Watch Video: সুখবর! এশিয়া কাপে ভারতের দল ঘোষণার আগে বুমরার বোলিংয়ের মুখোমুখি রাহুল

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 13, 2023 | 1:05 PM

Jasprit Bumrah-KL Rahul: চলতি অগস্টে আয়ার্ল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। সেখানে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। লোকেশ রাহুল কবে জাতীয় দলে ফিরছেন, বোর্ডের পক্ষ থেকে এই নিয়ে কোনও কিছু ঘোষণা করা হয়নি।

Watch Video: সুখবর! এশিয়া কাপে ভারতের দল ঘোষণার আগে বুমরার বোলিংয়ের মুখোমুখি রাহুল
Watch Video: সুখবর! এশিয়া কাপে ভারতের দল ঘোষণার আগে বুমরার বোলিংয়ের মুখোমুখি রাহুল

Follow Us

বেঙ্গালুরু: লোকেশ রাহুল (KL Rahul) কতটা ফিট? তিনি কি জাতীয় দলে ফেরার জন্য তৈরি? এই প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি পেতে চলেছেন ভারতের ভক্তরা। দিন চারেক আগেই জানা গিয়েছিল আজ, ১৩ অগস্ট রবিবার কিংবা সোমবার বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এক অনুশীলন ম্যাচে খেলবেন লোকেশ রাহুল। সেখানে ফিটনেস টেস্টে তিনি পাস করে গেলে তাঁর জাতীয় দলে ফেরার সম্ভবনা উজ্জ্বল হবে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) বোলিংয়ের মোকাবিলা করছেন লোকেশ রাহুল। যা দেখে রাহুলের ফ্যানেরা রীতিমতো খুশি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

লোকেশ রাহুল এবং জসপ্রীত বুমরা দুই ভারতীয় ক্রিকেটার চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে। বুমরা-রাহুলরা তাঁদের অস্ত্রোপচারের পর রিহ্যাব পর্বের জন্য বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। সেখানে তাঁরা ধীরে ধীরে ম্যাচ ফিট হয়ে উঠেছেন। চলতি অগস্টে ভারত আয়ার্ল্যান্ড সফরে যাবে। বুমরাকে বিসিসিআইয়ের পক্ষ থেকে ম্যাচ ফিট বলে ঘোষণা করা হয়েছে। ভারত-আয়ার্ল্যান্ড সিরিজে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাকে। তবে লোকেশ রাহুল কবে জাতীয় দলে ফিরছেন, তা নিয়ে এখনও বোর্ডের পক্ষ থেকে কিছু ঘোষণা করা হয়নি। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে বুম বুম বুমরার বলের সামনে নেটে অনুশীলন করছেন রাহুল। যা দেখে রাহুলের ভক্তদের মনে স্বস্তি ফিরেছে।

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী খুব শীঘ্রই এশিয়া কাপের জন্য বিসিসিআই ভারতীয় স্কোয়াড ঘোষণা করতে চলেছে। তার আগে রাহুল যদি নিজেকে ফিট বলে প্রমাণ করতে পারেন, তা হলে এশিয়া কাপেই তাঁর জাতীয় দলে প্রত্যাবর্তন হতে পারে।

 

 

 

 

 

Next Article