কলকাতা: এক ম্য়াচ বাকি থাকতেই সুপার এইটে উঠে পড়ল অস্ট্রেলিয়া (Australia)। গ্রুপ লিগের প্রথম দুটো ম্যাচে প্রাধান্য নিয়েই জিতেছেন মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নাররা। নামিবিয়ার বিরুদ্ধেও বিধ্বংসী পারফরম্যান্স অস্ট্রেলিয়ার। মাত্র ৭২ রানে শেষ হয়ে যায় নামিবিয়া (Namibia)। জবাবে ৫.৪ ওভারেই জয়ের রান তুলে নেয় অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে শেষ আটে তুলে দিল মার্শদের। গ্রুপ বি-র যা হাল, তাতে ইংল্যান্ডের পক্ষে সুপার এইটে পা রাখা বেশ কঠিন কাজ। যদিও তাদের হাতে দুটো ম্যাচ রয়েছে। কিন্তু নেট রান রেটের হাল বেশ খারাপ। একই রকম ভাবে অন্য দুটো গ্রুপ থেকে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার পরের পর্বে যাওয়া আশা অনেকটাই কমছে।
অস্ট্রেলিয়া অবশ্য নামিবিয়ার বিরুদ্ধে শুরু থেকে আগ্রাসী মনোভাব নিয়ে নেমেছিল। বোঝাই যাচ্ছিল যে, এই ম্যাচ থেকেই সুপার এইটের টিকিট কনফার্ম করে নিতে চাইছেন মার্শরা। ১৭ ওভারে ৭২ রানে টিম শেষ হয়ে যাওয়ার পর একমাত্র গেরহার্ড এরাসমাস সর্বোচ্চ ৩৬ রান করেছেন। নামিবিয়াকে ভেঙেছেন অ্যাডাম জাম্পা। ৪ ওভারে ১২ রান দিয়েছেন ৪ উইকেট। দুটো করে উইকেট জস হ্যাজেলউড ও মার্কাস স্টোইনিসের। প্যাট কামিন্স, নাথান এলিস বাকি দুটি উইকেট নিয়েছেন। রান তোলার ক্ষেত্রে কখনও চাপ তৈরি হয়নি। ওয়ার্নার ৮ বলে ২০ করে ফেরেন। ট্র্যাভিস হেড ১৭ বলে ৩৪ করে নট আউট থেকে যান। মার্শ ৯ বলে ১৮ করে ম্যাচ শেষ করেন।
ম্যাচের সেরা জাম্পা বলেছেন, ‘জয়ের পাশাপাশি সুপার এইটে উঠে পড়ায় ভালো লাগছে। বিপক্ষের মিডল অর্ডার ভাঙার কথা বলেছিল ক্যাপ্টেন। খুব ভালো করে জানতাম, ওই উইকেটগুলোই গুরুত্বপূর্ণ। ট্রফির দিকে এগনোর জন্য প্রথম ধাপটা সম্পূর্ণ হল।’ অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মার্শও একই কথা বলেছেন, ‘টিমের বোলাররা দুরন্ত পারফর্ম করেছে। উইকেটটা চমৎকার ছিল। সুইংও পেয়েছি। সে দিক থেকে দেখলে পেশাদার পারফরম্যান্স তুলে ধরেছে টিম। স্কটল্যান্ডের ম্যাচের ওয়ার্কলোড নিয়ে ভাবতে হবে। আশা করি ওই ম্যাচটা জিতে সামনে এগোতে পারব। তবে টিম সুপার এইটে উঠে পড়েছে। এটা একটা ভালো দিক। জাম্পাকে যদি গত চার-পাঁচবছর দেখেন, টিমের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার। চাপের মুখে ও সব সময় ভালো বল করে।’