Watch Video: অপদার্থ আর কাকে বলে… শিখ বিতর্কে আকমলকে শিক্ষা হরভজনের

Jun 12, 2024 | 1:31 PM

ভারতের কাছে লজ্জার হারের পর বাবর আজমরা প্রবল সমালোচনায় ডুবেছেন। কানাডার বিরুদ্ধে জয়ও তাঁদের একেবারেই স্বস্তি দিচ্ছে না। প্রাক্তনদের বিষাক্ত তিরে ঘায়েল হয়ে চলেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। অবশ্য এই বিতর্ক ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ চলাকালীনই দেখা দিয়েছিল।

Watch Video: অপদার্থ আর কাকে বলে... শিখ বিতর্কে আকমলকে শিক্ষা হরভজনের
Watch Video: অপদার্থ আর কাকে বলে... শিখ বিতর্কে আকমলকে শিক্ষা হরভজনের

Follow Us

কলকাতা: বিতর্ক মিটেও মিটছে না। মিটবেই বা কী করে? এমন স্পর্শকাতর মন্তব্য করে বসেছেন পাকিস্তানি ক্রিকেটার, যা এখনও মেনে নিতে পারছেন না কেউই। ভারতের কাছে লজ্জার হারের পর বাবর আজমরা প্রবল সমালোচনায় ডুবেছেন। কানাডার বিরুদ্ধে জয়ও তাঁদের একেবারেই স্বস্তি দিচ্ছে না। প্রাক্তনদের বিষাক্ত তিরে ঘায়েল হয়ে চলেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। অবশ্য এই বিতর্ক ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ চলাকালীনই দেখা দিয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে যখন শেষ ওভারে বল করতে এসেছিলেন অর্শদীপ সিং, তখনই এমন মন্তব্য করেন কামরান আকমল, যার জের এখনও মেটেনি।

কী বলেছেন আকমল? প্রাক্তন পাক ক্রিকেটারের মন্তব্য ছিল, শেষ ওভারে যে কেউ জিততে পারে। পাকিস্তানের ঝোল টেনে তিনি বলেছিলেন, বোলার যখন অর্শদীপ সিং, তখন তো ভালো কিছুর সম্ভাবনা রয়েইছে। সবচেয়ে বড় কথা, ‘পাজি কা বারা বাজ গ্যায়া হ্যায়।’ এই মন্তব্য শিখ কমিউনিটিকে প্রবলভাবে আহত করেছে। একজন ক্রিকেটারকে সংবেদনশীল হতে হয়। যেহেতু তিনি আইকন, তাই যে কোনও মন্তব্যের আগে সতর্ক থাকতে হয় তাঁকে। আকমল সমাজের সহজ নিয়ম এখনও বুঝে উঠতে পারেননি। এই বিতর্কের জের ওয়াঘার ওপারে আছড়ে পড়তেই নিজের ভুল বুঝতে পারেন আকমল। ততক্ষণে হরভজন সিং নেমে পড়েছেন আসরে। খুব স্বাভাবিকভাবেই প্রাক্তন পাঞ্জাবি স্পিনার টুইটারে লিখেছেন, ‘লানত হ্যায় তুঝপে।’ যার বাংলা দাঁড়ায়, ‘তোমায় দেখে লজ্জা লাগছে।’

এই ঘটনার পরই আকমল নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তিনি টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে বলেছেন, ‘এই মন্তব্য আমার করা উচিত হয়নি। আমি কাউকে আহত করার জন্য এমন মন্তব্য করিনি। আমার খুব খারাপ লাগছে, কিছু মানুষ এই মন্তব্যের জেরে কষ্ট পেয়েছেন। আমি তাঁদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইছি।’

ক্ষমা চাইলেই কি সাত খুন মাফ? স্বাভাবিকভাবেই আকমলও রেহাই পাচ্ছেন না। রেহাই পাওয়ার কথাও নয়। হরভজন এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘কোনও অপদার্থের পক্ষেই এমন মন্তব্য করা সম্ভব। নির্বোধের মতো বক্তব্য একমাত্র ওই দিতে পারে। কোনও সম্প্রদায় বা ধর্মাবলম্বী মানুষ সম্পর্কে মন্তব্য করতে গেলে ইতিহাসটা জানা জরুরি। আকমল শিখদের সম্পর্কে কিছুই জানে না। এই শিখরা যে এক সময় ওদের পরিবারকে বাঁচিয়েছে, সেটা ওর মনে রাখা উচিত ছিল।’

Next Article