IPL 2024: শাহরুখ খান এই কারণে ক্রিকেটে নাক গলান না… গোয়েঙ্কা বিতর্কের মাঝেই গুরুতর মন্তব্য গম্ভীরের!

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 11, 2024 | 3:01 PM

Sanjiv Goenka-KL Rahul Controversy: মাঠেই ম্যাচের পর প্রকাশ্যে লখনউ ক্যাপ্টেন রাহুলকে ধমক দিয়েছিলেন টিমের মালিক। যা নিয়ে সব মহল থেকে উষ্মা প্রকাশ করা হয়েছে। তারপর থেকে একঝাঁক প্রশ্ন ঘুরছে। রাহুল আগামী মরসুমে আর লখনউ সুপার জায়ান্টসে থাকবেন না? বোর্ড কি কোনও ব্যবস্থা নেবে লখনউ (LSG) মালিকের বিরুদ্ধে?

IPL 2024: শাহরুখ খান এই কারণে ক্রিকেটে নাক গলান না... গোয়েঙ্কা বিতর্কের মাঝেই গুরুতর মন্তব্য গম্ভীরের!
IPL 2024: শাহরুখ খান এই কারণে ক্রিকেটে নাক গলান না... গোয়েঙ্কা বিতর্কের মাঝেই গুরুতর মন্তব্য গম্ভীরের!

Follow Us

কলকাতা: সঞ্জীব গোয়েঙ্কা-লোকেশ রাহুল বিতর্ক (Sanjiv Goenka-KL Rahul Controversy) ক্রমশ ডালপালা মেলছে। মাঠেই ম্যাচের পর প্রকাশ্যে লখনউ ক্যাপ্টেন রাহুলকে ধমক দিয়েছিলেন টিমের মালিক। যা নিয়ে সব মহল থেকে উষ্মা প্রকাশ করা হয়েছে। তারপর থেকে একঝাঁক প্রশ্ন ঘুরছে। রাহুল আগামী মরসুমে আর লখনউ সুপার জায়ান্টসে থাকবেন না? বোর্ড কি কোনও ব্যবস্থা নেবে লখনউ (LSG) মালিকের বিরুদ্ধে? এ সব প্রশ্নের কোনও উত্তরই এখন নেই। রাহুল যে পুরো ব্যাপারটা ভালো ভাবে নেননি, তা নিয়ে সন্দেহ নেই। কিন্তু এই মুহূর্তে মুখ খুলতে নারাজ। টিমের দুটো ম্যাচ রয়েছে। তা যদি না খেলেন, বা খেললেও ক্যাপ্টেন্সি যদি না করেন, তা হলে বুঝতে হবে বরফ গলেনি। উল্টে আরও জটিল হয়েছে পরিস্থিতি।

এই বিতর্কের মধ্যেই গুরুতর মন্তব্য করে বসেছেন গৌতম গম্ভীর। গৌতি এর আগে লখনউয়ের মেন্টর হিসেবে কাজ করেছেন। ওই টিমের খোলনলচে সম্পর্কে ওয়াকিবহাল। তাই কি এই মন্তব্য করলেন, প্রশ্ন উঠছে। কী বললেন কেকেআরের গম্ভীর? কেকেআরের টিম মালিক শাহরুখ খান সব সময় টিমের পাশে থাকেন। টিম জিতলে প্রশংসা করেন। হারলে মনোবল বাড়ান। এই ছবি বারবার দেখা গিয়েছে। গম্ভীর বলছেন, ‘এটা আমার আর শাহরুখ খানের মধ্যে একটা বিশ্বাস, ভরসার জায়গা। আমি খুব ভালো করে জানি, উনি কখনওই ক্রিকেটীয় ব্যাপারে নাক গলাবেন না। উনি খুব ভালো করে জানেন, যে সিদ্ধান্তই আমি নিই না কেন, টিমের ভালোর জন্যই নেব।’

স্পোর্টসক্রীড়াকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর নিজের অবস্থান, কেকেআরের টিমের অন্দরমহল, প্লেয়ারদের সঙ্গে মালিকের সম্পর্ক, সবই তুলে ধরেছেন। ‘শাহরুখের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। যতগুলো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছি, তার মধ্যে উনিই সেরা মালিক। শুধু মানবিক তাই নন, উনি একই সঙ্গে মাটিতে পা রেখে চলা মানুষ। আমার মনে হয় না, উনি কখনও ক্রিকেটীয় ব্যাপারে নাক গলিয়েছেন কিনা। আমার মতো মানুষকে স্বাধীনতা দিয়েছেন, যাতে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারি। আমি জানি, পরিস্থিতি যাই হোক না কেন, উনি সব সময় আমার পাশেই থাকবেন।’

গম্ভীরের এই কথাগুলো কি শুনতে পাচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কা?

Next Article