মুম্বই : আইপিএলের (IPL) সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ১৬তম আইপিএলে ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বইকে সেরা ছন্দে দেখা যায়নি। গত মরসুমে রোহিত শর্মার (Rohit Sharma) দল পয়েন্ট টেবলের ১০ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল। ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জিতেছিল MI। চলতি আইপিলে মুম্বই ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ। এখনও অবধি ৭টি ম্যাচে খেলে সূর্যকুমার যাদবরা জিতেছেন ৩টি ও হেরেছেন ৪টি ম্যাচে। মুম্বইয়ের ব্যর্থতার অন্যতম কারণ টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা। গুজরাট টাইটান্সের কাছে শেষ ম্যাচে মুম্বই ৫৫ রানে হেরেছে। গুজরাটের বোলাররা কোনও পার্টনারশিপই গড়তে দেয়নি মুম্বইকে। এ বার এই পরিস্থিতিতে হিটম্যানকে আইপিএল থেকে কয়েকদিনের ছুটি নেওয়ার পরামর্শ দিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
চলতি আইপিএলে এখনও অবধি যে ৭টি ম্যাচে খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স তার মধ্যে মাত্র ১টি হাফসেঞ্চুরির ইনিংস রয়েছে ক্যাপ্টেন রোহিত শর্মার। গুজরাটের বিরুদ্ধে মুম্বইয়ের শেষ ম্যাচে তো ব্যাট হাতে ব্যর্থ রোহিত। মাত্র ২ রান করে মাঠ ছাড়েন হিটম্যান। ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর মনে করেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভাবাচ্ছে রোহিত শর্মাকে।
আইপিএলের ব্রডকাস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকার বলেন, ‘ব্যাটিং অর্ডারে (মুম্বই ইন্ডিয়ান্সের) আমি কিছু পরিবর্তন দেখতে চাই। একইসঙ্গে আমার মনে হয় রোহিত শর্মার উচিত বিশ্রাম নিয়ে নিজেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য তৈরি করা। বিরতি নিয়ে ও আইপিএলের শেষ কয়েকটা ম্যাচে ফিরে খেলুক। আমার মনে হয় এখন ওর দরকার বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে ওঠা। ওকে কিছুটা বিধ্বস্ত বলে মনে হচ্ছে। আমার ধারণা ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে বেশি ভাবছে। তাই আমার মনে হয় ও বিশ্রাম নিয়ে আইপিএের শেষ তিন-চারটে ম্যাচ খেলতে ফিরে আসুক, তা হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য নিজের ছন্দ খুঁজে পেতে পারে।’
একইসঙ্গে গাভাসকার জানান তাঁর মনে হয় এ বারের আইপিএলের প্লে অফে ওঠা মুম্বইয়ের জন্য সহজ হবে না। তিনি বলেন, ‘একমাত্র কোনও অলৌকিক ঘটনা হলে তবেই এ বারের প্লে অফে মুম্বই ইন্ডিয়ান্স পৌঁছতে পারবে। শেষ চারে পৌঁছতে হলে ওদের কিছু চমকপ্রদ ক্রিকেট খেলতে হবে এবং ব্যাটে ও বলে দুই বিভাগেই উন্নতি করতে হবে।’