চেন্নাই: টানা তিন ম্যাচে হার। এমন কি পড়শি আফগানিস্তানের কাছে হেরে অস্তিত্ব সংকটে পাকিস্তান। টালমাটাল পরিস্থিতি এখন পাক শিবিরে। আগের ম্যাচে চেন্নাইয়ের এই এম এ চিদাম্বরম স্টেডিয়ামেই আফগানদের কাছে হেরেছিল বাবর আজমরা। এ বার ফের একই মাঠে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। সেমি ফাইনালের রাস্তা পরিস্কার করা তাগিদ জারি থাকবে শাহিন আফ্রিদিদের। অন্যদিকে এ বারের বিশ্বকাপে দুরন্ত ফর্মে দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে এইডেন মার্কব়্যামরা। ঝুলিতে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান দখল করেছেন প্রোটিয়ারা। কাল, শুক্রবার কুইন্টন ডি-ককদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর লড়াইয়ে নামবে পাকিস্তান। কবে, কোথায় কীভাবে দেখবেন ম্যাচটি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি কবে হবে?
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি শুক্রবার, ২৭ অক্টোবর হবে।
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি কোথায় হবে?
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবেয।
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি কখন হবে?
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি শুরু হবে দুপুর ২ টোয়।
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটির টস কখন হবে?
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটির টস শুরু হবে দুপুর ১.৩০ টায়।
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি কোথায় দেখতে পাবেন?
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে। পাশাপাশি এই ম্যাচটির লাইভ স্কোর পাবেন TV9 Bangla Sports-এর লাইভ ব্লগে।