মেলবোর্ন: করোনা (COVID-19) কালে বিদেশের লিগে খেলার আগে পরিস্থিতি খতিয়ে দেখা উচিত ক্রিকেটারদের। এমনই পরামর্শ দিল অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংস্থা (Australian Cricketers Association)। এসিএ-র চিফ এক্সিকিউটিভ টড গ্রিনবার্গ বলেছেন, ‘আমি জানি না, এখান থেকে প্লেয়াররা শিক্ষা নেবে কিনা। কিন্তু এটুকু বলতে পারি, বিদেশের লিগে খেলার জন্য চুক্তিপত্রে সই করার আগে পরিস্থিতি খতিয়ে দেখা উচিত প্লেয়ার। হোমওয়ার্ক করার পরই ওই লিগে খেলার ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত নেওয়া উচিত। এমন ঝুঁকি নেওয়ার কোনও মানে হয় না।’
আইপিএলে (IPL) প্রতিবারের মতো এ বারও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাই (Australian cricketers) ছিলেন বেশি সংখ্যায়। করোনা কবলিত ভারত থেকে আন্তর্জাতিক বিমান ওই দেশের সরকার নিষিদ্ধ করার ফলে প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের দেশে ফেরা মুশকিল হয়েছে। বাধ্য হয়ে তাঁদের শ্রীলঙ্কা কিংবা মলদ্বীপ ঘুরে দেশে ফেরার বিমান ধরতে হচ্ছে। করোনার গুরুত্ব বুঝে যদি আইপিএলে খেলার জন্য রাজি না হতেন অজিরা, তা হলে এই পরিস্থিতিতে পড়তে হত না বলে মনে করছেন অনেকেই। গ্রিনউড কিন্তু বলছেন, ‘অস্ট্রেলিয়ায় আমরা সবাই স্বাধীনতা উপভোগ করি। যে কারণে অস্ট্রেলিয়া সব সময় অন্য রকম একটা জায়গা। কিন্তু যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সবাইকে পরিস্থিতি বুঝে নিতে হবে।’
আরও পড়ুন:লিগ কাপের পর ইপিএলে ফিরছে দর্শক
ভারতের (India) করোনার হার হুহু করে বাড়ছে। তার মধ্যেই চলছিল আইপিএল। অজি ক্রিকেটারদের পরিবার তাঁদের নিয়ে চরম উদ্বেগে ছিলেন। গ্রিনউড যা মনে করিয়ে দিয়ে বলছেন, ‘সপ্তাহটা সত্যিই পরিবারদের জন্য খুব যন্ত্রণার ছিল। জনতার কাছে ক্রিকেটাররা সুপারহিরোর মতো। ওরা দারুণ ক্রিকেটার, কিন্তু সব কিছুর পর মানুষই তো। কেউ বাবা, কেউ স্বামী, কেউ ছেলে। তাদের সবারই পরিবার আছে। এই পরিস্থিতিতে কিন্তু ওদের জন্য পরিবারকে কষ্ট ভোগ করতে হয়েছে। সেটা কাম্য নয়। তবে, ওদের যা অভিজ্ঞতা হয়েছে, কোনও দিন হয়তো ভুলতে পারবে না।