লক্ষ্মীপুজোর দিন বিশ্বকাপের (ICC World Cup 2023) বোধন হতে চলেছে ইডেনে। শনিবার ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস। এ বারের বিশ্বকাপে সাকিব আল হাসানের টিমের হাল খারাপ। নেদারল্যান্ডস আবার দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে চমকে দিয়েছে। কমলা জার্সির বিরুদ্ধে বাংলাদেশ এপার বাংলায় কি দ্বিতীয় জয়ের খোঁজ পাবে? এই প্রশ্নের উত্তর যখন খুঁজছেন সাকিবদের সমর্থকরা, তখন খবরের শিরোনামে ইডেন। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ইডেনের একটি দেওয়াল। দু’দিন পর বিশ্বকাপের ম্যাচ। তার মধ্যে কি ইডেন তৈরি হতে পারবে? TV9Bangla Sportsএ বিস্তারিত।
এমনিতে ইডেনের বিশ্বকাপ ঘিরে অসন্তোষ কম নেই। সদস্যদের একাংশের জন্য বিশ্বকাপের টিকিট অনলাইনে দেওয়া হয়েছে। কিন্তু তা কাটলেও কনফার্ম টিকিট হাতে আসেনি। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সদস্যরা। ৩ হাজার টিকিট পেতে পারেন সদস্যরা। কিন্তু তা মিলবে কী ভাবে, বুঝতেই পারছেন না। তার মধ্যেই দুর্ঘটনার কবলে ইডেন। এ দিন দুপুর নাগাদ ঘটে ঘটনা। ইডেনের তিন নম্বর গেট সংলগ্ন দেওয়াল ভেঙে পড়ে ক্রেনের ধাক্কায়। ওই ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ইডেনের দেওয়ালে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেওয়াল। ওই দেওয়াল ভেঙে পড়ায় চাপে পড়ে গিয়েছেন সিএবির কর্তারা। ওই গেট দিয়ে দর্শকরা ঢুকবেন বিশ্বকাপের ম্যাচ দেখতে। জরুরীকালীন পরিস্থিতিতে ওই দেওয়াল সারানোর কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু তা সারানো হলেও যে সমস্যা মিটবে, তা জোর দিয়ে বলা যাচ্ছে না।
দুর্ঘটনাটুকু বাদ দিলে অবশ্য ইডেন নিয়ে অভিযোগ থাকার কথা নয়। ক্রিকেটের নন্দনকানন বিশ্বকাপের জন্য তৈরি। টিকিট ঘিরে উষ্মা থাকতে পারে সদস্যদের, এর বাইরে অবশ্য তেমন অভিযোগ নেই। উৎসবের মরসুমে পর পর পাঁচটা ম্যাচ দেখা যাবে ইডেনে। বাংলাদেশ ও পাকিস্তান দুটো করে ম্যাচ খেলবে। ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ৫ নভেম্বরের ওই ম্যাচ নিয়ে এখন থেকেই উত্তাপ ছড়াতে শুরু করেছে। আর ইডেনে থাকবে বিশ্বকাপের একটি সেমিফাইনাল ম্যাচ। সব মিলিয়ে বিশ্বকাপের শো জমজমাট ইডেনে। তার মধ্যে দেওয়াল ভেঙে পড়ায় সুর-তাল কিছুটা যে কাটল, তা নিয়েও সন্দেহ নেই।