ভনের বিরুদ্ধে এ বার মুখ খুললেন আদিল রশিদও

TV9 Bangla Digital | Edited By: sushovan mukherjee

Nov 16, 2021 | 10:09 AM

ইয়র্কশায়ারের (Yorkshire) প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার আজিম রফিক (Azeem Rafiq) বর্ণবিদ্বেষ নিয়ে খুল্লামখুল্লা কথা বলার পর থেকেই তীব্র বিতর্ক শুরু হয়ে গিয়েছে কাউন্টি ক্রিকেটে।

ভনের বিরুদ্ধে এ বার মুখ খুললেন আদিল রশিদও
ভনের বিরুদ্ধে এ বার মুখ খুললেন আদিল রশিদও (ছবি-টুইটার)

Follow Us

লন্ডন: যত মুখ খুলছেন ক্রিকেটাররা, ততই কোণঠাসা হয়ে পড়ছেন মাইকেল ভন (Michael Vaughan)। একাধিকবার বর্ণবিদ্বেষ মন্তব্য করার অভিযোগ ক্রমশ পোক্ত হয়ে উঠছে প্রাক্তন ইংলিশ ক্রিকেটারের বিরদ্ধে। যাবতীয় অভিযোগ যতই উড়িয়ে দিন ভন, প্রাক্তন ইংল্যান্ড ক্যাপ্টেন কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন আদিল রশিদ। এশিয়ান বংশোদ্ভুত ক্রিকেটার বলেছেন, এমন মন্তব্য তিনি অনেকবার করেছেন।

ইয়র্কশায়ারের (Yorkshire) প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার আজিম রফিক (Azeem Rafiq) বর্ণবিদ্বেষ নিয়ে খুল্লামখুল্লা কথা বলার পর থেকেই তীব্র বিতর্ক শুরু হয়ে গিয়েছে কাউন্টি ক্রিকেটে। এশিয়ান কোটার প্লেয়ারদের যে দিনের পর দিন নির্যাতন সহ্য করতে হয়েছে, আজিম মুখ খোলার পর থেকেই প্রমাণ হয়ে গিয়েছে। তাঁকে অনেকেই সমর্থন করেছেন। যার পর ইয়র্কশায়ার কার্যত একঘরে হয়ে গিয়েছে। ভন তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু তাতেও যে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, তাও বোধহয় বুঝতে পারছেন।

লেগস্পিনার আদিলের (Adil Rashid) কথায়, ‘বর্ণবিদ্বেষ অনেকটা ক্যান্সারের মতো। দুর্ভাগ্যজনক ভাবে পেশাদার খেলায় এর অস্তিত্ব রয়েছে। নিশ্চিত ভাবেই এইরকম যে কোনও বিষয়কে ছেঁটে ফেলতে হবে। আমি নিজের ক্রিকেটেই বেশি মনোঃসংযোগ করতে চাই। কিন্তু এটাও অস্বীকার করতে পারব না যে, আজিম যে অভিযোগ এনেছে মাইকেল ভনের বিরুদ্ধে, তা সত্যি। আমাদের মতো এশিয়ান প্লেয়ারদের এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে।’

বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সারা বিশ্ব একযোগে লড়াই শুরু করেছে। যাতে সাদা-কালো ভেদাভেদ চিরকালের জন্য মুছে ফেলা যায়। আদিল যা নিয়ে স্পষ্ট বলছেন, ‘সংসদীয় কমিটি এর বিরুদ্ধে লড়াই শুরু করেছে, এটাই সবচেয়ে ভালো দিক। এতে নিশ্চিত ভাবেই পরিস্থিতির উন্নতি সম্ভব। এই ধরনের পজিটিভ দিকগুলোই মানুষকে খুশির বার্তা দিচ্ছে। তবে, এটাও মানতে হবে, এই ধরনের মন্তব্য যারা করে, এটা তাদের একটা প্রবৃত্তি। এই নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।’

আদিল রশিদ মুখ খোলায় ভন আরও অস্বস্তিতে পড়েছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এ নিয়ে তদন্ত শুরু করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ভনও নানা মহল থেকে সমর্থন হারাতে শুরু করেছেন। পরিস্থিতি কোন দিকে গড়ায়, সে দিকে তাকিয়ে রয়েছে বিশ্ব ক্রিকেটমহল।

Next Article