কলকাতা: মার্কিন মুলুকে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট টিম চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) জোড়া জয় পেয়েছে। প্রথমে আয়ারল্যান্ড, তারপর পাকিস্তানকে হারিয়েছে টিম ইন্ডিয়া। আজ, বুধবার জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে আমেরিকার বিরুদ্ধে নামবে মেন ইন ব্লু। এর মাঝেই ভারতীয় টিমের (Team India) ক্রিকেটাররা অসন্তুষ্ট। তার আসল কারণ কী? আসলে টিম হোটেলের জিম পছন্দ হচ্ছে না ভারতীয় ক্রিকেটারদের। একাধিক রিপোর্ট অনুযায়ী, বিরাট-রোহিতদের তাঁদের টিম হোটেলের জিম পছন্দ হচ্ছে না। তাই তাঁদের মার্কিন মুলুকে নিতে হয়েছে অন্য জিমের মেম্বারশিপ।
নিউজ-১৮ এর এক সূত্রের খবর অনুযায়ী, ‘ভারতীয় টিমের ক্রিকেটাররা হোটেলের জিম ব্যবহার করছে না। এবং তাঁরা হোটেলের কাছাকাছি একটা জিমে মেম্বারশিপ নিয়েছেন। এবং সকলেই সেই জিম ব্যবহার করছেন। একটা অত্যন্ত জনপ্রিয় জিমের মেম্বারশিপ নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।’
এই প্রথম মার্কিন মুলুকে সমস্যায় পড়লেন না ভারতীয় ক্রিকেটাররা। এর আগে ভারতীয় ক্রিকেট টিমের অনুশীলন মাঠ নিয়ে সমস্যার কথা জানা গিয়েছিল। ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন করে সন্তুষ্টও হয়নি মেন ইন ব্লু। বার বার শোনা গিয়েছিল, সব কিছুই যেন যেমন করে হোক উতরে দেওয়া যাক গোছের ব্যবস্থা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। অবশ্য ভারতীয় ক্রিকেট টিম এবং টিম ম্যানেজমেন্টের অন্য কেউ এই টিম হোটেলের জায়গায় আলাদা জিমে মেম্বারশিপ নেওয়া নিয়ে কোনও মন্তব্য করেননি।
পারিপার্শ্বিক পরিস্থিতি যাই হোক না কেন, ভারতীয় টিমের নজর এখন আমেরিকাকে হারানোয়। আমেরিকাকে আজ হারালেই ভারত পৌঁছে যাবে টুর্নামেন্টের সুপার এইটে। ভারত ও আমেরিকা দুটো দলই টুর্নামেন্টে হারের মুখ দেখেনি। এ বার দেখার চলতি বিশ্বকাপে যুগ্ম আয়োজক আমেরিকাকে মেন ইন ব্লু হারিয়ে সুপার এইট পাকা করতে পারে কিনা।