করেছে, তা হলে বোলার কোন উচ্চতায় বল ফেলেছে, কোন লেন্থে এসেছে বল, তা দিয়েই কি আউট বিচার করা হবে? নাকি, বোলারকে তখন ক্রিজের কথা ভুলে বড় নো-বল করার সুযোগ দেওয়া হবে? কী হওয়া উচিত? ভাবাটা কিন্তু খুব একটা কঠিন নয়। সঠিক চিন্তা করা উচিত।’

বিতর্ক কি তাতেও মিটছে? না। আরসিবির পেস বোলার রিস টপলি কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কথা তুলে ধরেছেন। আবার কেকেআরের পেস বোলার, যাঁর বলে আউট হয়েছেন বিরাট, সেই হর্ষিত রানা কিন্তু কোনও মন্তব্য করতে চাননি।

Next Article