কলকাতা: বয়স তাঁর ২৪। মাঠে নামলেই প্রতি ম্যাচে সকলকে চমকে দিচ্ছেন তিনি। ভারতের জার্সিতে এ বছরই টি-২০ ডেবিউ হয়েছে তাঁর। আইপিএলে তিনি সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দ্যুতি ছড়ান। কথা হচ্ছে ভারতের তরুণ অলরাউন্ডার অভিষেক শর্মাকে (Abhishek Sharma) নিয়ে। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) মাত্র ২৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বুকে ঢুকে পড়েছেন পঞ্জাবের ছেলে।
কয়েকদিন আগে ভারতীয় ব্যাটার হিসেবে টি-২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন উর্ভিল প্যাটেল। ত্রিপুরার বিরুদ্ধে গুজরাটের উর্ভিল ২৮ বলে সেঞ্চুরি করেছিলেন। এ বার তাঁর সঙ্গে টি-২০-তে দ্রুততম সেঞ্চুরির আসনে বসলেন অভিষেক। মেঘালয়ের বিরুদ্ধে মাত্র ২৯ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন তিনি। বল হাতে প্রথমে ২ উইকেট ও পরে দ্রুততম সেঞ্চুরি করে ম্যাচের সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন অভিষেক।
মুস্তাক আলিতে যেন চলছে রেকর্ড দখলের লড়াই। উর্ভিল প্যাটেলের ২৮ বলে সেঞ্চুরির ঘোর কাটেনি। ২৭ নভেম্বর তিনি এই রেকর্ড গড়েছিলেন। তার মধ্যে ২৮ বলেই সেঞ্চুরি অভিষেক শর্মার। টি-২০-তে এস্টোনিয়ার সাহিল চৌহানের ২৭ বলে সেঞ্চুরির রেকর্ড অক্ষত। অভিষেক-উর্ভিলদের যা দাপট, তাতে অচিরেই সাহিলের রেকর্ড ভেঙে যাবে হয়তো।
মেঘালয়-পঞ্জাব ম্যাচ প্রসঙ্গে বলতে গেলে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৪২ রান তোলে মেঘালয়। ১৪৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬৩ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় পঞ্জাবের। অভিষেক সেঞ্চুরি হাঁকালেও অপর ওপেনার হরনুর সিং ব্যর্থ। ৭ বলে ৬ করেন তিনি। তিনে নেমে সলিল আরোরা ১ রান করেন। চারে নেমে শোহরাব করেন ১৫ বলে ২২ রান। রমনদীপ সিং ৪ বলে ৮ রানে অপরাজিত থাকেন। চলতি মুস্তাক আলিতে ৭ ম্যাচ খেলে ৫টি জয় ও ২টি হারের পর পয়েন্ট টেবলের চারে পঞ্জাব। অভিষেকদের ঝুলিতে পয়েন্ট ২০।