AFG vs PAK: পাক শিবিরে আফগান হামলা; ৯২ রানে অলআউট, মুখ চুন পাকিস্তানের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Mar 25, 2023 | 2:05 PM

মহম্মদ নবির অলরাউন্ড পারফরম্যান্স। প্রথমবার টি-২০ ফরম্যাটে আফগানিস্তানের বিরুদ্ধে হার পাকিস্তানের।

AFG vs PAK: পাক শিবিরে আফগান হামলা; ৯২ রানে অলআউট, মুখ চুন পাকিস্তানের
Image Credit source: Twitter

Follow Us

শারজা: কয়েকদিন আগেই শেষ হয়েছে পাকিস্তান সুপার লিগ (PSL 2023)। রানের বন্যা বয়েছিল পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে। ২০০ রান আকছার তুলে ফেলছিল দলগুলি। লিগের ফাইনাল ম্যাচে ওঠে ৪০০-র মতো রান। ফ্র্যাঞ্চাইজি লিগে যাঁদের ব্যাটে রানের বর্ষা হচ্ছিল জাতীয় দলের জার্সি চাপাতেই ভোঁতা হয়ে গেল অস্ত্র। পিএসএল শেষ হওয়ার পরই আফগানিস্তানের (Afghanistan Cricket) বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরশাহি গিয়েছে পাকিস্তান (Pakistan Cricket)। প্রথম ম্যাচেই লজ্জার হার। প্রথম টি-২০তে পাকিস্তানের রান ১০০-র ঘর পর্যন্ত পৌঁছতেই দিলেন না মহম্মদ নবি, মুজিব উর রহমানরা। ব্যাটে-বলে পিএসএলে ঝড় তোলা ক্রিকেটারদের বাস্তবের মাটিতে নামিয়ে আনল আফগানিস্তান (AFG vs PAK)। এই প্রথম আফগানদের বিরুদ্ধে টি-২০ ফরম্যাটে হার বাবর আজমদের। ম্যাচের বিস্তারিত TV9 Bangla-য়।

বলা যেতে পারে আফগানিস্তানকে হালকাভাবে নেওয়ার মাসুল গুণতে হল পাকিস্তানকে। দলে নেই বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিদের মতো তারকা মুখগুলি। তার উপর প্রথম ম্যাচে মাঠে নামানো হয়নি শান মাসুদ, ইফতিকার আহমেদ, মহম্মদ নওয়াজদের। যার ফল ভুগতে হল। শাদাব খানের নেতৃত্বে শারজার মাঠে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯২ রান ওঠে পাকিস্তানের স্কোরবোর্ডে। টি-২০তে সর্বনিম্ন স্কোর না হলেও পুরো ওভার খেলার পর ধরলে সবচেয়ে কম স্কোর এটাই। এর আগে অস্ট্রেলিয়া ২০১৪ সালে ২০ ওভার ম্যাচ খেলে ৯৬ রানে আউট হয়েছিল। পাকিস্তানের ইনিংসে ওঠে সর্বাধিক ৩২ বলে ১৮ রান।

জবাবে মহম্মদ নবির ৩৮ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংসে ছয় উইকেট বাকি থাকতেই ১৭.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন নবি। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম জয়ে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে আফগানরা। এর আগে ২০২২ এশিয়া কাপ ও ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে জয়ের খুব কাছে পৌঁছেও পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল আফগানদের। ২০২৩ সালে দুটি দলের প্রথম মোকাবিলায় জয়জয়কার আফগানদের।

গতবছর এশিয়া কাপে এই শারজার মাঠেই পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে ধুন্ধুমার বেঁধে গিয়েছিল। আফগানিস্তান ৬ উইকেট হারিয়ে ১২৯ রান করে। জবাবে ১১৮ রানে ৯ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। কিন্তু শেষ ওভারে পরপর দুটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে দেন নাসিম শাহ। মাঠে দুটি দলের ক্রিকেটারদের মধ্যে ঝামেলা বেঁধে গিয়েছিল। অশান্তি বাঁধে গ্যালারিতেও। দুই দলের সমর্থকরা চেয়ার ভাঙচুর করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। সেদিনকার বদলা সুদে আসলে পুষিয়ে নিল আফগানিস্তান।

Next Article