T20 World Cup 2021: জামাইকায় ঘরের মাঠে অবসর নিতে চান গেইল

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Nov 07, 2021 | 7:55 PM

খেলার পর গেইল বলেন, 'আমি আমার শেষ বিশ্বকাপটা উপভোগ করতে চেয়েছিলাম। কিন্তু এই বিশ্বকাপটা মোটেই ভালো যায়নি আমার। এটা আমার সবচেয়ে খারাপ বিশ্বকাপ। এ রকমটা হয়েই থাকে। আসলে কেরিয়ারের অস্তাচলে পৌঁছে গিয়েছি আমি। আমাদের দেশে অনেক প্রতিশ্রুতিমান ক্রিকেটাররা আছে। তারা পরবর্তীতে ভালো ক্রিকেট উপহার দেবে।'

T20 World Cup 2021: জামাইকায় ঘরের মাঠে অবসর নিতে চান গেইল
ক্রিস গেইল। ছবি: টুইটার

Follow Us

দুবাই: ক্রিস গেইল (Chris Gayle)। তিনি ক্রিকেটের ‘ইউনিভার্স বস’ (Universe Boss)। তিনি যখন যা চাইবেন, তখন তাই-ই হবে। বয়স ৪২। তবু অপুরন্ত প্রাণশক্তি বুঝিয়ে দেয় এখনও কুড়ি ওভারের ফরম্যাটে তিনিই রাজা। মাঠে নামবেন, ছক্কা হাঁকাবেন আর ক্যারিবিয়ান নাচে মাতাবেন দর্শকদের।

গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করলেন সানগ্লাস পরে। আউট হওয়ার পর নাচতে নাচতে প্যাভিলিয়নে ফিরলেন। জল্পনা শুরু হয়, জাতীয় দলের জার্সিতে এটাই হয়তো শেষ ম্যাচ খেলে ফেললেন তিনি। কিন্তু ম্যাচের পর তিনিই আবার ভুল ভাঙলেন সবার। সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে জানালেন, নিজের জন্ম শহর জামাইকাতেই (Jamaica) ফেয়ারওয়েল ম্যাচ খেলবেন। সেখানে খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ক্রিকেটের ইউনিভার্স বস।

কিংবদন্তী ক্যারিবিয়ান ক্রিকেটার কি তাহলে শেষ বিশ্বকাপ খেলে ফেললেন? সেখানেও গেইলোচিত উত্তর। মজার ছলে বললেন, পরের বছর অস্ট্রেলিয়ার মাটিতেও টি-২০ বিশ্বকাপ খেলবেন তিনি। গেইল কখন কি করবেন তা কেউ জানে না। গতকাল ক্রিজ থেকে প্যাভিলিয়নে গেইলকে ও ভাবে ফিরতে দেখে মন খারাপের রিংটোন বাজতে শুরু করে দেয় তাঁর অনুরাগীদের মনে। কিন্তু ম্যাচের পর তাঁর এই উত্তর একটা কথাই প্রমাণ করে, ‘মেজাজটাই যে আসল রাজা।’

খেলার পর গেইল বলেন, ‘আমি আমার শেষ বিশ্বকাপটা উপভোগ করতে চেয়েছিলাম। কিন্তু এই বিশ্বকাপটা মোটেই ভালো যায়নি আমার। এটা আমার সবচেয়ে খারাপ বিশ্বকাপ। এ রকমটা হয়েই থাকে। আসলে কেরিয়ারের অস্তাচলে পৌঁছে গিয়েছি আমি। আমাদের দেশে অনেক প্রতিশ্রুতিমান ক্রিকেটাররা আছে। তারা পরবর্তীতে ভালো ক্রিকেট উপহার দেবে।’

একই সঙ্গে গেইল বলেন, ‘আমি অবসর ঘোষণা করছি না। তবে আমাকে যদি জামাইকায় দর্শকভর্তি গ্যালারির সামনে একবার খেলার সুযোগ দেওয়া হয়, আমি তাহলে অবশ্যই ধন্যবাদ জানাব। আরও একটা বিশ্বকাপ খেলতে পারলে ভালো লাগবে। কিন্তু আমার মনে হয়, বোর্ড আমাকে আর অনুমতি দেবে না। অনেক বিপর্যয় পেরিয়ে আজ এ জায়গায় এসে পৌঁছিয়েছি।’

এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার সময়ই অসুস্থ হয়ে পড়েন গেইলের বাবা। তাঁকে দেখতে রাতারাতি জামাইকাও ছোটেন ক্রিকেটের ইউনিভার্স বস।

 

আরও পড়ুন: T20 World Cup 2021: কিউয়ি-আফগান ম্যাচের আগে পিচ কিউরেটর মোহন সিংয়ের রহস্যমৃত্যু

Next Article