Rishabh Pant : মাঠে ফেরার চ্যালেঞ্জ, এনসিএতে রিহ্যাব শুরু ঋষভ পন্থের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 26, 2023 | 1:20 PM

Rishabh Pant at NCA : গত বছরের শেষে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। একেবারে মৃত্যুর মুখ থেকে তিনি ফিরে এসেছেন। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। তিনি ২২ গজে ফেরার জন্য এখনও পুরো ফিট নন। এ বার তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু করলেন।

Rishabh Pant : মাঠে ফেরার চ্যালেঞ্জ, এনসিএতে রিহ্যাব শুরু ঋষভ পন্থের
Rishabh Pant : মাঠে ফেরার চ্যালেঞ্জ, এনসিএতে রিহ্যাব শুরু ঋষভ পন্থের
Image Credit source: Twitter

Follow Us

বেঙ্গালুরু : এভাবেও ফিরে আসা যায়। অদম্য মনের জোর, ভাগ্য সবই সঙ্গ দিচ্ছে টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant)। ২০২২ সালের ৩০ ডিসেম্বর দিল্লি-দেরাদুন হাইওয়েতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। তিনি নিজে গাড়ি চালিয়ে নতুন বছরে মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দিল্লি থেকে রুরকি যাচ্ছিলেন। সেখানেই পথে ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হতে হয় তাঁকে। সেই দুর্ঘটনার পরই পন্থকে রুরকির ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। তার পর পন্থকে এয়ারলিফ্ট করে মুম্বইয়ের কোকিলাবেন হাসাপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনার পর থেকে পন্থের পুরো চিকিৎসার দায়িত্ব নিয়েছিল বিসিসিআই। এই অ্যাক্সিডেন্টের পর পন্থের ক্রিকেট কেরিয়ার নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। গত কয়েকদিন তো শোনা যাচ্ছিল তিনি আর হয়তো ক্রিকেটে ফিরতে পারবেন না। সেই সকল জল্পনায় জল ঢেলে পন্থ এ বার মাঠে ফেরার চ্যালেঞ্জে নেমে পড়লেন। আসলে এ বার তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাব শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এই খবর জানিয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

২০২২ সালের ডিসেম্বরে শেষবার দেশের হয়ে খেলেছিলেন ঋষভ পন্থ। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর তাঁর অ্যাক্সিডেন্ট হয়েছিল। ২০২৩ সালের বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলা হয়নি ঋষভের। বর্তমানে দেশের মাটিতে চলছে আইপিএল। এ বার তাঁর আইপিএলেও খেলা হচ্ছে না। দেশের মাটিতে চলতি বছর রয়েছে ওডিআই বিশ্বকাপ। একাধিক রিপোর্ট অনুযায়ী, সম্ভবত তাঁর আগে ঋষভ পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন না। তবে তিনি দ্রুত ২২ গজে ফেরার চেষ্টা করছেন। নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে পন্থ এনসিএ থেকে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে তিনি হাঁটুতে প্রোটেকটিভ গিয়ার পরে বেডে শুয়ে রয়েছেন। আর তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন ফিটনেস ট্রেনার। সেই ছবির ক্যাপশনে পন্থ লেখেন, ‘Top man #nca’

নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে ঋষভ পন্থ এনসিএ থেকে এই ছবিটি শেয়ার করেছেন।

দেশের মাটিতে ঋষভ পন্থের মতো ক্রিকেটারকে বিশ্বকাপে না পাওয়াটা টিম ইন্ডিয়ার জন্য বিরাট ধাক্কার। বর্তমানে ভারতের অন্যতম সেরা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তাঁর অনুপস্থিতিতে এ বারের ওডিআই বিশ্বকাপে হয়তো উইকেটকিপার হিসেবে দেখা যেতে পারে লোকেশ রাহুলকে।

Next Article