কলকাতা: কেউ বলছেন হ্যাঁ, কেউ বলছেন না। কেউ বলছেন বড্ড ঝুঁকির, কেউ বলছেন শুরুতেই চাপে পড়ে যেতে পারে। প্রসঙ্গ এখন ভারতের ওপেনিং জুটি নিয়ে। যশস্বী জয়সওয়াল স্পেশালিস্ট ওপেনার, তিনি দিনরাতের টেস্টে ওপেনই করবেন। কিন্তু তাঁর সঙ্গী কে? এই প্রশ্নে ক্রিকেট-বুদ্ধিজীবী মহল নানান ভাবে ব্যাখা করেছেন। সুনীল গাভাসকর থেকে শুরু করে দেবাঙ্গ গান্ধী ভারতের প্রাক্তন ওপেনাররা তাঁদের যুক্তি নানান ভাবে সাজিয়ে তুলেছেন। মোদ্দা কথা প্রাক্তনদের ভোটে যশস্বীর সঙ্গী হিসেবে এগিয়ে ছিলেন লোকেশ রাহুলই। তাতেও নিশ্চিত হওয়া যাচ্ছিল না। পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে দলে ফিরছেন রোহিত শর্মা। ক্যাপ্টেন নিজেই ওপেনার। অ্যাডিলেডে যশস্বীর সঙ্গী হয়ে তিনিই কি নামবেন? এই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)।
ঘটনা হল, ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে রোহিত শর্মা চরম ব্যর্থ হয়েছেন। মাত্র একটাই হাফসেঞ্চুরি দেখা গিয়েছিল তাঁর ব্যাটে। অন্যদিকে আবার অস্ট্রেলিয়ায় পা দেওয়ার পর থেকে লোকেশ রাহুল নিজেকে মেলে ধরেছেন। পারথ টেস্টের প্রথম ইনিংসে একমাত্র লড়াইয়ের মুখ ছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে যশস্বীকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে বড় রান দিয়েছিলেন টিমকে। পরিস্থিতি যখন এমন, তখন রাহুলের পক্ষেই যে সওয়াল করেছেন সবাই। এই জল্পনার অবসান ঘটল বৃহস্পতিবার দুপুরে। পিঙ্ক বল টেস্টে নামার ২৪ ঘণ্টা আগে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা বলে দিলেন, তিনি নন, লোকেশ রাহুলই ওপেন করবেন যশস্বীর সঙ্গে। রোহিতের কথায়, ‘রাহুলই ওপেন করবে। আমি মিডল অর্ডারে নামব।’
ওপেনিং ঘিরে প্রশ্নের না হয় অবসান হল। কিন্তু মিডল অর্ডারে কত নম্বরে নামবেন রোহিত? এ নিয়ে আবার নতুন চর্চা শুরু হয়েছে। ভারতের যা ব্যাটিং অর্ডার দাঁড়াচ্ছে, যশস্বী-রাহুল ওপেনে, তিনে শুভমন গিল, চার নম্বরে বিরাট কোহলি। আর পাঁচ নম্বরে? রোহিত নাকি ঋষভ পন্থ? এ নিয়ে যে যুক্তি থাকছে তা হল, শুরুর দিকে যদি ঝটপট উইকেট পড়ে ঋষভ পন্থ ভরসার মুখ হতে পারেন। শুধু তাই নয়, পাল্টা আক্রমণের পথেও তিনি যেতে পারেন। সেক্ষেত্রে পন্থকে পাঁচে পাঠিয়ে রোহিতের উচিত ৬ নম্বরে আসা। এরপরও ভারতের ব্যাটিং গভীরতা যথেষ্ট থাকবে। ধরেই নেওয়া যায় দেবদত্ত পাড়িক্কাল, ধ্রুব জুরেল টিম থেকে বাদ পড়ছেন। নীতীশ রেড্ডি খেলবেন। সেক্ষেত্রে ৭ নম্বরে নীতীশ। স্পিনার-অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিনের মধ্যে কেউ একজন খেলবেন। অর্থাৎ ৮ নম্বর পর্যন্ত ভারতের ব্যাটার থাকছে।
রোহিত সম্পর্কে বলা হয়, তিনি ক্যাপ্টেন হলেও স্বার্থপর নন। যখন যিনি ফর্মে থাকেন, তাঁকেই সামনে এগিয়ে দেওয়ার চেষ্টা করেন। টেস্টে অস্ট্রেলিয়াকে যদি তাদের ঘরের মাঠে হারাতে হয়, অ্যাডিলেড মুঠোয় নিতে হবে। আর তার জন্য টিমের ব্যাটিং কম্বিনেশন কোনও অবস্থাতেই ঘাটলে চলবে না। তাই রাহুলেই আস্থা রাখলেন দায়িত্বশীল ক্যাপ্টেন।