ফ্লোরিডা : আমেরিকা বলতে সবার আগে কী মনে পড়ে? ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি ২০ ম্যাচের আগে একটি ভিডিয়ো পোস্ট করেছিল বিসিসিআই (BCCI)। ভিডিয়োর সারবত্তা হল, আমেরিকাকে কী চোখে দেখেন জাতীয় দলের তরুণ ক্রিকেটাররা। প্রশ্নটা সবার কাছেই করা হচ্ছিল। শুভমন গিলকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘আত্মীয়’। পঞ্জাবি হওয়ার সুবাদে গিলের প্রচুর আত্মীয় স্বজন আমেরিকায় থাকেন। চতুর্থ টি ২০ ম্যাচ জয়ের পর বোর্ডের তরফে আরও একটি ভিডিয়ো পোস্ট করা হয়। যেখানে দেখা যায়, দেশোয়ালি ভাই অর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) সঙ্গে পঞ্জাবি ভাষায় নিজেদের পারফরম্যান্স নিয়ে আলোচনা করছেন শুভমন গিল। মার্কিন মুলুকে পঞ্জাবিদের আধিক্য এবং আত্মীয় স্বজনদের কথা ভেবেই কী গিল-অর্শদীপরা মাতৃভাষায় ফিরলেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ফ্লোরিডায় চতুর্থ টি ২০ ম্যাচে ৪ ওভারের কোটায় ৩৮ রান খরচ করে ৩ উইকেট নেন অর্শদীপ। ছেলেকে উৎসাহ দিতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অর্শদীপের পরিবার। ছেলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত তাঁরা। এদিকে ব্যাট হাতে ৭৭ রানের ইনিংস খেলেছেন শুভমন গিল। ৩টি ছয় ও ৫টি চার এসেছে তাঁর ব্যাটে। ম্যাচের পর দুই পঞ্জাব কা পুত্তর মিলে আড্ডায় বসেছিলেন। ক্যামেরা ছিল সামনে। তবে ইংরেজি বা হিন্দির পরিবর্তে পঞ্জাবিতেই আলোচনা শুরু হল। পঞ্জাবি ভাষায় আলাদা মিষ্টতা আছে। জাতীয় দলের দুই তরুণ ক্রিকেটারের মুখে সেই ভাষা শুনে খুশি নেটিজেনরা।
Performing in presence of family 😃
Art 🎨 & Shopping 🛍️ in USA
Backing the basics 💪Presenting Florida special ft. @arshdeepsinghh & @ShubmanGill 👌👌 – By @ameyatilak
Full Interview 🎥🔽 #TeamIndia | #WIvIND https://t.co/KYvTtmV8tx pic.twitter.com/5tR40tcyLF
— BCCI (@BCCI) August 13, 2023
কী আড্ডা হল? শুভমন অর্শদীপকে প্রথমেই জিজ্ঞাসা করেন,”দেখলাম তোমার পরিবারের সকলেই এখানে উপস্থিত। আগে থেকেই আসার পরিকল্পনা ছিল?” অর্শদীপ উত্তরে বলেন, “বাবা এবং ভাই কানাডা থেকে এখানে এসেছেন। এখানেই ছিলেন তাই ওদের কাছ থেকে সমর্থনও পেলাম।”
এরপর গিলকে অর্শদীপ জিজ্ঞাসা করেন আমেরিকায় তাঁর কী কী ভালো লাগে। সতীর্থর প্রশ্নে শুভমন বলেন, “সব জায়গারই একটি আর্ট আছে। সব জায়গাতেই কিছু না কিছু দেখার রয়েছে। সব জায়গার সঙ্গে ইতিহাস জড়িয়ে রয়েছে। সেটাই দেখতে পছন্দ করি। আর আমেরিকা এসে যদি শপিং না করি তাহলে এখানে আসার ফায়দা কী।”