Ajinkya Rahane: মাহি-মন্ত্রেই ভাগ্য বদল, জাতীয় দলের ফেরার পথ খুঁজে নিলেন রাহানে
আইপিএলে চমকে দিচ্ছেন 'টেস্ট স্পেশালিস্ট' হিসেবে পরিচিত অজিঙ্ক রাহানে। টি ২০তে সাফল্য পাওয়ার পর জাতীয় দলের দরজাও খুলে গেল অজিঙ্ক রাহানের সামনে।
কলকাতা: ‘মহেন্দ্র সিং ধোনি’ নামক এক পরশ পাথরের ছোঁয়া পেয়েছেন তিনি। যা ছোঁবেন তাতে সোনা! অজিঙ্ক রাহানের ক্ষেত্রে তেমনটাই বলা যায়। ‘টেস্ট স্পেশালিস্ট’ হিসেবে পরিচিত মুম্বইয়ের ব্যাটারকে আইপিএল (IPL 2023) অকশনে নেওয়ার কথা ভাবেনি কোনও ফ্র্যাঞ্চাইজি। দ্বিতীয় রাউন্ডে বেস প্রাইসে কিনে নেয় চেন্নাই সুপার কিংস। তাতেও প্রশ্ন ছিল। আদৌ সুযোগ পাবেন তো? শুরুতে চেন্নাই জার্সিতে প্রথম দু-ম্য়াচে সুযোগ পাননি। ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অবশেষে সুযোগ মেলে। প্রথম ম্য়াচেই বাজিমাত। নিজের হোম গ্রাউন্ডে মাত্র ২৭ বলে ৬১ রানের ইনিংস। ইডেন গার্ডেন্সে ২৯ বলে ৭১ রানের ইনিংস। পাঁচ ম্য়াচে দুটি অর্ধশতরান সহ মোট ২০৯ রান। স্ট্রাইকরেট প্রায় ২০০! এ বারের আইপিএলে ৩৪ ম্য়াচ শেষে সবচেয়ে বেশি স্ট্রাইকরেট রাহানেরই। এটা সত্যিই অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) তো? বিশ্বাস হচ্ছে না অনেকেরই। আইপিএলের চোখ ধাঁধানো সাফল্যের মাঝেই সুখবর। দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পেলেন অজিঙ্ক রাহানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC 2023 Final) জন্য ১৫ সদস্যের ভারতীয় দলে রয়েছেন। অনেকের মতে, আইপিএল দেখে রাহানেকে সুযোগ দেওয়া হয়নি। শ্রেয়াস আইয়ারের চোটের কারণে ডাক পেয়েছেন। সত্যিই কি তাই? মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) অধীনে বদলে যাওয়া রাহানের দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পাওয়ার পিছনে আইপিএলের কোনও অবদান নেই? বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
মাহি-মন্ত্রেই তাঁর এই সাফল্য। এ কথা স্বীকার করতে দু’বার ভাবেননি। গত রবিবারের কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের পর বলেছিলেন, ‘ধোনির কথা মেনে চললে সাফল্য আসবেই।’ বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনের কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। তাতেই নাকি সাফল্য ধরা দিয়েছে। রাহানে বলেছিলেন, “ধোনি ভাই শুধু মন খুলে খেলার পরামর্শ দেন। নিজের ব্যাটিং উপভোগ করার কথা বলেন। এসব সম্ভব হচ্ছে শুধুমাত্র মাহি ভাইয়ের জন্য। তাঁর বলা কথাগুলো মাথায় রেখে খেলতে নামি। প্রতিটি ক্রিকেটারের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। যাতে সকলে নিজের অবদান রাখতে পারে।” ধোনির অধীনে জাতীয় দলের হয়ে খেলেছেন বহুদিন। জাতীয় দলের কেরিয়ার নিয়ে নিজেও যখন ভাবা বন্ধ করে দিয়েছিলেন, তখনই ম্যাজিক। আর কখনও জাতীয় দলের খেলার সুযোগ পাবেন কি না ভাবেননি। শুধুমাত্র নিজের কাজ করে গিয়েছেন। তাঁর বিধ্বংসী ফর্মই জাতীয় দলের দরজা ফের খুলে গিয়েছে।
শেষবার জাতীয় দলের হয়ে টেস্ট সিরিজে খেলেছিলেন ২০২২ সালে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খারাপ পারফরম্যান্সের পর সহ-অধিনায়কের জায়গা খুইয়েছিলেন। এরপর ২০২২ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু-ম্য়াচের টেস্ট সিরিজ থেকে বাদ পড়েন। গত বছরের শেষ দিকে বাংলাদেশ সফরেও সুযোগ পাননি। মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে রান পাচ্ছিলেন। আইপিএলেও বিধ্বংসী ফর্মে। জাতীয় দলের নির্বাচকরা রাহানের থেকে আর মুখ ফিরিয়ে থাকতে পারলেন না। বলা ভালো, জাতীয় দলে ফেরার রাস্তাটা নিজেই খুঁজে নিলেন তিনি।