দীর্ঘ ১২৮ বছরের অপেক্ষা। অলিম্পিকে ফিরেছে ক্রিকেট। প্যারিস অলিম্পিক শেষ। ক্রিকেটারদের যেন তর সইছে না। আরও চার বছর। লস অ্যাঞ্জেলসে পরবর্তী অলিম্পিক। আর সেখানেই অন্তর্ভূক্ত হয়েছে ক্রিকেট। অলিম্পিকের আসরে একটিই ক্রিকেট ম্যাচ দেখা গিয়েছিল। ক্রিকেটারদের কাছে দুর্দান্ত একটা অভিজ্ঞতা হতে চলেছে ২০২৮ সালে। অপেক্ষায় অজি অধিনায়ক প্যাট কামিন্সও। ততদিন অবধি তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন কিনা, তা নিয়ে অবশ্য প্রশ্ন থাকেই। তাঁর প্রত্যাশা, অলিম্পিকে অংশ নেবেন। আর কী বলছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স?
অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে দুর্দান্ত সফল এই পেসার। ক্যাপ্টেন হিসেবে অস্ট্রেলিয়াকে ওয়ান ডে বিশ্বকাপ জিতিয়েছেন, টেস্টেও সেরার খেতাব জিতেছে অস্ট্রেলিয়া। ২০২১ সালে অস্ট্রেলিয়ার একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন প্যাট কামিন্স। প্যারিস অলিম্পিকের উন্মাদনা থেকে বেরোতে পারছেন না। স্বাভাবিক ভাবেই গ্রেটেস্ট শো অন আর্থ নিয়ে উচ্ছ্বাসে ভাসছেন অজি অধিনায়ক। ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে নানা কথাই বলেছেন।
লস অ্যাঞ্জেলস নিয়ে প্যাট কামিন্স বলছেন, ‘দুর্দান্ত অভিজ্ঞতা হতে চলেছে। বিশেষ করে গত কয়েক সপ্তাহ প্যারিস অলিম্পিকের আবহ দেখে আরও বেশি উত্তেজিত লাগছে। সত্যি বলতে, আমাদের ধারনাই ছিল না এমনটা হতে পারে। এখনও চার বছর বাকি। অনেক কিছুই হতে পারে। এখনই হাল ছাড়ছি না। তবে অলিম্পিকে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করতে পারলে খুবই ভালো লাগবে। একটা স্পেশাল অভিজ্ঞতা হতে চলেছে।’