কলকাতা: বিশ্বকাপ টিমে সুযোগ মেলেনি। কিন্তু ‘সুযোগ’ কী ভাবে কাজে লাগাতে হয়, তা খুব ভালো করে জানেন। বাইশ গজে না থাকলেও নিজেকে ব্যবসার দুনিয়ায় ক্রমশ ছড়াচ্ছেন। অবশ্য কোনও ক্রিকেটারের ব্যবসায়িক দুনিয়ায় পা বাড়ানো নতুন নয়। বিরাট কোহলিই এ ক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ। স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে ইন্সিওরেন্স সংস্থা খুলেছেন। যা ইতিমধ্যেই লাভজনক বলে প্রমাণিত হয়েছে। কিং যদি ভাবতে পারেন, প্রিন্স ভাববেন না কেন? বিরাট কোহলির পথেই হাঁটতে শুরু করলেন ভারতীয় ক্রিকেটের রাজপুত্র শুভমন গিল (Shubman Gill)।
বিশ্বকাপের মূল দলে নেই শুভমন। তবে স্কোয়াডে রয়েছেন। স্ট্যান্ডবাই হিসেবে রয়েছে টিমে। কিন্তু শুভমন মার্কিনমুলুকে থাকার সুযোগটুকু হারাচ্ছেন না। সম্প্রতি আমেরিকার ভেঞ্চার ক্যাপিটল ফার্ম ভিসাস ভেঞ্চারে ইনভেস্ট করেছেন তিনি। এর মধ্যে দিয়ে যে শুভমন এক নতুন দিকে হাঁটতে চলেছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। অলাখ ও সান্ধুর সঙ্গে শুভমনের ছবি সংস্থার তরফে ইন্সটাগ্রামে সদ্য পোস্ট করা হয়েছে। এই ভিসাস ভেঞ্চার কী? আমেরিকার এই সংস্থা মূলত বিভিন্ন স্টার্টআপে ইনভেস্ট করে। টেকনোলজি, হেলথকেয়ার, কনজিউমার গুডস কেন্দ্রীয় ব্যবসাতেই তাদের বিনিয়োগ বেশি। ভিসাসের হাত ধরেই আগামী দিনে এই সব নতুন স্টার্টআপ ব্যবসায়িক দুনিয়ায় বড় নাম হয়ে উঠবে। শুভমনের মতো তরুণ ক্রিকেটার এতে বিনিয়োগ করছেন মানে তিনিও ক্রিকেটের পাশাপাশি নিজেকে অন্য ভাবে এগিয়ে নিয়ে যেতে চান।
শুভমন টি-টোয়েন্টি বিশ্বকাপ টিমে সুযোগ না পেলেও তাঁর ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন নেই। তিনিই আগামী দিনে ভারতীয় ক্রিকেটের তারকা। বিজ্ঞাপনী দুনিয়াতেও বেশ জনপ্রিয় মুখ। সেই কারণেই নিজেকে অন্য জগতেও মেলে ধরতে চাইছেন শুভমন গিল।