T20 World Cup 2021: কিউয়ি-আফগান ম্যাচের আগে পিচ কিউরেটর মোহন সিংয়ের রহস্যমৃত্যু

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 07, 2021 | 7:48 PM

আবু ধাবি ক্রিকেট বোর্ড (Abu Dhabi Cricket) ও আইসিসির (ICC) তরফ থেকে মোহন সিংয়ের মৃত্যুতে সমবেদনা জানানো হয়েছে।

T20 World Cup 2021: কিউয়ি-আফগান ম্যাচের আগে পিচ কিউরেটর মোহন সিংয়ের রহস্যমৃত্যু
আবু ধাবির প্রধান পিচ কিউরেটর মোহন সিং (ছবি-টুইটার)

Follow Us

আবু ধাবি: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান (New Zealand vs Afghanistan) ম্যাচের আগে, আবু ধাবির প্রধান পিচ কিউরেটর মোহন সিং (Mohan Singh) মারা গিয়েছেন। হোটেলের রুম থেকে উদ্ধার হয়েছে মোহন সিংয়ের মৃতদেহ। যদিও তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। আজ যে পিচে খেলল কেন উইলিয়ামসন ও মহম্মদ নবিরা, সেই পিচটিও তাঁরই তৈরি। মোহন সিংয়ের এই রহস্যজনক মৃত্যু নিয়ে ইতিমধ্যেই স্থানীয় পুলিশ তদন্ত করা শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে।

সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট বোর্ডের সূত্রের খবর অনুযায়ী, আজই তাঁর মৃত্যু হয়েছে। যদিও তাঁর মৃত্যুর কারণ অজানা। তবে শীঘ্রই বিস্তারিত জানা যাবে। আমিরশাহি ক্রিকেট বোর্ডের নিকট সূত্রের মতে, “এটি আজ ঘটেছে এবং বিষয়গুলি আরও পরিষ্কার হলে পূর্ণ বিবরণ প্রকাশ করা হবে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

আবু ধাবি ক্রিকেট বোর্ড (Abu Dhabi Cricket) ও আইসিসির (ICC) তরফ থেকে মোহন সিংয়ের মৃত্যুতে সমবেদনা জানানো হয়েছে। আবু ধাবি ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “আবুধাবি ক্রিকেট এটি অত্যন্ত দুঃখের সাথে ঘোষণা করেছে যে, হেড কিউরেটর, মোহন সিং আজ মারা গিয়েছেন। মোহন ১৫ বছর ধরে আবু ধাবি ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন এবং সেই সময়কালের মধ্যে সমস্ত ভেন্যুর সাফল্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রবিবারের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের ম্যাচটি নির্ধারিত সূচি অনুযায়ী হয়েছে, যার সমর্থনে ছিল মোহনের পরিবার এবং আমাদের গ্রাউন্ডস্টাফরা।”

আবু ধাবি ক্রিকেট বোর্ডের তরফে মিডিয়ার কাছে মোহনের পরিবারের গোপনীয়তা রক্ষা করার ব্যাপারে অনুরোধও করা হয়। তারা বলে, “আমরা মিডিয়াকে এই দুঃখজনক সময়ে মোহনের পরিবারের গোপনীয়তাকে সম্মান করার জন্য অনুরোধ করছি।”

আইসিসির একজন মুখপাত্র বলেছেন, “আমরা গভীরভাবে শোকাহত এবং তাঁর পরিবার, বন্ধুদের, আবুধাবি ক্রিকেট এবং ইভেন্টের সাথে যুক্ত সকলের শক্ত থাকার জন্য আমাদের প্রার্থনা রইলো।” আইসিসির পক্ষ থেকে এও জানানো হয় যে, মোহনের পরিবার, আবু ধাবি ক্রিকেট বোর্ড ও গ্রাউন্ড স্টাফদের অনুরোধের পরই নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচটি হয়েছে।

বিসিসিআইয়ের (BCCI) প্রাক্তন প্রধান পিচ কিউরেটর দলজিৎ সিংয়ের (Daljit Singh) সঙ্গেও কাজ করেছেন মোহন সিং। তাঁর প্রয়াণের খবর শুনে দলজিৎ বলেন, ”আমার সঙ্গে যখন মোহন সিংয়ের দেখা হয়েছিল, তখন ও খুবই ছোট ছিল। খুবই পরিশ্রমী ছেলে। প্রতিশ্রুতিবদ্ধ এবং উচ্চাকাঙ্ক্ষীও ছিল। ওর পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো।”

মোহন তাঁর ৪০ বছর বয়সের মাঝামাঝি সময়ে এবং ভারতে থেকে মোহালির পাঞ্জাব ক্রিকেট স্টেডিয়ামে একটি প্রশিক্ষণ কোর্স শেষ করার পর ২০০৪ সালের সেপ্টেম্বরে আবুধাবিতে আসেন। কোচদের সহায়তা করার আগে তিনি সেখানে ১৯৯৪ সাল থেকে গ্রাউন্ড সুপারভাইজার হিসেবে কাজ করেছিলেন। তার পর পিচ কিউরেটরের কাজের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এবং তিনি আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের প্রধান পিচ কিউরেটর ছিলেন।

Next Article