IPL 2021: করোনার কবলে ভারতে আটক ধোনিদের কোচ হাসি

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee

May 06, 2021 | 9:18 AM

আইপিএলে (IPL) খেলা অন্যান্য অস্ট্রেলিয়াোন ক্রিকেটাররা দেশে ফেরার বিমান ধরলেও হাসি ভারতেই থেকে যাবেন। আপাতত তাঁকে থাকতে হবে কোয়ারান্টিনে (Quarantine)।

IPL 2021: করোনার কবলে ভারতে আটক ধোনিদের কোচ হাসি
সৌজন্যে-সিএসকে টুইটার

Follow Us

নয়াদিল্লি: শুধু লক্ষ্মীপতি বালাজিই নন, চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) থেকে উঠে আসছে আরও করোনা (COVID-19) আক্রান্তের খবর। মহেন্দ্র সিং ধোনিদের ব্যাটিং কোচ মাইক হাসিও (Michael Hussey) করোনায় আক্রান্ত। যে কারণে আইপিএলে (IPL) খেলা অন্যান্য অস্ট্রেলিয়াোন ক্রিকেটাররা দেশে ফেরার বিমান ধরলেও হাসি ভারতেই থেকে যাবেন। আপাতত তাঁকে থাকতে হবে কোয়ারান্টিনে (Quarantine)। কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এলে তবেই তিনি দেশে ফেরার বিমান ধরতে পারবেন।

করোনার কারণে আইপিএল (IPL) বাতিল করে দেওয়ার পর সবচেয়ে বড় প্রশ্ন ছিল, অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা কী করে ফিরবেন দেশে? ওই দেশের সরকার ভারতের যাবতীয় আন্তর্জাতিক উড়ান বাতিল করেছে। যে কারণে সরাসরি ভারত থেকে দেশে ফেরা সম্ভব নয় স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের। শ্রীলঙ্কা কিংবা মলদ্বীপ হয়ে দেশে ফিরতে হবে তাঁদের। বিসিসিআই অজি ক্রিকেটার, কোচ, ধারাভাষ্যকারদের মলদ্বীপ যাওয়ার বন্দোবস্ত করেছে চাটার্ড ফ্লাইটে। কিন্তু হাসির আপাতত ফেরা হচ্ছে না। অস্ট্রেলিয়ার এক কাগজে দেওয়া সাক্ষাত্‍কারে হাসি বলেছেন, ‘আমি আপাতত ভালো আছি।’

আরও পড়ুন:IPL 2021: সব বুঝে ভারতে যাওয়া উচিত ছিল, বলছেন এসিএ-র কর্তা

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংস্থার চিফ এক্সিকিউটিভ টড গ্রিনউড বলেছেন, ‘হাসির উপসর্গ খুব কম। যে কারণে ওকে সামান্য ক’টা দিনের জন্য ভারতের এক হোটেলে কোয়ারান্টিনে থাকতে হবে। ১০ দিনের জন্য ওকে চিকিত্‍সকদের নজরদারিতে থাকতে হবে। তবে ভালো দিক যে, ওর টিম চেন্নাইয়ের তরফে সব রকম সাহায্য করা হচ্ছে।

Next Article