East Bengal: অস্কারের প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের চিন্তা ‘টাইমিং’

Oct 29, 2024 | 12:15 AM

East Bengal vs Bashundhara Kings: ইন্ডিয়ান সুপার লিগে টানা আধডজন হারের পর আরও একটা অস্বস্তির সামনে ছিল ইস্টবেঙ্গল। শেষ মুহূর্তে হার বাঁচিয়ে ছিলেন দিমিত্রিয়স দায়মান্টাকোস। আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ বাংলাদেশের বসুন্ধরা কিংস।

East Bengal: অস্কারের প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের চিন্তা টাইমিং
Image Credit source: EMAMI EAST BENGAL

Follow Us

এএফসি চ্যালেঞ্জ লিগে ড্র দিয়ে অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল। গ্রুপ এ-র প্রথম ম্যাচে ভুটানের পারো এফসির বিরুদ্ধে নেমেছিল লাল-হলুদ। ১-২ ব্যবধানে পিছিয়ে বিরতিতে গিয়েছিল। ইন্ডিয়ান সুপার লিগে টানা আধডজন হারের পর আরও একটা অস্বস্তির সামনে ছিল ইস্টবেঙ্গল। শেষ মুহূর্তে হার বাঁচিয়ে ছিলেন দিমিত্রিয়স দায়মান্টাকোস। আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ বাংলাদেশের বসুন্ধরা কিংস।

ভুটানের কৃত্রিম ঘাসের মাঠ এবং আবহাওয়া এমনিতেই বড় চ্যালেঞ্জ। তার উপর আজ রাতের ম্যাচ। পারো এফসির বিরুদ্ধে বিকেল খেলেছিল ইস্টবেঙ্গল। আজ ভারতীয় সময় রাত ৮.৩০-এ খেলা শুরু। আবহাওয়া আরও কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ইস্টবেঙ্গলের সামনে। পারো এফসির বিরুদ্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট হয়েছে। এটি অবশ্য পুরনো রোগ। যা সারাতে প্রচুর পরিশ্রম করতে হবে। ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজোর কাছে নতুন চ্য়ালেঞ্জ এই রোগ সারানো।

এই খবরটিও পড়ুন

আজকের ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ বসুন্ধরাতে কোচিং করিয়েছেন অস্কার ব্রুজো। ফলে এই টিম সম্পর্কে তাঁর অনেক কিছুই জানা। সেক্ষেত্রে পরিকল্পনা গড়তে কিছুটা সুবিধা হতে পারে। আবার অসুবিধেও রয়েছে। বসুন্ধরার প্লেয়াররাও প্রাক্তন কোচের স্ট্র্যাটেজি কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন। ইস্টবেঙ্গল ড্র দিয়ে শুরু করলেও বসুন্ধরা প্রথম ম্যাচেই হেরেছে। তাদের কাছে এই ম্যাচ মরণ-বাঁচন। ইস্টবেঙ্গলকেও পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে। গ্রুপ থেকে একটা দলের নকআউট নিশ্চিত হবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে সেরা দল যাবে। গ্রুপের তৃতীয় দল লেবাননের ক্লাব নেজমাহ। তারা আরও শক্তিশালী।

Next Article